নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২

খুব একটা উচ্চ পরিবারে আমার জন্ম না..
আমরা হইলাম মধ্যবৃত্ত..
যারা দুই বেলা কোন দিন প্রানীজ আমিষ খাইতে পারি না..
এক বেলা আমিষ তো দুই বেলা নিরামিষ!
আমাদের জীবন টা বলতে গেলে সব থেকে কষ্টের জীবন..
অভাব জিনিস টা কি তা আমাদের থেকে ভাল ক জন বোঝে?
না পারি রিক্সা চালাইতে আবার না পারি Car নিয়া ঘুরতে..
আছে ওই দুই চাকা..
তাও বাবার..
চাবি দেওয়ার সময় বলে "আমার খুব শখের জিনিস একটু দেখে চালাস"
এখন একটু হলেও বড় হয়েছি..
আগে যখন একটা ব্যাট কিনে চাইতাম তখন দিতে দিতে লেগে যাইত এক মাস..
কারন একটা ব্যাট কিনলে হইতো না..
আমাকে দিতে হইত সাথে ফুফাতো ভাই বোন দের ও দিতে হইত..
আসলে আমাদের নুন আনতে ই পান্তা ফুরায়া যায়..
আর আমাদের এই শ্রেনীর লোক জনের এত্ত করুন দশা হইত না যদি না আমাদের শুধু একটা পরিবার চালাইতে হইত..
আমাদের চালাইতে হয় দুই তিন টা পরিবার..
নিজের আবার দাদুর..
বন্ধুরা নামী দামি বাইক চলায় তাও আবার নিজের
আর আমরা চেয়ে চেয়ে দেখি..
মা বলে "লেখা পড়া কর চাকরি করে বাইক কিনিস"
কিন্তু যখন চাকরি করবো তখন আমি তো একা না আমার তখন পরিবার হবে..বাইকের ব্যাক সিটে থাকবে বউ!
তাই ভাবি জীবনে হয়তো কোন দিন ও একটু মজা করতে পারব না..
বন্ধুরা রোজ GF কে নিয়ে ফাস্ট ফুডে যায় হাজার হাজার টাকার বিল..
আর এই পোড়া কপালে সেটাও নাই..
আমরাও ফাষ্টফুড খাই কিন্তু মাসে ২ দিন..আর ২৮ দিন অপেক্ষা করতে হয় কবে মাসের টাকা টা পাব..
৩ টাকা বাঁচানোর জন্যে যেখানে Gold Leaf খাইতে হয়..যা বাঁচবে তাই লাভ..
ওই মামার দোকানের ১ কাপ চা আর সিগারেট এই দুনিয়া টা রংগীন করে দিতে হয়..
বন্ধুরা বাড়ি ফেরে হাতে চিকেন গ্রীল বা বিরিয়ানি বা পিজ্জা নিয়ে কিন্তু আমাদের ফিরতে হয় ৫ টাকার পিয়াজী নিয়ে..
কিন্তু এতে ও যে সুখ আছে তা আজ বুঝি..
বড়লোক বন্ধুদের ভাই বোন রা যখন দামি দামি খাবার এর উপর Fade up তখন আমার ছোট ভাই টা ৫ টাকার পিয়াজি তেই খুশি..
তবে কি কখনো সে একা খায় না ৫ টাকার পিয়াজী টাও আমরা দু'ভাই ভাগ করেই খাই..
ছোট ভাইয়ের খাতার পেজ উল্টাইতে উল্টাইতে হঠাৎ যখন দেখি লেখা "আমার ভাই টা সব থেকে ভাল"
এর থেকে আর খুশির কি হইতে পারে?
আমাদেএ এই শ্রেণীর ধৈর্য টা আল্লাহ আসলে ছোট থেকেই দেয়..
এই আনন্দ টা ভাগ করার ভিতর যে সুখ তা অন্য কিছুতে নাই..
মাঝে মাঝে নিজেকে অনেক দু:খী মনে হলেও নিজেকে সব সময় সুখী ই ভাবি আমি...
আল্লাহ যে ভাবে চালাইতেছে সে ভাবেই চালাক..
দুনিয়ার উপর টাকাই আসলে সব না..
ভালবাসার হিসাব টা আসলেই অতুলনীয়...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৪

মিজভী বাপ্পা বলেছেন: পইড়া আবেগেই কান্দাইলাছি। বুখে আহেন ভাউ :(( :(( :((

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৫

শাহরিয়ার সনেট বলেছেন: আসেন ভাই।।
বুকে আসেন।।

২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৮

সেরা অপর্দাথ বলেছেন: ভাই সত্যি কথা গুলা অনেক অনেক শুন্দর কথা গুলার মদ্ধে অন্য রকম feelআছে

১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.