নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মেয়র, গড়ে উঠছে স্বপ্নের ঢাকা

০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩



প্রিয় মেয়র,

হেঁটে যাচ্ছিলাম মানিক মিয়াঁ এভিনিউ নিকটবর্তী এক রাস্তা ধরে। সহসাই চোখে পড়লো ডাস্টবিনটার উপর। ময়লা উপচে পড়ছে। মনের মাঝে চিন্তার আকি-বুকি, এত্তো ময়লা জমা হয় ঢাকা শহরে! এগুলো আগে ফেলা হতো কোথায়? রাস্তায় কিংবা নর্দমায়? সেগুলো কি পরিবেশ দূষনে আরো সহায়ক হতো? তাতো হতোই!

কয়েক মাস আগেও এই ডাস্টবিনগুলো খালি দেখেছি। ডাস্টবিন খালি রেখে এর আশে-পাশেই তখন ময়লা ফেলতো মানুষ। এটাকে ঘিরে কম হাসি-ঠাট্টা হয়নি। আমিও এ নিয়ে লেখা-লিখি করেছি।

আর, আজ?

আজ আমি গর্বিত একজন ঢাকাবাসী। আর, মাত্র একটা জেনারেশন, মাননীয় মেয়র, আর মাত্র একটা জেনারেশন অপেক্ষা করতে হবে আমাদের মনে হয়। তারপরই হয়তো বেশিরভাগ মানুষ শিখে যাবে কিভাবে করতে এই ডাস্টবিনগুলো'র সঠিক ব্যবহার। রাজধানীর প্রতিটি ডাস্টবিনই থাকবে এরকম ভরা।

আর, এরজন্যে প্রয়োজন সমন্বিত ব্যবস্থাপনা। শিশু-কিশোরদের জড়িত করতে হবে এর সাথে যাতে তারা সেই রকম একজন সমাজ সচেতন নাগরিক হতে পারে।

আপনাদের প্রতি শুভকামনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার নজর খারাপ, ওদিকে কেউ নজর দেয়?

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কি আর করবো বলেন। নজর যে চলে যায়।

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কেনরে ভাই আপনি এত্তোসব ভালো জিনিস থাকতে ওসবে নজর দেন কেন?

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ভালোকে ভালো বলতেই হবে যে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.