নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন ভাবনাঃ একজন গুরুর খোঁজে

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

কবিগুরু রুমি বলেছেন- ''যখন কোন ভ্রমনের উদ্দেশ্যে বের হও, এমন কারো কাছ থেকে উপদেশ চেওনা যে কখনো ঘর থেকেই বের হয়নি।''

কথাটি'র গুরুত্ব অপরিসীম। আমাদের চলার পথে অনেকেরই উপদেশ প্রয়োজন পড়ে। আবার এমনো হয়, অনেকে যেচে পড়ে উপদেশ দিয়ে যান। সে সময় দোটানায় পড়তে হয় এই ভেবে যে, কার উপদেশ মানবো আর কারটা মানবো না।

জীবনের সংক্ষিপ্ত কংকরময় পথে কারো না কারো উপদেশ তো মানতেই হবে। আর সঠিক উপদেশ দিতে পারা একজন গুরুকে খুঁজে বের করা পানিতে নুড়ি ছেঁচে হীরা পাওয়ার মতই কঠিন একটি কাজ।

সেই কঠিন কাজটি কয়জন করতে পারে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৩

মিঃ আতিক বলেছেন: খুব কঠিন কাজে নেমেছেন, উপদেশ দিবনা তবে মন্তব্য করছি কোন এক যায়গায় থিতু না হয়ে ঘুরতে থাকুন দেখতে থাকুন আর শুধু মেলান অবশ্যই গুরুর খোজ পাবেন, মনে রাখবেন গুরুর নাম কিন্তু গুরু হবেনা, অন্য কোন ভালো নামে তিনি পরিচিত।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ''গুরু আছে কতজনা আমারো দেশে,
কেউবা ফকির, কেউ সন্ন্যাসী, অচেনা বেশে।
সেতো গুরু যেজন বলে, ভক্তিরও কথা,
খুঁজে ফিরে জনে জনে, অজানা ব্যথা।''

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.