নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারন একজন। হয়তো একটু বেশি ইমোশনাল। প্রশংসা কুড়ানোর জন্য আমি লিখি না। লেখালেখিতে সেইরকম সিদ্ধহস্তও নই বটে। চেপে থাকা ভাষাগুলোকে ভেতর থেকে বের করে এনে এক অন্যরকম মানষিক প্রশান্তি পাই। স্বপ্নডানায় ভর করে কল্পনার আকাশে উড়ে বেড়াতে খুব পছন্দ

শাহেদ চৌধুরী

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

শাহেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ছলনাময়ী

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

কি পেলি তুই এমন করে?
কি করে পারলি বল!
দুঃখনদে সাঁতার কাটি-
এটাই কি চেয়েছিলিস??
বিশ্বাস-আস্থা-ভালোবাসা
ভেঙ্গে গেলে শোন-
বেঁচে থাকা মাত্রেই অর্থহীন।
তোর দিকে চোখ রাঙাবো?
নিস্প্রয়োজন।
তোকে বকে শান'ত হব?
সেতো অনেক হলো।
হৃদয়নীড়ে হাহাকারেরা সব
হইচই করছে খুব।
জানিস হয়তো-
পাহাড়ের শোক পাথরচাপা থাকে।
এবার না হয় পাথর হয়েই থাকি।
গড়াবেনা আর আবেগের অশ্রু,
দেখাবো না কোন অজুহাত,
কোন ছলে বোঝাবো না আর
অভিমানেরা আজ নিরবে কাঁদুক।
সুপ্ত থাক শত অভিযোগ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল কবিতা

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম।

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব ভাল লেগেছে শুভেচ্ছা জানবেন।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

মহা সমন্বয় বলেছেন: কি পেলি তুই এমন করে?
কি করে পারলি বল!!!!

একেবারে ঠিক বলছেন।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন।
সম্পূর্ণ ব্যক্তিগত অনুভুতি বহিঃপ্রকাশ

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

শাহেদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানবেন।
সম্পূর্ণ ব্যক্তিগত অনুভুতির বহিঃপ্রকাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.