নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

লোড শেডিং আর গরম কে মারো গুলি!

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১১

ভাই এই যে গরম তার ভিতর তো লোড শেডিং আছেই!
কেমন করে জানি মাথায় এই আইডিয়া চলে আসল!
সবার সাথে শেয়ার করলাম..
আমার কাছে যা ছিল..
একটি স্ট্যান্ড ভেংগে যাওয়া পিসির কুলিং ফ্যান যার মটর টি ঠিক ছিল..
আস্তে করে সাবধানে কুলিং ফ্যানের সামনে থেকে এলুমিনিয়ামের বাটি টি খুলে নিয়ে ছিলাম..
১.এলুমিনিয়াম:
আর বাকি স্ট্যান্ড গুলা ভেংগে ফেলেছিলাম!
২.ভাংগা স্ট্যান্ড:-
তারপর কুলিং ফ্যান টা দেখতে এমন লাগবে...
৩.কুলিং ফ্যান:-
তারপর আমার বাসায় একটি 5 WT এর একটি Solar panel ছিল ছোট..
৪.সোলার প্যানেল:-
আপনারা 10 WT এর একটি solar panel কিনে নিবেন..
৭০০ টাকার মত দাম নিবে..
তারপর কিছু তার কিনে ছাদের উপর থেকে আমার ঘরের ভিতর সংযোগ দিয়ে ছিলাম..
প্রতিদিন সকালে যখন কারেন্ট মামা তার শ্বশুর বাড়ি যায় তখন আমি ছাদের উপর যাই আর নেগেটিভ আর পজেটিভ তারের সাথে solar panel টা লাগিয়ে দেই..
আর তারপর নিচে এসে কুলিং ফ্যান টা লাগিয়ে দেই..
৫.ঘুরন্ত কুলিং ফ্যান:-
খেয়াল করুন কুলিং ফ্যানে ৪ টি তার থাকে তারভিতর হলুদ তার টি পজেটিভ আর কালো টা নেগেটিভ হিসাবে কাজ করবে!
যাই হোক দুধের স্বাদ ঘোলে মিটাই..তবে খারাপ না!
এছাড়া এটি দিয়ে ফোন ও চার্য দেই..১২০ টাকা দিয়ে এই সোলার চার্যার কিনে নিয়েছি!
আর রাতে চালানোর জন্যে একটি ১২ ভোল্ট এর ব্যাটারি কিনে নিয়েছি!
এই ভাবেই চলে আর কি..

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮

আল ইমরান বলেছেন: ভালো তো ভালো না।

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬

শাহরিয়ার সনেট বলেছেন: চায়ের দামে শরবত ;)

২| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

ইলি বিডি বলেছেন: আপনি তো অনেক ক্রিয়েটিভ!!! আমি ও চালই একটা। ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৭

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনি কোন টা চালান? :)

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৬

ভিটামিন সি বলেছেন: দাদা এ্যালুমিনিয়ামের বাটিটা কি জিনিস? আপনি কি প্রসেসরের উপরের হিটসিঙ্কটাকে বোঝাতে চাইছেন? তাইলে ভালো তো, ভালো না?

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪

শাহরিয়ার সনেট বলেছেন: হুম দাদা,আপনি বুঝতে পারছেন।।
কি করব বলেন সব কিছুতে রস খোঁজা আমার অভ্যাসে পরিনত হয়েছে!

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ইনোভেটিব আইডিয়া,,

অভিনন্দন লেখককে :-B

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩০

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনাদের অনুপ্রেরনাই আমার মূল শক্তি

৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১২

সুমন কর বলেছেন: চমৎকার কাজ।

ভালো লাগা রইলো।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩১

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৯

এস কাজী বলেছেন: বাহ বেশ ভাল তো।

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৩

শাহরিয়ার সনেট বলেছেন: ধন্যবাদ ভাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.