নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

সময় আসলেই মূল্যবান!

০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৮

বন্ধু দিবস পেরিয়ে দু'দিন পার হয়ে গেল..
জীবনে এই প্রথম একটা বন্ধু দিবস পালন করলাম যেখানে আমি একা আমার কোন বন্ধু নাই..
খুব কেঁদে ছিলাম সেদিন রাতে..খুব একা লাগছিল নিজেকে..
সময় গুলা যে কি ভাবে যায় মাথায় ই আসে না..
এই তো সে দিন বাবার হোন্ডায় চড়ে বগুড়া জিলা স্কুলে গেলাম প্রথম ক্লাস করতে..
তারপর কলেজ..
আর এখন কলেজ ও Bye Bye বলে তাড়িয়ে দিল..
মানে দাঁড়াল এইটাই আমি বড় হয়ে গেছি..
ভাল কথা..
সময় গুলা না ভালই যাচ্ছিল হেসে খেলে..
এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া..
গালিগালাজ..সিগারেট-চা খাওয়া..
হৈ হুল্লড় কাউকেই পড়োয়া করি নাই..
না মেনেছি পরীক্ষা না মেনেছি বৃষ্ট বাদল...
আর আজ দেখে সবাই পরীক্ষা শেষ করে বগুড়া থেকে ঢাকায় পাড়ি জমিয়েছে Addmission কোচিং করার জন্যে!
আর আমি বগুড়ায়..অবশ্য আমিও কোচিং করতেছি..
যে সনেটের সকাল শুরু হত Whats app এর ম্যাসেজ দিয়ে আর রাত ১০.৩০ এ বাসায় ফেরা হইতো কাল আবার কখন বন্ধুদের সাথে দেখা হবে তার টাইম টেবল ঠিক করা দিয়ে আর সেই সনেটের আজ একাকী দিন কাটে ঘুমিয়ে আর রাত কাটে 'নিকশ কালো' গান টা দিয়ে! :(
এইটাই বাস্তবতা আসলে মেনে নিতে কষ্ট হলেও কিছু করার নাই মেনে নিতেই হবে..যাই হোক সবাই ভাল থাকুন..আর গুড নাইট.. :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.