নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

Vat on Education? Stop it!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪২


পেয়াজ,
মরিচ,
ডাল,
চাল,
থেকে শুরু করে মাছ মাংস পর্যন্ত তো সব কিছুর দাম বাড়াইয়াই ফেলেছে!
গ্যাস থেকে বিদ্যুত কোনটার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন?
এখন তাদের নজর কোথায় পড়ল?
শিক্ষা খাতে!
শিক্ষা খাতে ৭.৫% ভ্যাটা!!!
মানে কি?
Shame On!!!
অন্তত আমি আওয়ামিলীগ বি.ন.পি ভূলে গিয়ে এই সরকার কে সমর্থন করে ছিলাম কারন ভেবেছিলাম হয়তো একদিন জাপানের মত হয়ে যাবে আমাদের দেশ!
থাকবে না নিরক্ষরতা..
থাকবে না দারিদ্রতা..
হবে আমাদের ডিজিটাল বাংলাদেশ..
শেখ মুজিব আর জিয়ার সোনার বাংলা...
কোথায় গেল সরকারের সেই ১০০% শিক্ষার হার এর দেখান স্বপ্ন?
কোথায়?
Where?
টেনে-হিচরে টেন পাশ করলেই শিক্ষিত হওয়া যায় না!...
আর যাই করুন,
শিক্ষাকে অর্থনীতির আয়ের অংশ করবেন না!
শিক্ষা থেকে রাজনীতি দূরে সরিয়ে দিন..
পড়তে দিন এ দেশের সন্তান দের!
আজকের বীজ এক দিন গাছ হয়ে ফল দিবেই শুধু সময়ের ব্যাপার..
একদিন এরাই দেশের অর্থনীতির হাল ধরবে!..
সামান্য কিছু টাকার জন্যে শিক্ষাকে রাজস্বের অংশ করবেন না!
আমি সামুর এক নগন্য ব্লগ লেখক..
আমার কথা কারো কানে নাও যেতে পারে..
তবে সবার উদ্দেশ্য বলতেছি দেশ টা আমাদের;গড়ে তোলার দায়িত্ব ও আমাদের!
আজ না হাত তুললে কবে হাত তুলবেন??
আজ আমি লিখছি কাল আপনি লিখিবেন!
লিখতে না পাড়লে শেয়ার করে দিন..
চুপ করে থাকবেন না!
এখন ই সময়..
প্রতিবাদ গড়ে তুলুন!...
ঝড় তুলে দিন ফেসবুকে..
ঝড় তুলে দিন টুইটারে!
সফল হলে একবার হলেও বলতে পারব আমিও ছিলাম তাদের এক জন!
'বাংলাদেশ চিরজীবি হোক"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: আজকের শিশুই বর্তমানের প্রধান,কে বলতে পারে।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০০

শাহরিয়ার সনেট বলেছেন: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

রাসেলহাসান বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.