নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধা

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৬

একটি বার ভাবে দেখ..
আমাদের স্বপ্নের আড়ালে রয়েছে লুকিয়ে আছে এই পৃথিবী!
যেখানে শীতার্ত রাতের শেষে ক্ষুধার্ত শিশু একা পড়ে রয় শুধু মাত্র বেঁচে থাকার স্বপ্ন বুকে আকড়ে নিয়ে!

ক্ষুধা কি?
আমি জানি না।।
কারন আমার মা আমাকে হাজার কষ্টে অভুক্ত রাখে নি
খাওয়ানোর চেষ্ট করেছেন যখন যা চেয়েছি!
তবে আজ বুঝে গেছি আসলে ক্ষুধা কি জিনিস।।।
ছবিতে দেখুন কত করুন এক দৃশ্য
অনেকেই আছেন যারা এদের বলেন টোকাই,রাস্তার ছেলে কেউ কেউ আবার কুত্তাও বলে
২ ই টা টাকা যখন ভিক্ষা চায় তখন বরাবরের মতই আমাদের কাছে খুচরা থাকে না!
হ্যা সে খেয়েছে আমাদের ফেলা দেওয়া খাবার সে খেয়েছে!কেন খেয়েছে?
কিছু টাকা সে ভিক্ষাও পেয়েছে কিন্তু তা খরচ করে নি বোধ হয় তার মা ঘরে অভুক্ত।।
অভাব আর ক্ষুধার তাড়নায় খেয়েছে সারাদিন হয়তো চলে যায় একটা রুটি খেয়ে!
যখন তার একটা বাসি রুটি দিয়ে সারাদিন চলে যায় তখন অনেকের হয়তো প্যাকেটের ভাল খাবার দিয়ে হয় নি তাই ফেলে দিয়ে গেছে আর সেইটাই খাইতে হয়েছে এই শিশু টিকে তার কাছে এইটা ১ টা শুকনা বাসি রুটির থেকে অন্তত ভাল!
অনেকেই দেখেছি মুরগীর মাংস পোষা কুকুর কে খাওইতে ছে তাদের কাছে এরা কি কুকুরের চেয়েও অধম।।
তাদের চোখে আংগুল দিয়ে দেখান উচিৎ ক্ষুধা কি?
আর অনেক কেই দেখেছি বাসার আসবা পত্র ভেংগে ফেলতে বন্ধুদের সাথে বার-বি-কিউ খাইতে না পারে।।
তারা বুঝবে না ক্ষুধা কি!কারন সারাজীবন চাইলেই পায়।।
অনেক কেই দেখেছি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে তরকারী স্বাদ না হওয়ায় ;
তার আসলে নুনের মূল্যই বোঝে না।।
তাকে দেখাও ক্ষুধা কি!
বাঁচা খাবার ড্রেনে ফেলে দিতে দেখেছি কিন্তু অভুক্ত ভিক্ষুক কে দিতে দেখি নাই!
তাই বলে মনে করবেন না সমাজের সবাই এই রকম,,
এমন ও লোক দেখেছি যে ১ গরু কুরবানী দিয়ে পুরা মাংস গরীব দের বিলিয়ে দিয়ে নিজের পরিবারের জন্যে এনেছে মাত্র ১০ কেজি মাংস!
তবে তার মুখে ছিল এক প্রানবন্ত হাসি।।
আবার এমনো লোক দেখেছি যারা কুরবানী দিয়েছে শুধু মাত্র নিজ ফ্রিজ ভড়ানোর জন্যে!
আর তার মুখটা এখন গম্ভির ১ কেজি মাংস কম পাওয়াতে!
আসলে দেওয়ার মাঝে যে কি আনন্দ এইটা সবার বোঝার ক্ষমতা হয় না!
এইটাই কি মুদ্রার এ পিঠ আর ও পিঠ???????

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪১

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ক্ষুধা কি, ক্ষুধার কষ্ট কাকে বলে আমরা সুবিধা প্রাপ্ত তথাকথিত আলোকিতরা কখনই টের পাই নাই, সমষ্টি গতভাবে আমাদের দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করার তেমন আন্তরিক প্রচেস্টা নাই।

ক্ষুধা এবং দারিদ্র্য মুক্তির সবগুলো প্রজেক্ট অতিমাত্রার লুটপাট দুর্নীতি এবং উচ্চ সুদে ভরা।

বিবেক নাড়া দেয়া পোস্ট।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ২:১১

শাহরিয়ার সনেট বলেছেন: আপনার মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।।
আমাদের এই ছোট দেশে এই পরিমান দারিদ্রতা আর ক্ষুধা থাকতো না যদি ওই সব স্বার্থলোভী লোক দের লুটপাটের স্বীকার না হইত এই দেশে টা।।
তাদের বিবেক কি আদৌ নড়বে?
না।।
কারন তারা স্বার্থের কাছে সব কিছু বিকিয়ে দিয়েছে।।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০১

অগ্নি সারথি বলেছেন: আসলে দেওয়ার মাঝে যে কি আনন্দ এইটা সবার বোঝার ক্ষমতা হয় না!
সহমত।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩

শাহরিয়ার সনেট বলেছেন: আপনি শুধু বোঝেন ই নি
আপনি আমার সাথে সহমত ও হয়েছেন।।
অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.