নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আজ আমার জন্মদিন ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

'শুভ জন্মদিন' কথাটা শুনলেই একটা মৃদু ভালোলাগা কাজ করে মনের ভিতর।
এক স্বর্গীয় আনন্দ অনুভুত হয়। :-)
তার উপর বন্ধুদের এত্তো এত্তো উইশ সব অপূর্ণতাকে কানায় কানায় পূর্ণ করে দিল।
মনে হচ্ছে সকালে সদ্যফোটা ফুলটিও আজ আমাকে ' হ্যাপী বার্থডে' বলছে।
আজকের সূর্যটা যেন নতুনভাবে উদিত হয়ে তার সবটুকু কিরন আমার দিকে ফেলছে।
নীল আকাশে ভাসমান সাদা মেঘগুলো যেন আজ কিছু বলতে চাচ্ছে আমাকে।
পাখিগুলো যেন কিচিরমিচির শব্দ করে আমাকেই অভিবাদন জানাচ্ছে। ;)
আমরা আর কিছু মনে রাখার চেষ্টা করি আর না করি, এই দিনে ঘটে যাওয়া আনন্দঘন মুহুর্তগুলো আমাদের স্মৃতিতে স্মৃতি হয়ে থাকে। দেখতে দেখতে দিন গড়িয়ে সাপ্তাহ হলো, সাপ্তাহ গড়িয়ে মাস, আর মাস গড়িয়ে যাচ্ছে বছর..... সায়াহ্নের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম।
আজ জীবনের ২২ নং সিঁড়িটি অতিক্রম করলাম। পাড়ি দিয়েছি দীর্ঘ পথ, অনেক কিছু দেখেছি, পরিচিত হয়েছি অনেকের সাথে।
অনেক মজার মজার ঘটনা পার করেছি, কাটিয়েছি কিছু দুখের মুহুর্ত।
আজ আর পেছনে তাকাতে চাই না আমি। ভুলে যেতে চাই শোকার্ত সব দিন।
ফেলে আসা সুন্দর মুহুর্তগুলোকে সামনে রেখে আগামীদিনটাকে নতুন এক রূপে সাজাতে চাই।
প্রতিটি মানুষের জীবনেই সবচেয়ে মজার এবং অন্যরকম একটা দিন হল তাঁর নিজের জন্মদিন। হাজারো দিনের মাঝে একটা বিশেষ দিন।
এই দিনটিকে সবাই বিভিন্ন আঙ্গিকে সিলেব্রেট করে থাকে। ওভাবে আমি ভাবতে পারি না। প্রিয় মানুষ গুলোকে নির্দিষ্ট কোন সময়ে কাছে পাওয়া ভার।
তবে বন্ধুদের সাথে কিছু ভালো মুহুর্ত কাটানোর আশা মনে পুষি। অতীতের কালো স্মৃতিগুলো আজ আর মনে না আসুক, সেই কামনাই করছি। হেসে কাটাতে চাই আজকের দিনটি। ;)
সবার শুভকামনা এবং দোয়া প্রার্থনা করছি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ জন্মদিন ভ্রাতা।
ভালো থাকুন সবসময়।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

যোগী বলেছেন:
জন্ম নিয়া এই জীবনে কী কী করলেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে @দিশেহারা রাজপুত্র

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভজন্মদিন -- শুভকামনা

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

দিশেহারা আমি বলেছেন: 'শুভ জন্মদিন'
হাসি আর আনন্দে কাটুক আজকের দিনটি।



কাল থেকে রাস্তায় নেমে পরুন, অন্তত একটা পিকেটার ধরুন,একটা জীবন বাচান। দুনিয়াতে আইলাম আর গেলাম কেউ কিছু জানল না এইডা কি হয় ভাইজান ?? :D

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

শাহেদ চৌধুরী বলেছেন: ক্ষুদ্র পরিসরে ব্যক্ত করা কঠিন ;) @যোগী

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে @লাইলী আরজুমান খানম লায়লা

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

শাহেদ চৌধুরী বলেছেন: আমি কিন্তু পেট্রোল বোমায় জ্বলন্ত সেই বাসের যাত্রী।
আমি পরিত্রান চাই।
@দিশেহারা আমি

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০

প্রবাসী পাঠক বলেছেন: শুভ জন্মদিন ( সম্ভবত অনেক দেরি হয়ে গেল ) ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.