নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮


রাতে শুয়ে পড়েছি..
কানে হেডফোন টা আছে..
একটু পর হঠাৎ ঠান্ডা লাগা শুরু করল..
একটু পর হেডফোন টা খুলে বুঝলাম বৃষ্টি হচ্ছে...
তবে আগেকার টিনের চালের সেই বৃষ্টি টা অনেক মিস করি..
ইট পাথরের বৃষ্টিতে আসলে সেই মজা টা আর নেই..
বেলকোনিতে দাঁড়িয়ে মিনিট দশেক বৃষ্টি দেখলাম..
তারপর ঘুম..
আবার সেদিন শেষ রাতে,গা টা একটু শিউরে উঠেছে;লোম গুলা সব দাঁড়িয়ে গেছে..ঘড়িতে দেখি রাত ৪ টা বাজে..বাহিরে দেখি প্রচন্ড বৃষ্টি..উপভোগ করার মত এক বৃষ্টি..
আর এক দিনের কথা সকালে কেবল ঘুম থেকে উঠব ঠিক সকাল ৭ টা আর শুরু হয়ে গেছে বৃষ্টি..হঠাৎ কখন যে ঘুমিয়ে গেছি..ঘুম থেকে উঠে দেখি বেলা ১১ টা।আম্মুর গালি শুনতে হলেও বৃষ্টিটা খুব উপভোগ্য ছিল..
আর দিনের বেলায় বৃষ্টির কথা তো বলতেই হবে না..
সকালের বৃষ্টিতে অলসতা;জানালা দিয়ে তাকিয়ে থাকা;দু'এক ফোঁটা পানি গায়ে লাগা..
দুপুরের বৃষ্টিতে ভেজা;
বিকালের বৃষ্টিতে ভালবাসা;সাথে ভাজা বাতাম থাকবে না এমন তো কোন কথা নাই..
আর কি লাগে??
এই যে কয়দিন ধরে বৃষ্টি গুলা চরম ভাবে উপভোগ করতেছি..
প্রতিদিন ই বৃষ্টি হচ্ছে..
উফ!সকালের খিচুরীর সাথে ঝির ঝির বৃষ্টি কত যে ভাল লাগতেছে আজ তা আর বলার অপেক্ষা রাখে না..
ইস সারা বছর যদি এই রকম বৃষ্টি হইত কতই না মজা হইত..
কিন্তু তা তো আর হবে না তবে বলা যায় কিছু দিন পর থেকে বৃষ্টি টা চরম ভাবে মিস করব..

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

S.M. SHAIN ALAM বলেছেন: আসলেই বৃষ্টি টা দারুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০০

শাহরিয়ার সনেট বলেছেন: ঠিক বলেছেন ভাই

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

শাহরিয়ার সনেট বলেছেন: আরে প্রামানিক ভাই যে।
ভাই তো এখন আমবশ্যার চাঁদ হয়ে উঠেছেন।।
আপনাকেও ধন্যবাদ ভাই :p

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

লাইফবার্গ বলেছেন: বৃষ্টির সেই মাদকতা এখন আর কাউকে স্পর্শ করে না। বৃষ্টি যেন এক রূপকথার অযাচিত প্রতিফলন। বৃষ্টি এখন কাউকেই স্পর্শ করেনা। অনেকদিন পর বৃষ্টির লেখাটা পড়ে ভাল লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৬

শাহরিয়ার সনেট বলেছেন: আমার বুদ্ধি হবার পর থেকে বৃষ্টি আর শীতের মাদকতা টা আমার ব্যপক পর্যায়ে।
তবে ইট, কাঠ পাথরে মানুষ বৃষ্টিকে শুধু গোসল খানার শাওয়ারের সাথে তুলনা করে!
তবে আপনার মত লোক আমার পাশে থাকবেন বলেই আমি লেখাটা লেখিছি!
ধন্যবাদ ভাই আপনাকে

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫১

রাসেলহাসান বলেছেন: ভালো লাগলো বৃষ্টি নিয়ে লেখাটা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১২

শাহরিয়ার সনেট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্যে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.