নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

থুঃ করে মেয়েটা রাস্তায় থুথু ফেললো!

০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৩৫

থুঃ থুঃ! মেয়েটা রাস্তায় থুথু ফেললো।.....দেখে বুকে কেমন যেন ধাক্কার মতো খেলাম। রাস্তায় থুথু বা পানের পিক ফেলা রঙ্গ ভরা বঙ্গবাসীদের রোজকার অভ্যেস। কিনতু, এখন পর্যন্ত কোন স্কুল/কলেজ ছাত্রীকে একাজটা করতে দেখিনি। তাই সেদিন একটু অবাক হতেই হলো। মনে হয় বেচারী রোজাদার ছিলেন। মুখে থুথু জমলে রোজা মাক্রু হয়ে যাতে পারে ভেবে হয়তো ইজ্জত যাওয়ার ভয়কে জয় করে কাজটা করে বসতে পারেন তি্নি!

দিনের বেলা ঠা ঠা রোদের মাঝে মুখে জমা থুথু মাটিতে ফেলা ফেলা ছাড়া আসলে কোন গত্যন্তরও নেই। ঢাকার রাস্তাগুলোয় সিটি কর্পোরেশনের যে ডাস্টবিনগুলো ঝুলানো হয়েছে, তার ঢাকনিগুলো এমন কায়দা করে লাগানো যে তাতে উবু হয়ে থুথু ফেলা বেশ কষ্টের ব্যাপার।

কেন জানি না আজকাল ঢাকাবাসীদের বৈপিরিত্যগুলো বেশি বেশি চোখে পড়ছে। হাদিসে আছে- একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ। মনে হয়, আমার মাঝের অন্ধকার দিকগুলোরই কোন প্রতিবিম্ব সামনে পড়া মানুষগুলোর মাঝে দেখতে পাচ্ছি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫৩

কালনী নদী বলেছেন: মনে হয়, আমার মাঝের অন্ধকার দিকগুলোরই কোন প্রতিবিম্ব সামনে পড়া মানুষগুলোর মাঝে দেখতে পাচ্ছি।
শুধু এই কথাটার জন্য হাজারটা প্লাস ভাইজান+++++

১৯ শে জুন, ২০১৬ রাত ১০:৪১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.