নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ স্বাধীনতা আমি তোমাকেই খুঁজছি

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৫

স্বাধীনতা আমি তোমাকেই খুঁজছি।

ভোরের স্নিগ্ধতায়,

সোনালি ধানে নুইয়ে পড়া একফোঁটা শিশির কণায়।

মধ্যাহ্নের খররৌদ্র,

বিকেলের রক্তিম রবির লালছে আভায়।



স্বাধীনতা আমি তোমাকেই খঁজছি।

উন্মুক্ত মাঠে, ধু ধু প্রান্তরে

গ্রাম্য পথে উড়ন্ত ধুলোয়।

দখিনা বাতাসে, কিশোরের হাতে

রঙিন ঘুড়ি আর নাটাইয়ের সুতোয়।



স্বাধীনতা আমি তোমাকেই খুঁজছি।

শ্যামল গাঁয়ে, গৃহের আঙিনায়

সদ্যফোটা আকুল করা রক্তজবায়।

বটবৃক্ষের শান্ত ছায়ায়,

অবাধে বেড়ে উঠা সোনালি লতায়।



স্বাধীনতা আমি তোমাকেই খুঁজছি।

বসন্তে কুহু কুহু ডাকে

মাঘের কুয়াশঢাকা সাঁঝে।

ভাসমান সাদা মেঘের ভেলায়

ঝরঝরে বৃষ্টিতে অঝোর ধারায়।

হে স্বাধীনতা, আমি যে তোমাকেই খুঁজছি।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সহজ সুন্দর সাবলীল কবিতা ।+

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

২| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

কলমের কালি শেষ বলেছেন: স্বাধীনতার কবিতায় বেশ লাগলো ।

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

বাংলার ডাকু বলেছেন: খুব সুন্দর লিখেছেন

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৪| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৩:০০

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ভাল হয়েছে । বানান দেখুন দয়াকরে।

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:০২

সুলতানা রহমান বলেছেন: বাহ্। খুব ভাল লেগেছে।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫১

শাহেদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৬| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪

চন্দনপাল০২৩ বলেছেন: ভালো

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫৩

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.