নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

আজ আমি গর্বিত

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

বুকে হাত দিয়ে বলতে পারি আমি
বাংলাদেশী!!
*বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র..
*বিশ্বের ১১তম সুখী দেশ..
*বিশ্বসেরা অলরাউন্ডার (সাকিব আল
হাসান) তো এ দেশেরই ছেলে..
*বিশ্বের ৬ষ্ঠ তম ভাষা আমাদেরই..
*আমরাই একমাত্র ভাষার জন্য প্রাণ
দিয়েছি..
*অন্যতম শক্তিশালী ১০টি মুসলিম দেশের
একটি..
*এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড়
সমুদ্রসৈকত (কক্সবাজার)..
*বিশ্বের সবচেয়ে বড় লোনাপানির
বনাঞ্চল (সুন্দরবন) এখানে..
*বিশ্বের ১১তম দীর্ঘ সেতু (যমুনা সেতু)
তো এ দেশেই..
*জাতিসংঘ
শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি প্রেরন
করা দেশ..
*রপ্তানিকারক দেশ
হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস
শিল্পে প্রথম..
প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটি ২০৫০
সালে বিশ্বের অন্যতম ১০টি ক্ষমতাধর
দেশের একটিতে পরিণত হতে যাচ্ছে..
তাহলে কিসের এত দুঃখ, কিসের এত
হাহাকার?? আমাদের রয়েছে নিজ
ভাষা রক্ষার্থে প্রাণ দেওয়ার
ইতিহাস, রয়েছে ৩০লক্ষ প্রানের
বিনিময়ে কেনা স্বাধীনতার ইতিহাস..
তবে আর পরোয়া কেন?? এরপর যা হবে সব
ইতিহাস..
আসুন ভাই দেশ টা কে সামনে নিয়া যাই..
দেশের জন্য কিছু করি..
নিজের স্বার্থে না দেশের স্বার্থে কিছু করি..
এই মা-মাটি যা আমাদের বুকে আগলে রেখেছে তার একটু হলেও ঋণ শোধ করি...
সবাই বুকে হাত দিয়ে একবার বলি
"আমি বাংলাদেশি আমি গর্বিত"
শুধু এতটুকুই
পারে আমাদের দেশকে বিশ্বের
সামনে নতুনভাবে পরিচিত করতে।
___আমাদের বিজয়, আমাদের
অর্জন,আমাদের গর্ব..

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০

নুর ইসলাম রফিক বলেছেন: যে বিষয় গুলির জন্য আপনি গর্বিত হলেন তার কোনটার স্বাদ আপনি ভোগ করছেন?

নাকী বিনা স্বাদেই আপনি গর্বিত হয়ে গেলেন।

ক্ষুদারত পথশিশু তো ডাস্টবিনের খাবার খেয়েই তৃপ্তির ঘেকুর তোলে।

আপনি কি তার সমতুল্য স্বাদটুকু পেয়েছেন?

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮

শাহরিয়ার সনেট বলেছেন: স্বাদ এর ফলে কি আসে তৃপ্তি!
আর এই তৃপ্তি পাওয়া বা স্বাদ পাওয়া টা হল সম্পূর্ন মনের বিষয়।।
যদি আপনি মন থেকে এই স্বাদ নিতে পারেন তাইলে আপনি অবশ্যই তৃপ্তি পাবেন।।

২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

নুর ইসলাম রফিক বলেছেন: সম্ভবত আপনি মনে ক্ষুধার্ত, পেটে না।
১৬,১৭ লক্ষ বাংলার মানুষ মনে নয় পেটের খিদায় ক্ষুধার্ত।
ঠিক ততোটা ক্ষুধার্ত যতোটা ক্ষুধার্ত হলে মানুষ ডাস্টবিনে কুকুরের খাবার কেরে নেয়।
পেটের ক্ষিদা অনুভুতিতে মিটেনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.