নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

সচেতনতার নামে নোংড়ামি – বিষয় কনডম আর মেয়েদের স্যানেটারি ন্যাপকিনের বিজ্ঞাপন

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪

পিতা মাতা ছেলে মেয়ে নিয়ে টিভি দেখছেন কিন্তু বিজ্ঞাপনের নামে যা দেখানো হলো তাতে টিভির চ্যানেল পরিবর্তণ না করে কোন উপায় নেই – আর ছেলে মেয়ে যদি প্রশ্ন করে বসে তা হলে তো কথাই নেই ।

যে কোন পুরুষ নারীর জীবনে শৌশব ,কৌশর একটি গুরুত্বপূর্ণ সময় । এ বয়ষের যে কোন শিক্ষা বা স্মৃতি যে কোন মানুষের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় । নারী-পুরুষ যে কোন লিঙ্গের জন্যই এ সময়টি মানষিক এবং শারীরিক বৃদ্ধির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ । বর্তমান প্রর্যন্মের পিতা-মাতারা এ ব্যাপারে অত্যান্ত সচেতন । একটি শিশু যখন তার শিশুত্ব অতিক্রম করে শরীরিক কঠিন পরিবর্তণগুলোর মুখোমুখি হয় তখন পিতা মাতারাই বন্ধুর মতো এগিয়ে আসে । কঠিন ব্যাপারগুলো বুঝিয়ে দিয়ে সেগুলোকে সহজ করে তুলে । আজকের একজন পুরুষ বা নারী যেসব ধারার মধ্য দিয়ে তার যৌবনে পৌছিয়েছেন সেই একই ধারার মধ্য দিয়ে একটি শিশুও তার যৌবনে পদারপণ করবে । এ ক্ষেত্রে বর্তমান সমা্জের পিতা মাতারা অত্যান্ত সচেতন ।

কিন্তু ইদানিং মিডিয়াতে সচেতনতার নামে যে নোংড়ামি দেখিয়ে বিজ্ঞাপর্ণ প্রচার করা হচ্ছে সেগুলোর প্রতিবাদ করার জন্যই আমার আজকের এ লেখা ।

প্রথমে আসি, একটি কনডমের বিজ্ঞাপনে – সবাই কম বেশি বিজ্ঞাপনটি দেখেছি । সেটি হলো একজন নারী গভীর রাত্রিরে ঘুম থেকে জেগে বিছানার সাইট টেবিল খুলে স্বামীকে মেডেল দিচ্ছেন । আমার বা আপনার শিশু সন্তান প্রশ্ন করতে পারে, বাবা মেয়েটি ঘুম থেকে জেগে লোকটিকে ম্যাডেল দিচ্ছে কেন ? তখন জবাব কি দেবেন ? অথবা মনে করুন আপনি পিতা মাতার সামনে বসে টিভি দেখছেন তখন কি অবস্থার মধ্যে আপনাকে পরতে হবে ? কনডম ব্যবহার করলে নাকি আসল পুরুষ হওয়া যায় । এখন কথা হলো এসব বিজ্ঞাদাতা এবং নিমাতাদের পিতারা তাদের জন্মের সময় তো কনডম ব্যবহার করেনি - তবে কি তারা পুরুষ ছিলেন না ছিলেন হিজরা ?

এবার আসি, মেয়েদের স্যানেটারি ন্যাপকিন নিয়ে একটি বিজ্ঞাপনের কথায়- বিজ্ঞাপনটিতে দেখায়, জাহাজে নাবিক হিসাবে কর্মরত একজন নারী ন্যাপকিন ব্যবহার করে অন্যদের সঙ্গে কুচকাওয়াজ করছে । মেয়েটি হেটে যাওয়ার সময় ক্যামেরায় এমন ভাবে মেয়েটির পেছনের অংশ দেখায় । যা কিনা অত্যান্ত লজ্জার এবং নোড়ামি ।

এছাড়া ন্যাপকিনের শোষন ক্ষমতা এমন ভাবে দেখানো হয় যে, যা কিনা পরিবাবের সবার সঙ্গে বসে দেখা যায় না । বিজ্ঞাপনে বলছে, সচেতনতার কথা কিন্তু আসলে দেখাচ্ছে নোংড়ামি । আবার দৈনিক পত্রিকাগুলোর প্রথম পাতায় ছবিসহ এমন ভাবে বিজ্ঞাপন ছাপানো হচ্ছে যা কিনা সত্যিই লজ্জার ।

পণ্য বিক্রির জন্য সচেতন করার দোহাই দিয়ে শিশু এবং সমাজকে নোড়ামির দিকে ঢেলে দিচ্ছে কয়েকটি কো্ম্পানী । এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্কুল কলেজের ছেলে মেয়েদের উপড় ভয়াবহ প্রভাব পরবে বলে আমি মনে করছি । বেশ কয়েক জনের সঙ্গে কথা বলে জানতে পারলাম সেভেন-এইটের ছেলে মেয়েরা এখন কনডম , মেয়েদের স্যানেটারি ন্যাপকিন নিয়ে ক্লাসের বাহিরে আলোচনা করে হাসাহাসি করে একে ওকে খারাপ ঈঙ্গিত করে । এই হচ্ছে সচেতনার ফসল । সমাজের উপড় তলার মানুষ যারা যারা বুদ্ধিজীবি নামের উপাদি ধারন করে বসে আছেন – যারা সরকারী বিশেষ বিশেষ দিনে সরকারের টাকায় খাবার খেয়ে থাকেন তারা কি এসব দেখেন না ? নাকি দেখেও সচেতনতার নামে ইচ্ছে করে চোখ বন্ধ করে থাকেন ? শিক্ষার নামে যারা কুশিক্ষার বীচ সমাজে বপণ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার । এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি ।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৭

ভীতু সিংহ বলেছেন: সব চেয়ে বিশ্রী লাগে এই মোনালিসা, স্যানরার অ্যাডগুলো। মনে হয় শুধু যেসব মেয়ে নেভীতে চাকরি করে তাদেরই এসবের প্রয়োজন হয়, আর কারো এসব লাগে না। :-P :-P :-P

আপনি শুধু বিজ্ঞাপনের বাইরের দিকটা দেখছেন। এর ভিতরের মেসেজগুলা খুবই ভয়ানক। খুব সচেতন ভাবে মেয়েদের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে বিমান বালা, নেভি, মেরিন এসবই হচ্ছে সফল মেয়েদের চাকরি। যেই সব মহিলা স্কুল, কলেজ, ব্যাঙ্ক-বীমায় চাকরি করে তাদেরটা কিছুই না। কোন রক্ষণশীল পরিবার কি পারবে তার মেয়েকে বেপর্দা হয়ে বিমানের চাকরি করাতে অথবা সরকারি চাকরি হলেও ৩০-৪০ জন পুরুষের সাথে সমুদ্রগামী কোন জাহাজে নিজের অবিবাহিত তরুনী মেয়েকে তুলে দিতে। কিন্তু এসব দেখার কেউ নেই।

পোস্টে+++

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: @ভীতু সিংহ আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ । আসুন সবাইকে বলি যারা এমন নোড়ামির প্রচার চালায় তাদের পন্য আমরা ব্যবহার করবো না ।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১

এন ইউ এমিল বলেছেন: বিজ্ঞাপনের কথা আর বইলেন্না,

যখন কয় "তুমি একটা এডুকেটেড ছেলে তোমার বিকাশ একাউন্ট থাকবেনা?"

ইচ্ছা হয় জুতা দিয়া পিডাই, কেনরে বিকাশ না থাকলে শিক্ষিত হওয়া যায়না?

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুণ বলেছেন

৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২

হেডস্যার বলেছেন:
চুলকানি খুব খারাপ একটা রোগ। যথা সময়ে এর চিকিৎসা জরুরী। ;)

২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঠিক বলেছেন আধুনিকতার নামে চুলকানি অতিমাত্রায় বেড়ে গেছে ।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১০

ডার্ক ম্যান বলেছেন: সামনে আরও কর্পোরেট নোংরামী অপেক্ষা করতেছে।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: প্রতিবাদ করার এখনই সময় বন্ধু ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

খেয়া ঘাট বলেছেন: হেডস্যার বলেছেন:
চুলকানি খুব খারাপ একটা রোগ। যথা সময়ে এর চিকিৎসা জরুরী।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যথা সময়ে এর চিকিৎসা জরুরী

৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টের সাথে সহমত নই।

হেডস্যার বলেছেন: চুলকানি খুব খারাপ একটা রোগ। যথা সময়ে এর চিকিৎসা জরুরী।

এটার সাথে সহমত।

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার সাথেও সহমত প্রকাশ করছি ....

৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯

আজীব ০০৭ বলেছেন: ভীতু সিংহ ভাই এর সাথে সহমত......+++

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯

জাহিদ ২০১০ বলেছেন: ন্যাপকিনের বিজ্ঞাপন গুলা পুরাই বিতিকিচ্ছিরি। খালি মেয়েদের পিছনের অংশ

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সমাজে এর ভয়াবহ খারাপ প্রভাব পরছে

১০| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৪

একজন ঘূণপোকা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টের সাথে সহমত নই।

হেডস্যার বলেছেন: চুলকানি খুব খারাপ একটা রোগ। যথা সময়ে এর চিকিৎসা জরুরী।

এটার সাথে সহমত।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪

পাকনা কলা বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টের সাথে সহমত নই।

হেডস্যার বলেছেন: চুলকানি খুব খারাপ একটা রোগ। যথা সময়ে এর চিকিৎসা জরুরী।

এটার সাথে সহমত।

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সবাই তো আর আমার আপনার মতো দৃস্টিভঙ্গি প্রশন করেন না কাল্পনিক_ভালোবাসার নিশ্চই আরো ভাল কোন যুক্তি আছে ।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাগ্যিস ন্যাপকিনের বিজ্ঞাপনে ন্যাপকিন দেখানো হলেও, কনডমের বিজ্ঞাপনে মেডেল দেখানো হয়, কনডম নয়। :|| ;)

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হ্যা , এ ব্যাপারে আমাদের ভাগ্যবান বলতে পারেন ।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫

লাল নীল স্বপ্ন বলেছেন: আসলে এখন সময় এসেছে এগুলোর বিজ্ঞাপন টিভিতে দেখানো বাদ দিয়ে home delivery দেয়ার। তাতে করে অন্তত টিভিতে গরম বিজ্ঞাপন দেখে হাতের কাছে কনডম না পেয়ে কেও জনসংখ্যা বাড়াতে না পারবে না।

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ , তাতেও হয়তো লজ্জা কিছুটা কমবে । অন্তত্য বাচ্চাদের সামনে কিছু দেখতে হবে না ।

১৪| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২০

ধ্রবআলো বলেছেন: আজকের এই আধুনিকতা মুসলিম জাতি কে মুসলিম নামের ডামি তে পরিনত করছে...এর ভেতর জান তো আছে কিন্তু রুহানিয়াত নামক আসল জান অনুপস্থিত।

১৫| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৪

মুহাই বলেছেন: কান্ডারি অথর্ব
বলেছেন:
ভাগ্যিস
ন্যাপকিনের
বিজ্ঞাপনে ন্যাপকিন
দেখানো হলেও, কনডমের
বিজ্ঞাপনে মেডেল
দেখানো হয়, কনডম নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.