নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

আমি স্তব্ধ!

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২০

আমি স্তব্ধ!
★ অষ্টম শ্রেণী পড়ুয়া
পূর্ণিমাকে
যখন ধর্ষণ করা হচ্ছিল, এত মানুষ
দেখে পূর্নিমার মা
ধর্ষকদের বলছিলো "বাবারা, আমার
মেয়েটা ছোট তোমরা একজন
একজন করে এসো, ও মরে যাবে।
★আমাকে একফোটা পানি
দাও,তাকে বলা হল পানির বদলে
শরীরের ঘাঁম খা... ( মৃত্যু
পথযাত্রী সিলেটের রাজন)
★আমি বাঁচতে চাই, আমি বাঁচতে
চাই যে-ভাবেই হোক আমাকে বাঁচাও।
আমার দুধের সন্তানটার কি হবে??
(রাজনীতির আগুনে দগ্ধা হয়ে
এভাবেই বাঁচার আকুতি চিৎকার করে
জানিয়েছিলেন মৃত্যু পথযাত্রী
গার্মেন্টস শ্রমিক শায়লা।)
★আমার সন্তান কে আমার বুকে
ফিরিয়ে দাও!! আমি আর কখনো
আসবোনা। তোমাদের পায়ে ধরি
আমাকে ছেড়ে দাও..... (অজ্ঞান
হওয়ার আগ পর্যন্ত
হায়েনাদের পায়ে ধরে এভাবেই
আকুতি জানিয়েছিল
পহেলা বৈশাখে টিএসসির মোড়ে
লাঞ্চিত বোনটি।)
★ ওরা আমাকে দুদিন আটকে
রেখে
পালাক্রমে ধর্ষন করেছিল। হাতে
ধরেছি পায়ে ধরেছি কিন্তু আমাকে
তারা ছাড়েনি। বারবার
আমি জ্ঞান হারেয়েছি... (বুক ভরা
হাহাকার নিয়ে কেঁদে কেঁদে
নালিশ
করছিলো মেডিকেল
কলেজে পড়তে আসা কাশ্মীরের
ধর্ষিতা বোনটি।)
★অসভ্য ভারতীয়দের কাঁটাতারে
দুদিন ধরে ঝুলেছিল আমার বোন
"ফেলানী"। ( তাঁর আত্মচিৎকার এই
অসভ্য মানবতার দুয়ারে কষাঘাত
করেনি...
★ আমাদেরকে জোর করে মৃত্যুর
দিকে ঠেলে দেয়া হলো। এ অর্থ
লিপ্সু মালিকদের ঘৃণ্য রাজনীতির
বলি হলাম আমরা.... (রানা প্লাজার
শ্রমিকরা মৃত্যুর আগ পর্যন্ত
এভাবেই চিৎকার করেছিল।)
------------
না ভাই আমি আপনাকে আইয়ামে
জাহিলিয়তের কোন রগ রগা কাহিনী
বলতেছিনা। তথাকথিত
বুদ্ধিজীবীদের
বর্ণনা অনুযায়ী মধ্যযুগীয় কোন
বর্বরতার কথা
বলছিনা...
বলছি এ সভ্য দুনিয়ার কথা...
বলছি এ বাংলাদেশের কথা...
বলছি আমার মায়ের হাহাকার..
বলছি আমার বোনের আত্মচিৎকার এর
কথা....
আমি গনতন্ত্র বুঝিনা রাজতন্ত্র
বুঝিনা আমি আমার মায়ের ইজ্জতের
প্রতিশোধ চাই.....।
-আমি একদল তরুন চাই যারা আমার
বোনের দিকে লালায়িত জিহ্বা
টেনে
ছিড়ে ফেলবে.....
যারা আমার বোনের দিকে তাকিয়ে
থাকা চক্ষু উপড়ে ফেলবে... যারা
আমার বোনের ধর্ষন কারীদেরকে
জীবন্ত কবর দিবে.......
-লেখাটি পড়ে যদি আপনার মুষ্টিবদ্ধ
হাত প্রতিবাদি হয়ে আকাশ পানে
উঠে তবে আমি সার্থক.....
-লেখাটি পড়ার পর যদি আপনার
চোখের কোনায় বিন্দু মাত্র অশ্রু
জমে তবে আমাকে ক্ষমা করবেন....
আজ যদি আপনার বোন কে আপনারি
সামনে
প্রথম
লাইনেরমত ধর্ষণ করা হয়,
কেমন লাগবে আপনার Just 1 Second.
চোখটা
বন্ধ। করুন। আর ভাবুন একবার

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩

সুমন কর বলেছেন: আমরা সবাই পশু হয়ে যাচ্ছি !!! X(( X((

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৫

শাহরিয়ার সনেট বলেছেন: আসলেই মনুষ্যত্ব জিনস টা পৃথিবী থেকে উঠে যাচ্ছে

২| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

তাওহীদ৭১তমাল বলেছেন: শিশু রাকিবের হত্যার ঘটনা পরলাম, বাঙ্গালি আর কি না পারে! নির্যাতন করে শিশুদের মারাও এখানে trend !

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৬

শাহরিয়ার সনেট বলেছেন: হ্যা তাওহীদ ঘটনা টা এই পোষ্টে তুলে ধরতে পারি নাই!

৩| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

প্রামানিক বলেছেন: ভাই বাংলাদেশে শিশুদের বড়ই বিপদ। জোর করে উল্লাস করে মৃতু্য ঘটায়।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৮

শাহরিয়ার সনেট বলেছেন: এরা শিশুদের নিয়েই কেন এই সব করতেছে আমার বুঝে আসে না!
এরা কি মানুষ? প্রামানিক ভাই

৪| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

এম এম করিম বলেছেন: আমরা কী!

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৯

শাহরিয়ার সনেট বলেছেন: আসলেই করিম ভাই আমরা কি!

৫| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৮

বেরসিক কথক বলেছেন: কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় দীপ্ত।।
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য,
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার,
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার,
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩০

শাহরিয়ার সনেট বলেছেন: আপনি বেরসিক কথক হতে পারেন কিন্তু লিখেছেন অসাধারন।।

৬| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবতে পারছিনা,ভয়ংকর ফ্ল্যাশবেক
শিউরে উঠি

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৩

শাহরিয়ার সনেট বলেছেন: আপনি অনেক মহৎ।।

৭| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৪

হামিদ আহসান বলেছেন: দম বন্ধ হয়ে অাসে ......

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪

শাহরিয়ার সনেট বলেছেন: আসলেই আমরা কত জঘন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.