নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা সার্থক করুন 8-|

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮

'তোমরা যে বল দিবস-রজনী
ভালোবাসা ভালোবাসা
সখি ভালোবাসা কারে কয়?'

এভাবেই রবীঠাকুর ভালোবাসার অর্থ উৎঘাটন করতে চেয়েছিলেন।
আজকের দিন নাকি শুধুই ভালোবাসাবাসির জন্য। অবাক হলেও সত্য যে ভালোবাসার জন্য একটা দিন নির্দিষ্ট করা হয়েছে।
তবে আমরা অন্য দিনগুলোতেও আজকের মতো ভালোবেসে যেতে চাই। 8-|
আজকের স্নিগ্ধ সকালটা ফুল বেচাকেনার মধ্য দিয়েই কাটবে।
ফুটপাতের পথ ধরে অগনিত কপোত-কপোতি হাতে হাত রেখে হাটবে। কিংবা পার্কের কোন বেঞ্চিতে বসে প্রেমিকের কাঁধে মাথা রেখে কিছুক্ষনের জন্য হারিয়ে যাবে অন্য এক জগতে। প্রেমিকের হাতে কিংবা প্রেমিকার খোঁপায় থাকবে টকটকে লাল গোলাপ। ভালোবাসার রঙে চারপাশের পরিবেশটা আজ রঙিন হয়ে উঠবে।
সমোস্বরে ভালোবাসার গান প্রতিধ্বনিত হবে আজ। বাসন্তি ফুলের মৌ মৌ গন্ধ ভিন্ন এক মাত্রা যোগ করবে। 8-|
আজকের রুপোলী দুপুর আর মায়াবি রাত পুরোটাই ভালোবাসার মহেন্দ্র ক্ষন।
চলুন না, ভালোবাসাটা শুধুই প্রেমিক/প্রেমিকার চোখে আটকে না রেখে এর বিস্তার ঘটাই। ভালোবাসি আমরা বাবা-মা, ভাই-বোন, বন্ধু এবং কাছের মানুষগুলোকে।
চলুন না,আজ ভালোবাসা করি মানুষে মানুষ।
আজ তাদের তরেও একটা করে গোলাপ নিবেদন করি।
আসুন না, আজ ভালোবাসাটা উৎসর্গ করি পথশিশুদের জন্য। উৎসর্গ করি সেই শ্রমজীবী মানুষদের জন্য যারা এক কেজি চালের জন্য মাথায় গামছা বেঁধে দৈনিক জীবনযুদ্ধে ঘর ছাড়েন।
তবেই হয়তো আজকের দিবসটা সার্থকতা পাবে। ♥শুভ ভালোবাসা দিবস♥

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ ভালোবাসা দিবস ভ্রাতা।

ভালোবাসা শুধু তরুণীর লাস্যময়ী হাসিতে নয়, ভালোবাসা আছে পথশিশুর করুন দৃষ্টিতে, শ্রমজীবীর পেশিবহুল শরীরে।

ভালো থাকবেন। ভালোবাসবেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইজান।
ভালোবাসা থাকলো আপনার প্রতি ;)
@দিশেহারা রাজপুত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.