নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

হাতের অনুপম ছায়া, দেয়ালে জাগে কায়া!

১২ ই জুন, ২০১৫ রাত ৯:১৭

হাতের আঙুলের ছায়া দেয়ালে ফেলে অনেক কিছুই ফুটিয়ে তোলা যায়। তারই কয়েকটি নমুনা নিচে দেওয়া হলো। আশা করি একঘেয়েমী কাটাতে বা কা্উকে আনন্দ দিতে এগুলো কাজে লাগবে।

আফ্রিকার পাখাহীন অস্ট্রিচ-


গাছে বসা পাখি-


উড়ন্ত পাখি-


মরুর দুরন্ত উট-


হরেক রকম হরিণ -




ঐরাবত-


চটপটে খরগোস-


ধীরস্থ শামুক-



মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৫ রাত ৯:২১

দর্পণ বলেছেন: দারুন

১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সত্যিই অসাধারণ।

২| ১২ ই জুন, ২০১৫ রাত ৯:২৯

ছায়েদ শাহ বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ। তবে মরুর দুরন্ত উটটি নিয়ে সন্দেহ আছে

১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: দুরন্ত উটকে নিয়ে সন্দেহ?!

৩| ১২ ই জুন, ২০১৫ রাত ৯:৫৫

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: দারুন।খুব সুন্দর । আমার কাছে অনেক ভালো লাগলো পরবর্তীতে আরো ভালো কিছু আপনার কাছ থেকে পাব আশাকরি। আমার ব্লগার জীবনে আমার করা সর্বপ্রথম কমেন্ট এই পোষ্টেই করলাম।

১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ব্লগার জীবনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ।

৪| ১২ ই জুন, ২০১৫ রাত ৯:৫৯

হার্ড নাট বলেছেন: ভাল লেগেছে।

১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমারও।

৫| ১২ ই জুন, ২০১৫ রাত ১০:০৭

রিকি বলেছেন: Shadow art অনেক কঠিন একটা জিনিস এবং প্রতিভার ব্যাপারও...ভাল লাগল ছবিগুলো :)

১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কঠিনকে সহজে পরিণত করতে অনুশীলন করা জরুরী বৈ কি।

৬| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:০৯

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

৭| ১৩ ই জুন, ২০১৫ রাত ১০:১৬

কামাল। আহমেদ বলেছেন: ব্যাপক বিনোদিত হইলাম!

১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: প্র‌েকটিস করেছেন কি?

৮| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!! খুবই ভালো লাগলো!

১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বাসায় প্রেকটিস করার সময় একটি ছবি তুলে এখানে পোস্ট করলে তখন বুঝতে পারবো কতটুকু ভালো লেগেছে।

ধন্যবাদ।

৯| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৮:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই। এক সময় লোডশেডিং হলে এই ধরনের কিছু করার চেষ্টা করতাম। এখন আসলে সময় হয় না। তবে যদি প্র্যাকটিস করি কখনও, তাহলে অবশ্যই আপনাকে দেখাবো।

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:২৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শুনে খুশি হলাম। আপনার অনুশীলনের ছবি'র অপেক্ষায় থাকলাম।

ভালো থাকুন নিরন্তর।

১০| ১৫ ই জুন, ২০১৫ রাত ১০:১৬

পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার!

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:১৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বাসাু অনুশীলন করেছেন কি কখনও?

১১| ১৬ ই জুন, ২০১৫ রাত ৯:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চমৎকার একটি পোস্ট!!

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ। আপনাদের অনুশীলনের ছবিগুলো দেখতে পেলে ভালো লাগতো।

১২| ১৭ ই জুন, ২০১৫ সকাল ১১:০০

প্রতিবাদি কন্ঠ বলেছেন: Awesome!

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ১:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: সত্যিই অসাধারণ।

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:১১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: একটু কঠিনও। সঠিক ভাবে অনুশীলন করলে সহজ হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.