নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

বিস্ময় বালক বুলবুল

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০১


উপরের ছবি টি দেখতে পাচ্ছেন?
ছেলেটির নাম বুলবুল..
বাড়ি বগুড়া..
দরিদ্র,পথ শিশু..টাকা পয়সা নাই,লেখাপড়া জানে না তবে বই পড়তে পারে..
মাঝে মাঝে মাঠে আসে ২-৪ টাকার জন্যে না দু চার লাইন বই পড়ার জন্যে..
আল্লাহ যে মানুষকে কি পরিমান ট্যালেন্ট করে সেইটা বুলবুল কে না দেখলে বোঝা যাবে না..
কিন্তু বুলবুল ট্যালেন্ট না মাল্টি ট্যালেন্ট!
বিশ্বের সব দেশের রাজধানীর নাম,মুদ্রা তার মুখস্থ..ওপেন চ্যালেঞ্জ আপনি দেখতে পারেন পরীক্ষা করে...যার কি না বই কেনার সমর্থ নাই..
বাংলাদেশের সব গুলা জেলার নাম বলেছিল আমার ঘড়ি দেখে ২০ সেকেন্ডে..আপনি পারবেন?
আমি পারব না!
সে যে পরিমান সাধারন জ্ঞান জানে তা আপনি ও জানেন না..
আমরাই খুশি হয়ে ২-৪ টাকা দেই বা কেউ খুশি হয়ে গায়ে দেওয়ার কাপড় দেয়..বা কেউ খুশি হয়ে ১ টা বিস্কুট কিনে দেয়..
ক্ষুধা লাগলে চুপিসারে কাউকে বলে কেউ ইচ্ছা হলে দেয় বা কেউ দেয় না..এভাবে চলে ওর দিন..
ক্ষুধা লাগলে পানি খেয়ে থাকতে পারে কিন্তু বই দেখলে না পড়ে থাকতে পারে না সে..
আমি তার ভিতর দেখতে পাই
২ য় নিউটন বা ২ য় আইনিষ্টাইন এর ছায়া...
আমার কথা কারো বিশ্বাস নাও হতে পারে..এটি একান্ত আপনার ব্যক্তিগত..
তবে যদি কারো ইচ্ছা থাকে তাকে দেখার বা তার সাথে কথা বলার তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন..
★ফেসবুকে আমি:- http://www.facebook.com/shahriar.sonet2
★টুইটারে আমি:- @Shahriar_sonet
★গুগল প্লাসে আমি:[email protected]

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:

ওর পরিবার আছে? সে কোথায় এখন?

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৩

শাহরিয়ার সনেট বলেছেন: ওর বাবা ওর জন্মের আগেই মারা গেছে
মা মানুশের বাসায় বুয়ার কাজ করে।
ও বগুড়ায় থাকে আমার শহরে

২| ০৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


ওর বয়স কত? তাকে স্কুলে পাঠানোর ব্যবস্হা করেন।

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১০

শাহরিয়ার সনেট বলেছেন: ওর বয়স ১৪।।
একা একা সেই উদ্দ্যোগ আমি কেমনে নিব?

৩| ০৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুলবুলের জন্য অনেক অনেক দোয়া

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১০

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ।।।।

৪| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৩

মো কবির বলেছেন: আমাদের সবার উচিৎ ওর পাশে এসে দাঁড়ানো।

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১১

শাহরিয়ার সনেট বলেছেন: সমাজের সবাই যদি আপনার মত হইত!

৫| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

মুগলী নন্টে বলেছেন: পড়াশোনার ইচ্ছা থাকলে অবশ্যই সম্ভব।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭

শাহরিয়ার সনেট বলেছেন: ইচ্ছা থাকলে তো সব ই সম্ভব,,,
কিন্তু পরিবেশ পরিস্থিতিই যেখানে একমাত্র বাধা!

৬| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

সুমন কর বলেছেন: এমন আরো অনেক ছেলেমেয়ে বাংলাদেশে আছে।

ওর জন্য শুভকামনা রইলো।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৮

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.