নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কতিপয় শিক্ষকের গালে পাদুকাঘাত করুন... X(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

একটি দেশকে উন্নতির স্বর্নশিখরে নিয়ে যেতে হলে সবার আগে যেটা প্রয়োজন তা হলো একটি শিক্ষিত জাতি। মনুষত্বের বিকাশ এবং সুপ্ত প্রতিভার প্রসারনের জন্য আমাদের নিয়মিত হাজিরা দিতে হয় কোন পাঠ্যালয়ে, সরনাপন্ন হতে হয় শিক্ষাগুরুর।
সৃষ্টিকর্তার পর মা-বাবার স্থান। তারপরের মর্যাদাটা দেয়া হয়েছে জীবন গড়ার কারিগর শিক্ষককে।
একটা তিক্ষ্ণ ধারালো ব্লেট অপারেশনে ব্যবহৃত হয়ে আপনাকে নতুন জীবন দিতে পারে। আবার সেই ব্লেটই কিন্তু আপনার জীবননাশ করার ক্ষমতা রাখে।
ভাবুন, আপনার আদুরে মেয়ে কিংবা ছোট বোনটা স্কুলে যায় নিয়মিত।
সকাল ৮ টায় বের হয়ে বিকেল ৫টায় বাসায় ফিরে।
কখনো কি ভেবেছেন, যাওয়া আসার পথে কতোগুলো হিংস্র জানোয়ারের লোলুপদৃষ্টি তার পিছু ধরে?? :||
জানি স্কুলের শিক্ষকগুলো আপনার মেয়ে/বোনকে নিজের মেয়ে/বোন ভাবেন।
আদর সোহাগে শিক্ষা বিতরন করেন।
কখনো কি উপলব্ধি করতে পেরেছেন, তাদের ২০ জোড়া চোখের মধ্যে একজোড়া চোখ কি বলছে??
সেই একজোড়া চোখেই কিন্তু মায়া মোহাব্বত একটু বেশি।
সেই একজনই কিন্তু আপনার মেয়েকে বেশি কিছু শেখাতে চায় স্কুলের অন্য ছাত্রীদের তুলনায়।
সেই একজনই কিন্তু আলাদা করে পড়াতে চায় আপনার মেয়েকে।
আপনার মেয়েকে অন্যদের তুলনায় ভিন্ন চোখে দেখে।
সবসময় তার সান্যিদ্ধে যেতে চায়।
কখনো কি এর কারন উৎঘাটন করতে চেয়েছেন আপনি?
আপনার অজান্তেই আপনার আদুরে মেয়ে কিংবা বোনটি শারিরীক এবং মানষিকভাবে নির্যাতনের শিকার। :(
হয়তো তা নিজেই বুঝতে পারছে না সে। হয়তো বুঝে ওঠার বয়সটাও এখনো পেরোয় নি তার। :(
আপনি কি কখনো তাকিয়েছেন তার চোখে??
কখনো কি বোঝার চেষ্টা করেছেন??
অভিভাবক হিসেবে কি এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না??
তবে ঘৃনা রইল আপনার প্রতি..... X((
আমাদের সমাজে চরিত্রহীন লম্পট অতিতেও ছিল, আজো আছে, ভবিষ্যতেও থাকবে। অপবিত্র নিঃশ্বাসে আকাশ বাতাস ভারী করে তুলছে এরা।
এইসব নরপিষাচকে সভ্য সমাজ থেকে বিতাড়িত করার দায়িত্ব তো আমাদেরই।
আপনার মেয়ে কিংবা বোনের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করুন। যে পরিবেশে থেকে সে সুস্থ নিঃশ্বাস ফেলতে পারবে। :|
শিক্ষকতার মতো মহান একটা পেশাকে কলুষিত করে চলেছে এরা।
চলুন সবাই ঐক্যবদ্ধ হই। কঠিন আইন প্রনয়ন করি। পাদুকাঘাত করে এদেরকে বিতাড়িত করি। সমাজটাকে কলুষমুক্ত করি।
পতিতালয়ই এদের জন্য উপযুক্ত স্থান। X(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.