নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ফিলিং ইনকমপ্লিট :|

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪

সবকিছু আগের মতোই আছে।

আমি আছি, বন্ধুরাও আছে।

ঘোরা-ফেরা-আড্ডা চলছে আগের মতোই।

কিন্তু কোথায় যেন অপূর্ণতা রয়ে গেল।

সবকিছুই উপলব্ধি করতে পারছি।

তবুও এর সহজ কোন সমাধান মেলাতে পারছি না।

কিছু একটা ধরতে গিয়েও পারছি না।

বারবার পিছিয়ে যাচ্ছি কাঙ্খিত লক্ষ্য থেকে।

আর ভালো লাগে না স্বপ্ন দেখতে।

স্বপ্নগুলোও বড় স্বার্থপর। কেবল আশাই দিয়ে যায়। বাস্তবতায় রূপ নেয় না।

তবুও আশার শেষ নেই....

কখনো কি তা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবে!! কবে আসবে সেই মহেন্দ্র ক্ষন!!

নাহ, আর ভাল্লাগে না কিছু.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.