নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আবেগি পোস্টঃ ফিরে আয় বন্ধু :||

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৮

মানুষগুলো খুব অদ্ভুত, তাইনা!!
অল্পতে রেগে যায়, অল্পতে কেঁদে ফেলে,
আবার অল্পতেই নিশ্চুপ হয়ে যায়।
আর আবেগ বেড়ে গেলে নিরুদ্দেশ হতে চায়।
জীবনের এই ক্ষেত্রগুলো আলাদা করে বিশ্লেষন করতে গেলে গভীর ভাবসম্পন্ন কিছু কথা বেরিয়ে আসে।
এই কথাগুলোও মানুষকে কখনো হাসায়, কখনো কাঁদায়।
একটা মানুষ যখন আপনার সামনে হেসে হেসে কথা বলবে, ভাববেন না সে জগতের সবচেয়ে সুখি মানুষ।
হয়তো আপনাকে কাঁদাবে না ভেবেই সে আজ হাসিমুখি।
আপনি কি কখনো তার মনের ভাষাটা বোঝার চেষ্টা করেছেন!!
করেন নি, তাইতো??
ভেবেছেন... হয়তো এখানেই শুরু, এখানেই শেষ।
কিন্তু এই হাস্যজ্জ্বল চাহনিতে কি ভাবছে মানুষটা!
হয়তো আপনার সাথে শেয়ার করতে চেয়েছিল তার সুখের অন্তরালে চেপে রাখা কালো অধ্যায়গুলো।
আপনিকে সেই চাহনিতে দেখছেন, সামান্য আস্থা এবং বিশ্বাস অর্জনের চিহ্ন??
নাকি আবারও কাউকে অবহেলার চোখে দেখছেন?
আর সেই মানুষটা যদি আপনার কাছের কেউ হয়।
হতে পারে আপনার কোন ভালো বন্ধু কিংবা শুভাকাঙ্খি।
আজ আমি তার হয়েই লিখছি....
আমি আপনাকে বলব, এই যে বিবেকের কাঠগড়ায় দাড়ান।
তার চোখে নিজেকে দেখার চেষ্টা করুন।
আপনার দৃষ্টিকোন পরিবর্তন করুন।
মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই
সকল সমস্যার প্রকৃত সমাধান।
ভুল সিদ্ধান্ত আপনাকে আজীবন কাঁদাবে।

আগামীদিন এক নতুন সূর্য আগের মতো করে দেখার অপেক্ষায় রইলাম। =p~

(লেখাটি অতি দুঃখে লিখা হল। যাকে উদ্দেশ্য করে লেখা সে যেন সবকিছু ক্ষমার দৃষ্টিতে দেখে ঠিক আমার মতো) :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.