নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

একটি ভার্চুয়াল প্রেম;অত:পর ছেঁকা!..

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫

গল্পের শুরুতে আমার নাম পরিচয় দেওয়া কি
খুব জরুরী..
আচ্ছা দিয়েই দিলাম
আমি সনেট সদ্য HSC Exam দিয়েছি..
যাক গল্পে আসি..
শিরনাম টা যে কেমন হল তা বলতে
পারলাম না..তবে যাই হোক এই ভার্চুয়াল
প্রেমের নায়ক খানা কিন্তু আমি (আমি
নায়ক :v) যাই হোক গল্পে আসা যাক..
আগেই বলে নেই আমি কিন্তু দেখতে ভাল
না...
--
যাই হোক সময় টা ছিল আমার ssc exam এর
পর পর ই..বয়স টাই ছিল কেমন ১৬ বছর..বন্ধুরা
সবাই প্রেম করে আর আমি চেয়ে চেয়ে
দেখি..একটু খারাপ লাগার ই কথা..খুব ইচ্ছা
হল একটা প্রেম এইবার করতেই হবে..বন্ধুরা
সাজেস্ট করল ফেসবুকে ট্রায় কর হয়ে
যাবে..অনেক মেয়ের পিছে ঘোরার মত
ছেলে আমি না..ফেসবুক এ আস্তে আস্তে
অনেক মেয়ে ফ্রেন্ড হল আমার..আমি
আসলে Bogra zilla School এ পড়তাম BZS'13
ব্যাচ..আমাদের স্কুলে শুধুই ছেলেরাই
পড়ত..মেয়েদের সাথে তেমন কথাই বলতাম
না..ফেসবুকে একটু একটু কথা বলতে বলতে
আমি তখন আকাশে উড়ি..যাক এই পোড়া
কপালে একটা মেয়ে ঠিক ই জুটে গেল তা
আবার Facebook এর মাধ্যমেই..মেয়ের নাম
তানিয়া.. এক রাতে আমি ওর সাথে চ্যাট
করতে করতে প্রেমের আলাপ তার পর
রিলেশন..মেয়ে রাজি আমি অবশ্য একটু
অবাক হয়েছিলাম কিন্তু ঝোকের মাথায়
আর ৭-৫ ভাবা হয় নি..শুরু হল আমাদের
রিলেশন..শুরু হল আমাদের রিলেশন
সোন,জান,পাখি ইত্যাদি..কয়েক দিন
প্রেম চলতে থাকল তারপর দেখা..
আসলে মেয়েটাও ছিল একটু মোটা ফেসবুকে
চেহারা ভালই দেখাচ্ছিল আর তখন
চেহারা দেখি নাই..তপ্ত মরুভূমিতে এক
ফোঁটা বৃষ্টির পানি মানে বোঝেন?সেই
দশা..দেখা হয়েই গেল প্রথম দেখাতে আমি
ই হতবাক দেখতে একদম বাজে..তবুও চিন্তা
করলাম এর সাথেই রিলেশন করব কারন
আমার যে চেহারা কোন মেয়েই আমার
কপালে জুটবে না!
চলতে থাকল দিনের পর দিন!
কথা,চ্যাটিং আর ম্যাসেজিং! আর
বিশ্বাস করবেন না ওর কথা ছিল খুব
সুন্দর..আর ম্যাসেজে এমন ভাবে কথা হত যে
আমার কাবিন ছাড়া বউ..চলতে থাকে
প্রেম জল গড়ায় বহু দূর!তারপর একদিন আমি
ওর থেকে ওর আইডির ই-মেইল আর
পাসওয়ার্ড নিলাম..দেখি ও কোন মেয়ের
সাথে কথা বলে না সব ছেলের সাথে আর
ম্যসেজিং গুলাও গড় মিল..ভিতর থেকে
ম্যাসেজ ডিলেট করা!যাই হোক গায়ে
লাগালাম না!তারপর জিজ্ঞাস
করলাম..উত্তর পেলাম "মেয়েদের সাথে
কথা বল্লে আমার শুধু ঝগড়াই হয়"
আচ্ছা ওগুলা আর মাথায় নিলাম না..প্রেম
করতেছিতো চুটিয়ে আমায় ছেড়ে তানিয়া
কোন দিন যাবে না!আলাপ,গল্প,অন্তরংগ
আলাপ সব ই চলতে থাকে..পরে আমার
অনেক বন্ধু আমাকে বল্লো মেয়ে অনেক
ভ্যাজাল!অনেক প্রেম করছে ব্লা ব্লা ব্লা!
আমার মাথায় শুধু তানিয়া কারো কোন
কথা আর ভাবার সময় নাই!
কত স্বপ্ন তখন আমার ঘর বাধব,বিয়ে,বাচ্চা
ইত্যাদি..তারপর এক দিন এক ছেলের সাথে
কথা নাম শাওন..ওই আমাকে অনেক বুঝাইল
কারন ওই ছেলে নাকি তানিয়ার X BF!ওর
কথা গুলা কেন জানি ভূগোল মনে
হচ্ছিল..মাথায় আরর নিলাম না..আর আমি
তখন প্রেমে হাবুডুবু খেতে খেতে সমুদ্রে!
সব ভালই চলছিল আমার পুরো হৃদয় জুড়ে
তানিয়া..আসলে প্রথম প্রেম গুলা যে কেন
এমন হয়?
হঠাৎ এক দিন আমায় ম্যসেজ আমার সাথে
আর রিলেশন করবে না..
-কেন করবা না?
-এমনি
-আমার কোন অপরাধ?
-না..
কোন কারন ছাড়াই ব্রেক আপ!
আর আকাশ ভেংগে তখন আমার মাথায়!
অনেক ঘেসা-ঘেসির পর আমায় একটা কথা
বলেছিল "আমাদের ভিতর কোন রিলেশন
ছিল না!সব আমার অভিনয়"
তারপর আমি বুঝলাম বন্ধুদের কথায় ছিল
ঠিক আর শাওন ভূল বলে নি..
মেয়েটি আজো প্রেম করে অন্য এক জনের
সাথে শাহীন নাম তার..আমি কিন্তু আজ ও
একা ই রয়ে গেছি.. আমার আগেই বোঝা
উচিৎ ছিল ২০-৩০ মিনটের কথায় কেমনে
রিলেশন হয় আর তানিয়া কি টাইপের
মেয়ে..
অনেকের মুখে কথিত আছে মেয়েটি নাকি
প্রেমে 100 মেরে দিয়েছে!
বাহ!
ওর হয়তো কিছু না হতে পারে তবে আমার
জীবনের প্রথম প্রেম..
আর ওটা কখনো ভোলার না..
এখন বলে যাকে ৫ মাস ভাল বেসেছ তাকে
কেন জ্বালাও..আমাকে সুখে থাকতে
দাও..আমি ওকে ৫ মাস ভালবেসেছি আর ওই
৫ মাস মার সাথে মজা নিছে গেম
খেলছে...
আমি ই হলাম সেই মুরগী যাকে সে ইচ্ছা মত
হালাল করল..
ওর হয়তো ওই ধরনের Feelings নাই কিন্তু
আমার?
কোন দিন ই কি ভূলতে পারব তাকে?
বুকের ভিতর টা এখনো কাপছে..চোখের
কোনায় কই থেকে যে পানি চলে আসল
লিখতে লিখতে বলতে পারি না..
সেই মূহুর্ত গুলা আজ ও ভোলার না!
--
অনেকেই মনে করতেই পারেন আমি বাওয়াল
মারলাম..কিন্তু না..কারো মনে কোন প্রশ্ন
জেগে থাকলে আমার সাথে ফেসবুকে
কানেক্ট করতে পারেনে- http://
www.facebook.com/shahriar.sonet2

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.