নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সনেট।এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। বলতে গেলে একজন ভবিষ্যত শিক্ষিত কৃষক। খাওয়া দাওয়া রান্না আর ঘুম। পুরুষ মানুষ হয়েও রান্না করতে ভাল লাগে।গল্পের বই পড়ি। এই তো...............

শাহরিয়ার সনেট

সাধারন বালক

শাহরিয়ার সনেট › বিস্তারিত পোস্টঃ

নাফিসা কামাল তুমি সাইডে যাও!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭


যে দেশে প্রীতিলতার মতো
মেয়ের জন্ম হয়েছে... যে
অগ্নিকন্যা বৃটিশদের হাতে ধরা
পড়েও অন্য সহযোগীদের নাম
ফাঁস হয়ে যাবে এই জন্য
বিষপান করে ঘটনাস্থলেই
আত্মহত্যা করে ফেলে....
যে দেশে জন্ম হয়েছে
ক্ষুদিরামের... যে হাসিমুখে
"একবার যেতে দে মা, ঘুরে
আসি..." গাইতে গাইতে ফাঁসির
মঞ্চের দিকে এগিয়ে গেছে।
এই দেশে জন্মেছেন মাস্টারদা
সূর্যসেনের... জীবন বাজি রেখে
ব্রিটিশ অস্ত্রাগার লুট করতে
যার হৃৎপিন্ড একবারের জন্যেও
কাপে নি।
এই দেশে জন্ম হয়েছে ইলা
মিত্রের.... জেলে যিনি বারবার
ধর্ষিত হয়েও তেভাগা
আন্দোলনে ক্ষান্ত দেন নি।
বাংলার মাটিতে জন্ম
নিয়েছেন বীর মতিউর....
পাকিস্তানের সেনা ঘাটিতে
যে স্ত্রী মিলি এবং দুই কন্যা
মাহিন ও তুহিনকে রেখে
ভোরের আলো ফোটার আগে
যুদ্ধে যোগদানের জন্য ঘাঁটি
থেকে বিমান উড়িয়ে নিয়ে
আসতে গিয়ে শহীদ হয়েছেন...
দেশের মাটিতে পা ফেলার যে
আকুতি, স্ত্রী ও আদরের দুই
কন্যার জন্য একবারের জন্যেও
কি মতিউরের চোখ ঝাপসা হয়ে
উঠেনি.... তবুও কি জীবন বাজি
রাখেন নি??
এই দেশেরই এক " বীর যোদ্ধা"
পায়ের গুরালি থেকে হাটু পর্যন্ত
১০টির বেশি অপারেশন নিয়ে।।
খুরিয়ে খুরিয়ে মাঠে নামেন নিজের
জীবন বিপন্ন করে, দেশের জন্য লড়াই করেন
বল হাতে.
একের পর এক ঐতিহাসিক সাফল্য
যার হাত ধরে এসেছে
সেই মাশরাফি বিন মর্তুজা কে তুচ্ছ করে
কোথাকার কোন "নাফিসা কামাল""
যখন বলেন মাশরাফি কে '
পেয়ে আমি হ্যাপি না।।
তখন খুব ইচ্ছা করছিল সিলটের গ্রাম্য
আঞ্চলিক ভাষায় "...কামালের" উদ্দেশ্য
অকথ্য কিছু শব্দ প্রয়োগ করার
পারলাম না রুচি তে আপত্তি বাধল।
তাই তর জন্য হেলাল হাফিজের
,,যে জ্বলে আগুন জ্বলে
কবিতার শেষ দুটি লাইন...
.
রাইত অইলে অমুক ভবনে বেশ
আনাগোনা, খুব কানাকানি,
আমিও গ্রামের পোলা
চুতমারানি গাইল দিতে জানি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কীসের মধ্যে কী? প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কোন মিল পেলাম না!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

শাহরিয়ার সনেট বলেছেন: আমি মিল করাইয়া দেই..আমি মাশরাফি কে আমাদের দেশের কোন এক বীরের সাথে তুলনা করলাম..তারপর নাফিসা কামালের মাশরাফির প্রতি করা মন্তব্য তুলে ধরলাম..তারপর রাগে গালি দিলাম.. :(

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

অগ্নিবীণা! বলেছেন: চোরা টাকার কি বেশম পাওয়ার!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

শাহরিয়ার সনেট বলেছেন: মনে হয় :(

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

ইলুসন বলেছেন: আমি কিছু কমু না, গালিও দিমু না। খালি একটা প্রশ্ন আছে! এত উঁচু কেন? :``>> (নারীবাদিরা সাইড চাপেন, এই মাইয়ারে থাপরাইয়া গালের সব দাঁত ফালায় দেয়া উচিত ছিল।)

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

শাহরিয়ার সনেট বলেছেন: মনের কথা বলছেন ভাই।।

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

ইলুসন বলেছেন: ছি ভাই! আপনার মনে এত বাজে কথা ছিল! আমি তো আপনাকে সহজ-সরল মানুষ ভাবছিলাম!

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

শাহরিয়ার সনেট বলেছেন: আমি শুধু থাপরানোর কথায় এক মত ছিলাম!
এখন আপনি যদি অন্য কিছু ভাবেন =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.