নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

শীতের রাতে সিলেটে এক কাপ চা!

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭


সিলেটে আজ রাতে বেশ ঠান্ডা পড়েছে। সন্ধ্যা গত হয়ে রাতে নেমে এলেও, চারদিকের আলোকিত এই পরিবেশে অন্ধকার তেমন একটা জেঁকে বসতে পারছে না। জানালা দিয়ে বাইরে তাকালে কেমন যেন এক আদি ভৌতিক আবেশ মনে চেপে ধরতে চায়। মনে হয় যেন কোন এক ভীন গ্রহে বাস করছি। হয়তো হঠাৎ করেই কোন তিন মাথা আর বাইশটা হাত-পা-ওয়ালা এলিয়েন ফেরিওয়ালা চোখের সামনে ভুস করে ভেসে উঠে বলবে, 'এ চা গরম! মামু, এক কাপ লাগামু?'

সত্যি, চা-এর খুবই তেষ্টা পেয়েছে সেই কখন থেকে. অথচ, বানিয়ে দেওয়ার কেউ নেই...যা করার সব নিজেকেই করতে হবে। সিলেটে এসেছি একাই থাকছি! কেন জানিনা, বেশ কয়েক দিন পর হঠাৎ করেই মনে হলো- বাড়িতে চা করে দেওয়ার একজন সাথী থাকলে মন্দ হতো না! লেখালেখি করতে করতে চা খেতে ইচ্ছে হলে বলা যেত, ''এই, এক কাপ চা করে দাওনা, প্লিজ?'' হয়তো তখন কেউ চা-এর কাপ নিয়ে হাজির হয়ে মুখ ঝামটে বলতো, ''চা-টাও নিজে করতে পারো না! তুমি যে কি না!''

নাহ! জীবনটা পুরোই কেরোসিন। চা-টাও নিজে করে খেতে হচ্ছে! ধ্যাৎ!



মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তা ইয়ে মানে, তাহলে শুভ কাজ হাত দিয়ে ফেলব নাকি??

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হা, হা, হা!!! একলা এই শুনশান পরিবেশে কেন যেন মনে হচ্ছে আপনার প্রস্তাবে 'হ্যাঁ' বলে ফেলি!

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সত্যি, চা-এর খুবই তেষ্টা পেয়েছে সেই কখন থেকে. অথচ, বানিয়ে দেওয়ার কেউ নেই..
........................................................................ আমারটা আমি বানায়ে পান করি,
অনেক তৃপ্তি, আপনি ও শুরু করুন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ঢাকায় থাকতে বেশির ভাগ সময় আমিও করতাম। সিলেটে এসে তা করতে ইচ্ছে করছে না!

ভালো থাকুন!

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০

সৈয়দ ইসলাম বলেছেন:
বাড়ির সবাই জানে তো? ;) =p~

দেরি করলে আপনার ভাগের জন অন্য দিকে চলে যেতে পারে, দ্রুত কাল্পনিক ভালবাসা ভাইকে দায়িত্ব দিয়ে দেন ;) ;) ;)


১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বাড়ি জানতে হবে!!! আমি একা থাকি, এটাই কি যথেষ্ট নয় আমার 'কষ্ট' বুঝার!

আমার অপর ভাগকে দেখার আশায় বসে রইলাম! :)

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

সৈয়দ ইসলাম বলেছেন: অনুষ্ঠান লাগান! দেশে আসবো বিনা দাওয়াতে ;)
হা হা হা ;)

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অগ্রিম দাওয়াত থাকলো! এবারে মনে হয় এস্পার-ওস্পার কিছু হয়ে যাবে!

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

রাজীব নুর বলেছেন: সিলেটের খাবার দাবার মজা না।
চা টাও এরা ভালো বানায় না।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

নজসু বলেছেন:



সিলেটের সাত রংয়ের চা খাওয়ার তীব্র ইচ্ছা আমার। :)

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

পদ্মপুকুর বলেছেন: ফুল ফুটলে খবর দিবেন কিন্তু!! দাওয়াত লাগবে না।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশতো প্রয়োজন যখন আবিষ্কার করা চাই। দাওয়াত দেন আর না দেন শুভ কাজটা হয়ে যাউক।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

লিংকন১১৫ বলেছেন: খাইছে আমারে ! বইলছেন কিহে !
বাড়িতে একা থাকেন , এতো ঠিক কথা নয় , একা থাকা মটেই ঠিক নয় আপনার জন্য ।
ব্যাংক এ কিছু জমানো আছে তো নাকি ? কুঁড়ে ঘর দোর নিশ্চয় আছে !
তাহলে বিয়ে করতে ভয় কিসে হে বাপু ??
জলদি জলদি করে ফেলুন , দেখবেন শিতের দিন গুলো খুব উষ্ণ কাটবে :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.