নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

তিন চাকার গল্প

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

কালো কুচকুচে হ্যাংলা বুড়ো লোকটার নাম
বরকত।
স্কুলের চৌকাঠ পেরোনোর মত সৌভাগ্যটা
কোনদিন হয়ে ওঠেনি।
বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি।
একমাত্র মেয়ে সালমাকে নিয়েই তার
পৃথিবী।
সালমা অন্ধ বলে কেউ তাকে বিয়ে করার
মত
দুঃসাহস দেখায় না।
তবে বরকত মিয়ার অনুপুস্থিতিতে এই অন্ধ
মেয়েটার শরীরের
ফায়দা লুটতে রীতিমতো প্রতিযোগিতা
চলে
বস্তির যুবকদের
মধ্যে।
ঠিকমত সুযোগ মিলে গেলে ১০ বছরের
বাচ্চা
ছেলেটাও ২৫ বছরের
এই মেয়েটার ওড়না ধরে টান দেয়ার
আনন্দটা
হাতছাড়া করে না।
সকাল সকাল বরকত মিয়ে তার বেঁচে
অবলম্বন
রিকশাটা নিয়ে
বেরিয়ে পড়লেন।
রিকশার ৩ টা চাকা আর ২ টা প্যাডেলের
মধ্যেই
তার জিবন।
রিকশার চাকা ঘোরে তো জিবনের চাকা
ঘোরে,
আর যেদিন
রিকশার চাকা ঘোরে না সেদিন বাপ
বেটি
দুজনকেই না খেয়ে
থাকতে হয়।
বুড়ো লোক, বাহুতে জোর নেই বলে বরকত
মিয়ার
রিকশায় পৃথিবীর
গতি পাগল মানুষগুলো উঠতে চায় না।
তাই দিনের বেশিরভাগ সময়ই
যাত্রীবিহীন
রিকশাটা নিয়ে ছুটতে
হয় এ রাস্তা থেকে ও রাস্তায়।
বেলে গড়িয়ে বিকেল হতে চলল।
সকাল থেকে রিকশা চালিয়ে মাত্র ৬০
টাকা
রোজগার হয়েছে।
মেয়েটার কথা মনে হতেই রিকশার
প্যাডেলের
উপর দেহের সমস্ত
শক্তি দিয়ে ছুটে চলছে বস্তির উদ্দেশ্যে।
সকাল থেকে পানি ছাড়া কিছুই খায়নি।
শরীরটা প্রচুর ক্লান্ত।
কি মনে করে যেন হঠাৎ রিকশাটা থামিয়ে
দিল
পথের মধ্যে।
পিছন থেকে একটা বাইক এসে ধাক্কা মারল
রিকশাটাকে।
বরকত মিয়ে রাস্তার উপর পরে গেলেন।
ছেলের বয়সী যুবক ছেলেটা বাইক থেকে
নেমে
এসে টেনে হিচড়ে
উপরে তুলে এক চর বসিয়ে দিল বরকত মিয়ার
গালে।
চারিদিকে সবাই তাকিয়ে দেখছে
ঘটনাটা।কিন্তু
কেউ প্রতিবাদ
করার জন্য এগিয়ে আসছে না।
যুবকটা বরকত মিয়ার গলার গামছাটা নিয়ে
নিজের পায়ের ধুলা
মুছে গামছাটা বরকত মিয়ার মুখে ছুড়ে
ফেলল।
বরকত মিয়া নির্বাক হয়ে দাড়িয়ে আছে।
ছেলের বয়সী যুবকটার হাতে মার খাবার
পরও
প্রতিবাদ করার মত
সাহস পাচ্ছে না।
কারন ওরা যে শিক্ষিত, ভদ্রলোক।
দেশের সরকার থেকে জনগণ সবাই যে ওদের
পক্ষে।
পুরো ব্যাপারটা চিন্তা করে একটা মৃদু
হাসি দিল
বরকত মিয়া।
সত্যি কথা বলতে, অন্যায়, অত্যাচারে
হাসতে
পারে বলেই বরকত
মিয়ার মত লোকজন এই পৃথিবীতে এখনও
বেঁচে
আছে।তবে আর কত
দিন বরকত মিয়ার মত মানুষগুলো
অত্যাচারিত হবে
শিক্ষিত
ভদ্রলোকদের দ্বারা? দেশ কি বদলাবে না?
বরকর
মিয়ারা আমৃত্যু
অত্যাচারিত হবে?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

যোগী বলেছেন:
তোর চেহারা দেখি ডাকাতের মত। তোরে না কে একজন ছেকা দিছে আর সেই কারনে এইচএসসি ফেল করেছিস?
জাউগ্গা এবার ভাল করে পড়, নো প্রেমে পড়া পড়ি।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২১

শাহরিয়ার সনেট বলেছেন: ওই ব্যাটা গাঁজা খোর!
কলকি রাইখা ব্লগে কি করস?
যা গাঁজা খা।।
মনে হয় তোর নেশা কাইটা গেছে!
তাই ভুল ভাল বকাতাছস!

২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬

যোগী বলেছেন:
বাহ! ডাকাতের মত একখান চেহারা নিয়া দেখি বেপক ফাপড় দিলি। ;)

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

শাহরিয়ার সনেট বলেছেন: আমারে ডাকাত কইলি ক্যান? X(
তোর চেহারা তাইলে কেমন?
চোরের মত?!!!! :P

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬

যোগী বলেছেন:
আরে তোরেতো ডাকাত কইনি তুই এখনো ডাকাত হইতে পারস নাই। কইছি তোর চেহারা ডাকাতের মত।
বাট তুই ফেল করছোস তোরতো কোন চিন্তা নাই তোর এই চেহারা নিয়া তুই ভবিষ্যতে ঢাকা বগুড়া মহাসড়কের উপর বাস ডাকাতি দিতে পারবি।
তবে ভুলেও আর প্রেম করতে যাইসনা। মাইয়া নিজে মোটা হইলেও তোর এই ডাকাত চেহারা দেইখা ভিমরি খাইবো।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

শাহরিয়ার সনেট বলেছেন: ও আজ রাইতে বুঝি গাঁজা চুরি করতে পারস নাই?
কলকিতে গাঁজা ভরতে পারস নাই তো কি হইছে!
ব্লগে গাঁজা খুরি তো ঠিক করতাছস!
তোরাও না গাঁজার কলকি রাইখা ব্লগে ঢুকাই পরস!
প্রেম করমু ক্যা রে?
তোর বউ এর সাথে পরিচয় করয়া দিস
কাম বানায়া লমু নি!

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০

শায়মা বলেছেন: কবিতা পড়তে গিয়ে শেষে এসে কমেন্টগুলি পড়ে তো আক্কেল গুড়ুন হয়ে গেলো!!!!!! B:-)

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪০

শাহরিয়ার সনেট বলেছেন: সরি আপু।।
দেখেন আমার কোন দোষ নাই।।
এই যোগী নামক ব্লগার আমারে কাল থেকে জ্বালাইতেছে!

৫| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০০

যোগী বলেছেন:
বগুড়া মহাসড়কের উপর বাস ডাকাতি দিতে নামবি? তোরতো বন্দুক লাগবোনা গুল্লি লাগবোনা তোর চেহারা দেইখাই লোকে অজ্ঞান হয়া যাইবোগা।

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৪

শাহরিয়ার সনেট বলেছেন: ভাই দেখ,
চেহারা আল্লাহ দিছে।।
আমি কি করাম এখন ডাকাতের মত হোক বা চোরের মত হোক আমি তো আর বদলাইতে পারতেছি না!
তোর চেহারা ভাল আল্লাহ দিছে তার কাছে শুকরিয়া জানা মাইনষের পিছে লাগিস না।।
আর ভাই আমি প্রেম কইরা ছেঁকা ঠিক ই খাইছি তাই বলে ফেল করি নাই জিপিএ-৫ পাইছি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.