নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম তুমি কোথায়?? :|

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

দেশপ্রেম তুমি কোথায়??
সোনার দেশের মানুষগুলো বিশেষ কোন দিনে তোমায় খুঁজে বেড়ায়। 8-|
আজো তার ব্যতিক্রম ঘটেনি।
বিরামহীন খুঁজে চলেছে তোমায়।
তুমি কি তাদের দেখা দিয়েছ??
তোমায় আজ ওরা মাথায় তুলে রাখবে।
তুমি কি জানো, তোমায় ঘিরে আজ কতো আয়োজন!! 8-|
সবাই কোন না কোনভাবে নিজ নিজ দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত।
ডিজিটাল সাউন্ড সিস্টেমের বুমবুম আওয়াজে চলছে বাংলার সাথে হিন্দি আর ইংরেজি। কি আর করা, তুমি আজ এতোটাই বেশি আকার ধারন করেছ যে বাঙালি আজ নিয়ন্ত্রনহারা। 8-|
তোমাকে ভালোবেসেই চলছে বিরিয়ানি কিংবা জিলাপি উৎসব।
আজ ওরা স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি দিয়ে ভাষা শহীদদের স্মরন করছে।
ভোরের প্রভাতপ্রেরিতে অংশ নিয়ে সমোস্বরে স্লোগান দিচ্ছে।
কিন্তু কি জানো, যে ভাষার জন্য আজ এতো মায়াকান্না সে ভাষায় সহিহ কথা বলতে আজ ওরা লজ্জা পায়।
ঠ্যাস ঠ্যুস ইংরেজি না হলেই নাকি বাংলা মডার্ন হয় না।
প্রাশ্চাত্ব সংস্কৃতির চর্চা তো আছেই।
আমি বাবু মূর্খ মানুষ অতোশত বুঝি না।
হয়তো এটাই ডিজিটালাইজেশনের ছোঁয়া। 8-|
যে ভাষার জন্য আজ এতকিছু;
আমরা ক'জন জানি, আজ বাংলা সনের কতো তারিখ!
হায়রে বাঙ্গালিয়ানা, হায়রে দেশপ্রেম।
তুমি আজ যেভাবে এলে সবার হৃদয়ে
ঠিক সেভাবেই চলে যাবে কাল।
আবার ফিরে আসবে কোন বিশেষ দিনে।
ঈদ উৎসবের মতোই তুমি পালিত হবে। 8-|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.