নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

হযরত মুহাম্মদ (সাঃ)-ই কল্কি অবতার- ৩য় পর্ব

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

‘’বেদা বিভিন্না, শ্রুতুয়ে বিভিন্না নাসো মুনিযাস্যং মতং বিভিন্না ধ্রমসং তত্তং নিহিতং গুহায়ং মহাজেন যেন গতঃ স পন্থা’’

হিন্দুদের মহাকাব্য ‘মহাভারত’-এ উল্লেখিত আছে যে, যখন রাজা যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হলো- ‘প্রকৃত ধর্ম কি?’ তখন উত্তরে তিনি উপরের মন্তব্যটি করেন যার অর্থ দাঁড়ায়-

‘’বিভিন্ন প্রকার বেদ স্মৃতিশাস্ত্রগুলো বিভিন্ন। মুনী-ঋষিগণের মতবাদ ভিন্ন ভিন্ন। ধর্মের নিগূঢ় রহস্য গুহার মাঝে নিহিত। সে ধর্মপথ অবলম্বনকারীগ্ণই মহাজন বা শ্রেষ্ঠ।‘’

‘ধর্মের নিগূঢ় রহস্য গুহার মাঝে নিহিত’ বলতে আসলে কি বুঝিয়েছেন পান্ডব রাজা যুধিষ্ঠির? এখানে স্মরণ করা যেতে পারে যে, রাসূলুল্লাহ (সাঃ) ‘জাবালে নূর’ পর্বতের ‘হেরা’ নামক গুহায় আত্মমগ্ন থাকতেন বা ধ্যান করতেন। মাসিক সওতুল মদিনার সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামানের মত গুণীজনদের মতে যুধিষ্ঠির এখানে ‘ইসলাম’ ধর্মের প্রতিই ইঙ্গিত করেছেন। আর, ‘সে ধর্মপথ অবলম্বনকারীগ্ণই মহাজন বা শ্রেষ্ঠ’ বলতে ইসলাম ধর্মের অনুসারীগণকেই বুঝিয়েছেন।

সনাতন ধর্ম অনুসারী হিন্দুদের ধর্মমতের সঙ্গে ইসলামের আরেকটি মিল খুঁজে পাওয়া যায় এখানে- সনাতন ধর্মের দশ অবতারের সর্বশেষ হচ্ছেন ‘কল্কি অবতার’। তেমনি ভাবে ইসলাম ধর্ম অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী-রাসূল এসেছেন তাঁদের মাঝে সর্বশেষজন হচ্ছেন প্রিয়নবী হযরত মোহাম্মদ (সাঃ)। কল্কি অবতারের পর আর অবতার আসবেন না তেমনি হযরত মোহাম্মদ (সাঃ)-এর পর আর কোন নবী-রাসূল আসবেন না। তিনিই ‘খাতামুন নাবীঈন’ বা শেষ নবী। এ ব্যাপারে আল্লাহ স্পষ্ট ভাবে পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন-

‘’ওয়ালা কির রাসূলুল্লাহে ওয়া খাতামুন নাবীঈন।‘’
অর্থাৎ, ‘’বরং তিনি [হযরত মোহাম্মদ (সাঃ)] আল্লাহর রাসূল এবং শেষনবী।‘’

এ প্রসঙ্গে আবুল হোসেন ভট্টাচার্য তার সাড়া জাগানো ‘আমি কেন খ্রিষ্ট ধর্ম গ্রহণ করিলাম না’ বইতে লিখেছেন, ‘কল্ক’ অর্থ ‘পাপ’ আর ‘কল্কি’ অর্থ ‘পাপ বিনাশকারী’। কলি যূগে পুরো পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে, তখন ‘কল্কি’ বা ‘পাপ বিনাশকারী’ দেবতা এই নশ্বর ধরাধামে অবতার হবেন বা আগমন করবেন। ফলে, ‘কল্কি’ অবতারই যে শেষনবী হযরত মোহাম্মদ (সাঃ) তা বুঝতে পারা যায়।


পূর্বের পর্বগুলো পড়তেঃ
১ম পর্ব- view this link
২য় পর্ব- view this link

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

ঢাকাবাসী বলেছেন: আগে শুনিনি এই আজব তথ্য! আবুল হোসেন ভট্টাচার্য্য এর নামও শুনিনি! হয়তো অতোটা পড়াশুনা নেই আমার। ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমিও শুনিনি আগে। গত দিনই জানলাম।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: এমন তথ্য প্রমান সহ লেখাগুলোই ভাল লাগে।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

গ্রিন জোন বলেছেন: হিন্দু সম্প্রদায়ের কেউ কি আছেন...এ সত্যটা গ্রহণ করবেন?

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: একজন ছাড়া আর কাউকে এখনো পাইনি।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২০

নতুন বলেছেন: ‘ধর্মের নিগূঢ় রহস্য গুহার মাঝে নিহিত’ বলতে আসলে কি বুঝিয়েছেন পান্ডব রাজা যুধিষ্ঠির?

এখানে গুহার মাঝে বলতে তিনি রাসুল সা: এর হেরা গুহা বুঝিয়েছেন??? তিনি ভবিশ্যত জানতেন?

রাসুল সা: হেরা গুহায় ধমের` নিগূঢ় রহস্য খুজে পায়নাই। গুহা একটা নিরিবিলি পরিবেশ মাত্র তার চিন্তা/মেডিটেসনের জন্য। তার ধ্যান মগ্ন অনুসন্ধানই সব... ঐ গুহা না... সেটা যে কোন একটা জায়গা হতে পারতো।

এটা তাল মেলানোর জন্য একটা যুক্তি দাড়করানোর মতন মনে হলো।

কোথায় যেন শুনেছিলাম<< যে এক লোক বলছেন যে দুনিয়া গরুর মাথার উপরে আছে সেটা কোরানেও আছে... কেমনে??
তিনি আয়াত বললেন... ইন্নামা হায়তুত দুনিয়া..ইল্লা মাতা উল গরুর...<< অথ` দুনিয়া গরুর মাথার উপরে আছে...


<<উপরেরটা একটা সস্তা জোকস কিন্তু ধ্রমসং তত্তং নিহিতং গুহায়ং এর দ্বারা হাজার বছর আগে রাসুল সা: এর হেরা গুহায় ধ্যানের ভবিষ্যতবানী করা হয়েছে...সেই রকমের জোকসই মনে হলো।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জোক্সটি ভালো লাগলো না।

গুহার ব্যাপারটি ধর্তব্যের মাঝে আনতাম না যদি না বেদ-পূরাণেও রাসূলুল্লাহ(সাঃ)-এর কথা বলা না থাকতো।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫২

নতুন বলেছেন: আপনি যেমন ওদের পুরানাতে মোহাম্মাদ কে খুজে পাচ্ছেন।

তেমনি তারাও কাবাকে শিব মন্দির এর প্রমানও বিশ্বপুরানাতে খুজে পাচ্ছে..
https://www.youtube.com/watch?v=aAy8O-fo2H8

৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৪

কমরেড নীল বলেছেন: ৪ হাজার বছর আগে লেখা কেবল একটা লাইন সত্য মনে তা হোলো ??????????????????

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: পূর্বের সবগুলো গ্রহণযোগ্য তা কে বললো? নাহলে কল্কি অবতা্রের নতুন বিধান আনা প্রয়োজন হলো কেন? আগের পর্বগুলো পড়ার অনুরোধ থাকলো।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪

কমরেড নীল বলেছেন: ‘’বেদা বিভিন্না, শ্রুতুয়ে বিভিন্না নাসো মুনিযাস্যং মতং বিভিন্না ধ্রমসং তত্তং নিহিতং গুহায়ং মহাজেন যেন গতঃ স পন্থা’’
=

৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: জোক্সটি ভালো লাগলো না।

অবশ্যই আমারও ভাল লাগেনাই্। কিন্তু উদাহরনের জন্য দিয়েছি। যে অনেকেই এমন ভাবেও চিন্তা করে।

আর কিছু পুরানা কয়েকশত বছর আগে লেখাও আছে... আপনি একটির রেফারেন্স দিয়েছেন যেটা সম্রাট আকবরের সময়ে লেখা। তাতে ইসলামের কিছু থাকা অস্বাভাবিক কিছু না।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বাকিগুলো? অন্য পর্বগুলোয় যে উদাহারণ টানা হয়েছে সেগুলোর ব্যাপারে কিছু বলবেন কি?

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমার বাকি পর্বগুলোতে আরো প্রমাণ থাকবে। সেগুলো পড়ার আহবান থাকলো।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবুল হোসেন ভট্টাচার্যের লিখা ‘আমি কেন খ্রিষ্ট ধর্ম গ্রহণ করিলাম না’ এবং 'আমি কেনো ইসলাম ধর্ম গ্রহন করলাম' দু'টোই অসাধারণ বই।
'কালীচরণের মাথায় টুপি' বইটি কি পড়েছেন?

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জী না। বইগুলো কোথা হতে পাওয়া যাবে বলবেন কি, প্লিজ?

১১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

রাবার বলেছেন: আমাদের রাসুল কল্কি অবতার B:-)

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এইটি মুসলিম মণীষী'রা প্রমাণ করেছেন। আমার অন্য পরবগুলো আশা করি পড়েছেন।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একজন নও মুসলিমের লিখা বই।আমার কাছে দারুন লেগেছে।
কাঁটাবনে খোঁজ করে দেখতে পারেন।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:১৮

মহা সমন্বয় বলেছেন: ‘ধর্মের নিগূঢ় রহস্য গুহার মাঝে নিহিত

কথা কিন্তু সত্য। :)

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৩১

নিয়েল হিমু বলেছেন: এর মানে হবে খ্রিস্টিয় ধর্ম যেমন এক সময় সত্য ছিলো তেমন হিন্দু ধর্মও এক সময় সত্য ছিলো ?

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হিন্দু ধর্মের আসল নাম সনাতন ধর্ম। 'একমেবাদ্বিতীয়ম' তো বেদেরই ভাষা যার মাধ্যমে এক আল্লাহর ঘোষনা দেওয়া হয়েছে। অথচ, সেই ধর্মই এখন পৌত্তলিকতার আঁধারে নিমজ্জিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.