নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোকে খুব miss করছি আজ

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৪

তোর সাথে কাটানো সেই মুহুর্তগুলো খুব মনে পড়ছে আজ। আমাদের বন্ধুত্ব কতোই না নিবিড় ছিল। তোর জন্য অন্য বন্ধুদের সাথে কতো লড়েছি তোর অদেখায়। তোর জায়গাটা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। খুবই আপন ছিলি তুই। খুবই কাছের। আজো সেই ফিলিংসগুলো মনটাকে ভারি করে তুলছে এক নিরব কষ্টে।
তুই আজ কোথায়!!! আর আমি.... বলে কি লাভ বল???
সময়ের স্রোতে হয়তো অনেকেই এভাবে বদলে যায়। হারিয়ে যায়। নতুন করে নতুনভাবে সাজে। মুছে ফেলে সব ফেলে আসা স্মৃতি।
বন্ধু তোকে খুবই miss করছি আজ।
যেভাবেই থাকিস, ভালো থাকিস। এটুকুই কামনা রইল। :( :( :( :(

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৩

হৃদছায়া বলেছেন: উনি আজ কোথায়???? জাতি জানতে চায়।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

শাহেদ চৌধুরী বলেছেন: উনি ঢাকা তে। AIUB তে পড়াশুনা করেন। আর আমি গ্রামে থাকি। গ্রামে আসেন না তেমন। সাক্ষাত করা টা হয়তো অতোটা গুরুত্বপূর্ণ ভাবেন না। অতি ক্ষোভ আর অভিমান থেকে আমার এই লেখা।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৫

কস্কি বলেছেন: হাহাহাহাহা..................... বন্ধুত্ব মরে না কিন্তু সময়ের সাথে হারিয়ে যায় ! , এইটাই বোধহয় জগতের নিয়ম :(

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

শাহেদ চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.