নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

লাল-নীল অভিজ্ঞতা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

জীবন চলার পথে আমরা নিত্য নতুন কতো যে অভিজ্ঞতার শিকার হই।
কখনো ভালো আবার কখনো মন্দ।
লাল-নীল হরেক রকমের অভিজ্ঞতা।
কিছু অভিজ্ঞতা স্বপ্নময়, আবার কিছু অভিজ্ঞতা বেদনার নীলাভ রঙে রঙিন।
কিছু অভিজ্ঞতা জীবনে বয়ে আনে হাসি আনন্দের সমারোহ।
আবার কিছু অভিজ্ঞতা আমৃত্যু কাঁদায়, জীবনকে দুর্বিষহ করে তোলে।
একটা বিশালাকার রাজপ্রাসাদ জ্বালিয়ে ভষ্ম করে দিতে ছোট একটা দিয়াশলাই কাঠিই যথেষ্ট।
তদ্রুপ ছোট ছোট কিছু অভিজ্ঞতাও পারে তিল তিল করে হৃদয় গহীনে জমা করা উৎসবমুখর পরিবেশটাকে ধোঁয়াটে করে দিতে। মুহুর্তেই কেড়ে নিতে পারে মুখভর্তি হাসি। আবার এই মানষিক চাপ যারা সহ্য করতে অক্ষম, তারাই বেশি বিপর্যস্থ।
দেহের কষ্ট থেকে হৃদয়ের ক্ষত অনেক বেশি জ্বালাময়। তা বোঝার কিংবা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেহের কষ্ট থেকে হৃদয়ের ক্ষত অনেক বেশি জ্বালাময়। তা বোঝার কিংবা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না। --------সহমত
দারুন লিখেছেন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০

শাহেদ চৌধুরী বলেছেন: ধ্যন্যবাদ মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.