নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

খ্যাতিমানরা রসিক, আমরা হাসি ফিকফিক

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২৭



==

==
বিজ্ঞানী আইজ্যাক নিউটন যখন ছাত্র ছিলেন, তখন তিনি পড়ালেখায় অমনোযোগী আর কিছুটা বোকাটে হিসেবে সব মহলে পরিচিত। ছেলের এই অবস্থা দেখে মা তাঁকে স্কুল ছাড়িয়ে নিজেদের মুরগীর খামার দেখ-ভালো করার দায়িত্বে লাগিয়ে দিলেন।

একদিন মা এসে দেখেন, নিউটন মুরগীর খোঁয়াড়ে দু'টি দরজা বানিয়ে দিব্বি বসে আছেন। মা তো অবাক! শেষে জিজ্ঞাসা করলেন-
'বলো তো দেখি, মুরগীগুলোর জন্যে দুইটি দরজা বানানোর কি দরকার ছিলো?'

নিউটনের বিলকুল উত্তর, 'কেন! বড় দরজাটি দিয়ে বড় মুরগী ঢুকবে আর ছোটটি দিয়ে ছোট মুরগী!'

==
১০
==
একবার এক সুন্দরী তরুণী আইনস্টাইনকে জিজ্ঞাসা করলো- 'আপনি কি করেন?'

আইস্টাইন বুঝতে পারলেন যে সুন্দরী তাঁকে চিনতে পারেনি। তিনি উত্তর দিলেন- 'আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র।'

তরুণীটি অবাক হয়ে বললো- 'ওমা! আপনি এই বয়েসেও ছাত্র! আমি তো গত বছরেই পড়াশোনার পাট চুকিয়ে ফেলেছি!'

==
১১
==
বাংলার বাঘ এ,কে, ফজলুল হক যখন মন্ত্রী হলেন, তখন তদবীরকারীরা তাঁর কাছে নানা আবদার নিয়ে ভিড় করতো। তিনি কাউকেই নিরাশ করতেন না। তদবীরকারীর সামনে বসেই টেলিফোনে তাদের কাজ সমাধা করে দিতেন।

একবার সেরকমই একজন তাঁর কাছে এসেছে। যথারীতি ফজলুল হক সাহেব সেই লোকটিকে সামনে বসিয়ে টেলিফোনে তার কাজ সমাধা করে দিতে লাগলেন।

এই সময়ে আরেকজন লোক ঘরে ঢুকলে, ফজলুল হক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন - 'তোমার আবার কি সমস্যা?'

লোকটির উত্তর - 'স্যার, আমি টেলিফোন কোম্পানীর লোক। আপনার লাইনটা গতকাল থেকে ডেড। তা ঠিক করতে এসেছি।'

==
১২
==
একবার বিখ্যাত দার্শনিক শেখ সাদী রাজার আমন্ত্রনে শহরে বেড়াতে এলেন। পথে চলতে চলতে ক্লান্ত সাদী একজন বড়লোক মানুষের আতীথেয়তা গ্রহণ করলে, বাড়ির কর্তা তাঁর জীর্ণ-শীর্ণ পোশাক দেখে খুব একটা পাত্তা দিলো না।

সকাল-বেলা, সাদী যখন প্রাসাদে গেলেন, রাজা তাঁকে খুবই সমাদরে গ্রহণ করে তাঁর কাছ থেকে গল্প-কবিতা-নীতি কথা শুনলেন। বিদায় বেলায়, রাজা খুশি হয়ে সাদীকে উপঢৌকনসহ মূল্যবান পোশাক উপহার হিসেবে দিলেন।

সেই পোশাক পড়ে শেখ সাদী সেই আগের গৃহকর্তার বাসায় যেতেই, সেই ব্যক্তি তাঁকে খুবই সমাদরে গ্রহণ করলো। যদিও সাদীকে চিনতে পারলো না। যাহোক, খাওয়ার সময় হয়ে এলো।

শেখ সাদী খাওয়ার আসনে বসে দেখলেন রাজ্যের খাবার-দাবারের আয়োজন করা হয়েছে। সে এক এলাহী কারবার! সাদী করলেন কি, খাবারগুলো হাতে তুলে নিয়ে নিজের কাপড়ের পকেটে পুরতে লাগলেন। গৃহকর্তা তো অবাক!

সে জিজ্ঞাসা করলো - 'আপনি এমন করছেন কেন!'

শেখ সাদী'র উত্তর - 'আমার আজকের সম্মান তো এই পোশাকের গুনে। তাই, এই খাদ্যগুলো এদেরকেই খাওয়াচ্ছি।'

সেই গৃহকর্তা এবারে শেখ সাদীকে চিনতে পেরে লজ্জিত হলো।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৬

জাহিদ হাসান বলেছেন: :D :D হাসতেই আছি

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:০১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমিও হাসছি।

প্লাস ও কমেন্টে কৃতজ্ঞতা।

২| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ভালো। সব গুলোই ভালো। যদিও আগের পড়া। ভালো জিনিস বারব্বার পড়া যায়।

ছবিটা কি এডিট করা? সিংহ আর ছোট এক বাচ্চা।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:১৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে সত্যি খুশি লাগলো।

ছবিটা সংগৃহীত।

শুভেচ্ছা।

৩| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ১১ নং মজার হয়েছে।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:১৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সত্যিই মজার!

শুভেচ্ছা।

৪| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো লাগলো।

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:১৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৫| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছুটি

কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।
বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী: স্যার আমার বিয়ে।
বস: বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?
কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:১৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কৌতুকটা ভালো হয়েছে, শ্রদ্ধেয় নূর মোহাম্মদ নূরু ভাই! :)

শুভেচ্ছা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.