নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

না পাওয়ার যন্ত্রণা ভালোবাসার বৃষ্টিতে ঢাকা পড়ে যায়

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১২



জীবন তার অনেকটা পথ পেরিয়ে গেলো। যৌবন এখন তার শেষ সীমানা ছুঁই ছুঁই করছে। কি পেলাম আর কি হারালাম সেই চিন্তায় আজ মনটা গল্পে মশগুল। জীবনের এই চলার পথে কত কিছুই না করেছি, কত মানুষের সাথেই না মিশেছি। গলা ফাটিয়ে কত জনসভায় বক্তৃতা দিয়েছি। উন্মত্ত স্লোগানে স্লোগানে রাঙ্গিয়ে দিয়েছি রাজপথ। আজ এই সাঝবেলা, নিজেকে নিজেই প্রশ্ন জিজ্ঞাসিনু- 'কি করেছো তুমি যবে যৌবন এসেছিলো প্রখর রোদে এক টুকরো বটের ছায়া'র রূপ ধরে?'

একবার ডাক এলো- 'তোমার সাথীরা জেলে বন্দী। থানার সামনে তোমাকেই যেতে হবে।' বাবাকে কদমবুসি করে, মাপ চেয়ে ছুটে গিয়েছিলাম। অথচ, তাদের মাঝে আমি নিজেকে খুঁজে পাইনি। নিজ সত্ত্বা প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে গেলেও, আহত হয়েছি বারংবার। ফিরে এসেছি নিজ নীড়ে আশাহত হয়ে।

আরেকবার পল্টন ময়দানে ডাক পড়ে। কাঁপাতে হবে রাজপথ। পুলিশের নির্মম লাঠির বাড়িতে রক্তাক্ত হয়েছে অধর। পিছু হটিনি। কি লাভ হয়েছে তাতে। একদল শৃগাল দিনের বেলা ঠিকই 'ব্যবহার' করে নিয়েছে এই পবিত্র স্বত্বা। যখন বোধে এসেছে, হাতে তখন আর সময় নেই। কোমরে পড়েছে লালঘরের শক্ত পাকানো আঁশটে দড়ি।



নিজেকে খুঁজে ফিরেছি প্রার্থনাগারের ধর্মভীরুদের দলে। পেয়েছি কি নিজেরে সেথায় সদাই, ছাই! সেখানেও বিভেদ, হিংস্রতার কাকপক্ষীয় অপলাপ। ছুটে বেরিয়ে গিয়েছি অজানা কোন দূর পথ পানে।

ব্যথিত মনে প্রিয়ার নিকটে প্রশ্ন রেখেছিলাম- 'কোথায় তুমি! কোথায় ছুটে গেলে পাবো তোমায়!'

কুহু ডাকে কোকিলকন্ঠী বলে উঠেছিলো- 'নিজেকে ছেড়ে দাও। তবেই, খুঁজে পাবে আমায়।'

প্রিয়ার চিঠিতে ছিলো বৃষ্টির ঝাপটা, সবুজ পাতার ঘ্রাণ। ম্রিয়মান জীবনে তা এনে দিয়েছে আলো, সতেজ করেছে প্রাণ। প্রেমহীন জীবনে শরাবের পেয়ালায় চুমুক, সে তো পাথুরে মেঝেতে অযথা মাথা ঠুকা মাত্র! যে বুঝবে তা, কোকিলের ডাক পৌঁছুবে তার কাছে হয়ে অনির্বাণ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়লাম। এবার বলুন পোষ্টের মূল বক্তব্য কি?

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: থাক না কিছু জিনিস বোধগম্যের বাইরে। সময়ই এনে দিবে এর উত্তর।

পাঠে ধন্যবাদ।

২| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৩

শায়মা বলেছেন: পৃথিবীতে সবই পাওয়া হয় না।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আবার কিছু জিনিস কাছে এসে ধরা দিলেও আমরা তা পায়ে ঠেলে দেই সেগুলোর মূল্য না বুঝেই।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ২:৫৭

কানিজ রিনা বলেছেন: জীবনটা একটা বৃত্ত মায়ের পেট থেকে
বেড় হয়ে আস্তে আস্তে হাটি হাটি পা পা
করতে করতে বৃত্ত ঘুরা শুরু হয়।
বৃত্তর শুরু শিশুটি ঘুরতে ঘুরতে
জীবনের শেষ বেলায় আবার শিশুটি
হিসাব কষে বলতে পারা আসলেও
কি সেই মায়ের পেট থেকে পরা তেমন
পরিত্র? না তা কেউই বলতে পারেনা
বিশ্বাসও করেনা নিজেকে।
তবে একটা সত্য, কি পেলাম না, কি
দিতে পেরেছি এই সত্যে বিশ্বাসী শিশুটি
জয়ী জীবনের শেষ পান্তে এসে।
আমার ভাবনা তাই কি করলাম কাউকে
কিছুই তো দিতে পারি নাই,কারো জন্য
কিছু করতে না পারার ব্যর্থতা শেষ বেলায়
সত্য শিশুটি হতে পারার বিশ্বাস হবে তো?


অসাধারন অনুভূতির লেখনী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.