নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

হাসবেন না কাঁদবেন?

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৫

দিন দিন লুলামির এক চরম পর্যায়ে চলে গেছে ফেসবুক!হাজারো আবাল আর হাজারো লুলামী!২০১০ সালে যখন আমরা ফেসবুক ইউজ করতাম তখন ব্যাবহার কারী কম ছিল কিন্তু এত আবাল ছিল না।
১।দেখেন লুলামি কোন পর্যায়ে চলে গেছে!
এক ফ্রেন্ড এক্সিডেন্ট করে এক খান স্ট্যাটাস আপডেট করছে সেখানে কমেন্ট করছে "মামা লাইক কমেন্ট দুইটাই করলাম দয়া করে পাশে থাকিস" ফেসবুক এখন পোলাপাইন হাজার হাজার লাইক পায় কিন্তু উহারা জানে না যে,চকচক করলেই যেমন সোনা হয় না।তেমন হাজার হাজার লাইক পাইলে সেলিব্রেটি হওয়া যায় না!
২।কত্তবড় আবাল একবার চিন্তা করেন,সেক্স তো করছেই তার পর আবার স্ট্যাটাস ও দিছে!ক্যাপশন খানা দেখেন।

৩।দেখেন মানুষের আবেগ।আবেগের চোটে বিবেক রে ভুইলা গেল!জাকাত নিতে গিয়ে পাদতলে পিষ্ট হয়ে মানুষ মারা গেল এতে শেখ হাসিনার কি দোষ?জাকাত দেওয়া টাও কি রাজনীতি?

৪।রোকন বন্ধুরে কেউ রিপ্লে দেয় না।।এইটাই আবেগ আবার এইটাই রাগ!সাবধান উচ্চারন করার সময় দাঁতের দিকে খেয়াল রাখবেন

৫।আসলে আপু যে আমাদের কি বুঝাইতে চাইছে আমার মাথায় আসে নি!

৬।ভাইয়ার থেকেই সেলফি দেওয়া শিখব!

৭।হা হা হা,,,চায়নাই তো ভাল জাপানির থেকে

৮।ভুমিকাম্পিক লুলামি!আবাল কি এইটাই?

৯।বন্ধুও খোঁজে আবার শুভরাত্রিও জানায়,,তাইলে ভাই ঘুমাবে কখন?

১০।ওয়াও কোন লেন্স দিয়া এই পিক টা তোলা হইছে ভাউ?

১১।এরে কি ক্লাস ফাইভ এ ভর্তি নিবে?

১২।লিংগ পরিবর্তন করা সে আর কি কঠিন কাজ?

১৩।ইন্ডিয়া বাংলাদেশ সিরিজ নিয়ে লেখা!বন্ধু হইলে কি হবে নারু আমি ঠিক ই করাইছি!একেই বলে সাপর্ট!

১৪।সবার শেষে আমরা সবাই হ্যাপি!রুবেল=হ্যাপি

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৭

তারেক জামিল বলেছেন: ফেসবুক যখন এতোই বিষ লাগে তাহলে চালান কেন? আপনে তো এগুলা দিয়া ব্লগে লুলামি করলেন ।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৬

শাহরিয়ার সনেট বলেছেন: আপনি মনে হয় শিরনাম টা দেখেন নি?
অন্ধ?
লুলামি কাকে বলে বলুন তো?
ব্লগে কি সব সময় সিরিয়াস মুড নিয়া থাকতে হবে?
না কি আপনি ব্লগের জন্যে নতুন নিয়ম বাহির করলেন?
কোন টা?
ক্লাস ২ এ পড়া বাচ্চার মত কথা বল্লেন যে?
মনে হয় আপনার বুদ্ধি বিকাশ হয় নি।
আর সব থেকে বড় কথা হল ফেসবুক কেমনে চালাইতে হবে বা আদৌ চালাব কি না সেই পরামর্শ দেওয়ার জন্যে কেউ আপনার পা যুগল টানিয়া ধরে নি তাই না?

২| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এসব বিনোদনধর্মী স্ট্যাটাস কোথা থেকে পেলেন? অাপনার প্রতিভা অাছে বলতেই হবে । ফেসবুকটা অাসলে লুলামির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে!

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

শাহরিয়ার সনেট বলেছেন: ঠিক বলছেন ভাই।
আর ধন্যবাদ

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৫৭

রোদ্র রশিদ বলেছেন: কিছু মনে কইরেন না, যা দিছেন বেশির ভাগই ফান পেজ আর ফেক আইডি থেকে নেয়া। আপনি এই সব পেজ দেখেন কেন? তবে এটা সত্য ফেসবুকে লুলামো অনেক বাড়ছে।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪

শাহরিয়ার সনেট বলেছেন: একটা কথা কি ভাই?
এগুলা সব ই আমার নিউজ ফিডে পাইছি।
আমার দেখা মত একটা ফেক আইডি সেটা হল মেয়ের টা।।
এখানে ৩ জন আছে যারা আমার স্কুল এবং কলেজ লাইফের ফ্রেন্ড

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৮

তারেক জামিল বলেছেন: ফেসবুকের সমালোচনা ফেসবুকে গিয়ে করেন তাহলে আপনার পোষ্ট দেখার দ্বারা যারা লুলামি করছে তারা সংশোধন হবে,
ব্লগে এইসব পোষ্ট করলে লাভ হবে না,
আপনি ফেসবুকের খারাপ সাইট টাই দেখছেন ভালো সাইট টা দেখেননি, একটা কথা মনে রাখবেন গ্লাস দিয়ে পানি ও খাওয়া যায় আবার দুধ ও খাওয়া যায়।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯

শাহরিয়ার সনেট বলেছেন: ফেসবুকের ভাল সাইট টা ৩ বছর আগেই দেখা শেষ!
এখন শুধু খারাপ গুলা দেখাই বাকি!
আর সব থেকে বড় কথা হল এত গুলা লোক আমার সাথে একমত কিন্তু আপনার এত ফাটতেছে কেন?
আপনে কি জুকার্বারগের জামাই লাগেন নাকি?
কোথায় লেখলে কি হবে সেইটা আপনার থেকে আমার শেখা লাগবে?
যেহেতু আমি ব্লগ ব্যবহারকারী সেহেতু আমি এইখানে লেখতেই পারি।।
আপনার ইচ্ছা হলে কমেন্ট করেন না হলে কইরেন না!
আবল তাবল বকেন কেন?
আপনার এত চুলকানি কেন ভাই?

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৮

খাটাশ-২ বলেছেন: এইসব মজার পোষ্ট আরো দেন, কোন সমস্যা নেই। সামু তো আর টেস্কটবুক না, যে এখানে নির্ধারিত গল্প-কবিতা থাকবে। আমরা পড়বো আর প্রশ্নোত্তর করবো। মজাত্মক কিছু থেকে মজা পাবার মতো হলে কেন মজা নেব না? (এই পোষ্টে বিরুপ মন্তব্যকারীদের উদ্দেশ্যে)।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪

শাহরিয়ার সনেট বলেছেন: আপনার স্বাভাবিক মানসিকতার জন্যে ধন্যবাদ।।।আপনার মত লোক আছে দেখেই ব্লগ আজো টিকে আছে।।।
কারো কারো মতে ব্লগটা টেক্সট বুকের থেকেও বড় কিছু।।
এখানে শুধু গম্ভীর গম্ভীর গল্প আর কবিতা লেখতে হবে।।
ব্লগে কিছু অস্বাভাবিক লোকের সং্খ্যা দিন দিন বেরেই যাচ্ছে।।।
যাদের মত পুরা পৃথিবী এক দিকে আর উনি যাবেন অন্যদিকে।।
অবশ্য নিজেকে বড় প্রমান করার এটা অন্যতম সুযগ।।

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৩

সুমন কর বলেছেন: সকাল সকাল কিছু মজা পেলাম। =p~

অযোগ্যদের (নতুন) হাতে পড়ে ফেবু এখন, দিশেহারা X((

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

শাহরিয়ার সনেট বলেছেন: ঠিক বলছেন ভাইয়া।।

৭| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

বিসকুট পাগলা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহ ভাই থামেন। হাসতে হাসতে আমি শেষ।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯

শাহরিয়ার সনেট বলেছেন: হাসুন প্রান খুলে.।
তবে শেষ হইয়া যাইয়েন না ভাউ

৮| ২৭ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:২১

চাঁদগাজী বলেছেন:


ফেসবুকে আগে ১ জন আবাল ছিল, এখন বেশী হয়ে গেছে।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫

শাহরিয়ার সনেট বলেছেন: ওই একটা আবাল কে?

৯| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্লগে কি সব সময় সিরিয়াস মুড নিয়া থাকতে হবে?
না কি আপনি ব্লগের জন্যে নতুন নিয়ম বাহির করলেন?
হা হা হা
পোষ্টের পাশাপাশি আপনার রিপ্লাইগুলো ও দারুন
কিডনি আছে ভায়া...... ;)

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৮

শাহরিয়ার সনেট বলেছেন: মাঝে মাঝে করতে হয় :D
পরিবেশ পরিস্থিতিই যে এমন।।।
রিপ্লে গুলা পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া

১০| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৭

মো কবির বলেছেন: এই ফেসবুক আর ডিশ মিডিয়া নতুন প্রজন্মকে নষ্টামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিচ্ছে। এরাই আগামিতে এই নষ্ট জাতিকে নষ্ট করতে নেতৃত্ব দিবে। যেমন আজকে দিচ্ছে।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০০

শাহরিয়ার সনেট বলেছেন: ডিশ মিডিয়া তো এখন নষ্টামির চরম পর্যায়ে পৌছে গেছে!
বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেল গুলা
কারো ঘরে আর শান্তি নাই এই ইন্ডিয়ান নাটক গুলার জন্যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.