নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

আজিজ হেসে বলল, দোস্ত দু\'ই বউয়ের গাঙ্গের চিপায় পরলে ক্যামনে ডুব দিয়া ভাইসা উঠতে হইবো হেউডা শেখার জন্য হলে যাইতাছি .......... প্রসঙ্গ ডুব

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫২


গতকাল আমার দু'ই সাংবাদিক বন্ধু অফিসে এসে উপস্থিত । ওদের দেখে আমি বেশ টাসকি খাইলাম । কারণ ওরা সাধারণত আমার অফিসে আসে না । কিন্তু সেইটা ওদের বুঝতে না দিয়া বললাম, কিরে এতোদিন পরে ? কি মনে কইরা ?
ওরা কইলো চল তো ডুব মাইরা আসি । আমি অভ্যাস গত ভাবে কপালে তিনটা ভাজ ফেলাইয়া জিজ্ঞাসা করলাম, মানে ? আমার কপাল কুঁচকানো দেইখা শামিম বলল, চল সিনে কমপ্লেক্সে ফারুকির ভেতর "ডুব" মাইরা আসি । তিনটা টিকেট পাইছি ।
আমি ব্যাপারটা বুঝতে পাইরা ওদের জন্য চায়ের কথা বলে তারপর কইলাম একটা প্রশ্ন করমু , যদি সঠিক উত্তর দিতে পারিস তাইলে তো গো লগে যামু । শামিম আজিজের সাথে চোখাচোখি কইরা কইলো, কি প্রশ্ন ? কর, দেখি উত্তর দিতে পারি কিনা ?
তোরা "ডুব" ক্যান দেখতে যাবি ?
কেন আবার দেখতে যামু মানে যামু ।
না মানে ছবিটা কেন দেখবি ? আমি হাতে পেন্সিল নাচাতে নাচাতে আবারো প্রশ্নটা করলাম ।
ভাল ছবি , বাংলা ছবি তাই যামু ।
তুই কি আগে ছবিটা দেখছিস ?
না দেখি নাই ।
তাইলে ক্যামনে জানলি ছবিটা ভালা না মন্দ ।
অনেকে কইতাছে, তাই কইলাম ।
অনেকে তো টাকাও ফেরত চাইতাছে শুনলাম । আচ্ছা, এখন ক তো দেখি, হুমায়ূন আহমেদ যে শাওনরে বিয়া করছে, এইটা তুই কোন দৃষ্টিতে দেখোস ? মানে ব্যাপারটা কি তুই সমর্থন করোস ? না কোরোস না ।
না করি না । বুইড়া একটা দামরা, মাইয়ার বান্ধবীরে বিয়া করছে। এইডা সমর্থন করার কি আছে ?
আচ্ছা, ছবিটা তো হুমায়ূন আহমেদ এর হাফ বায়োপিক, মানে শাওনের সাথে সম্পর্কের কিছু আগে পরের ঘটনা নিয়ে তৈরি । এইডা জানোস তো ?
জানুম না ক্যান? জানি।" রোকেয়া পাচি" এই কথা তো আগেই ফাঁস কইরা দিছে । ফারুকিও তার ফেসবুকে এই নিয়ে কথা কইছে । এর লাইগা ফারুকি নাকি পাচি'র সব দৃশ্য ছবি থেইকা বাদ দিয়া দিছে । শামিম এমন ভাবে হাসতে হাসতে কথাটা বললো যেন পাচির দৃশ্য ছবি থেকে বাদ দেওনে ও বেশ মজা পেয়েছে ।
মানে তুই সব জানোস ।
হুম, মিডিয়া যতোটা জানাইছে ততোটাই জানি ।
তারপর ও তুই ছবিটা দেখতে যাইতাছোস, কারণ তুই আসলে একটা ক্যাচাল দেখতে চাইতাছোস । তুই টিপিক্যাল বাঙ্গালির মতো গুলতেকিনের পক্ষ নিয়া ই হলে যাইতাছোস, ঠিক না?
হুম, তা কিছুটা ঠিক । শামিম আমতা আমতা করে বললো । গুলতেকিনের জন্য আমার একটা সফট কর্ণার আছে । লোকটা একবারের জন্যও বউ এর কথা ভাবলো না, পোলা পানের কথা ভাবলো না । মন চাইলো প্রেম করলো, মন চাইলো বিয়া করলো । তাও আবার মেয়ের বয়সি মাইয়ার সাথে । ছি : শামিমের মুখ দিয়ে এক রাশ ঘেন্না ঝরে পরলো। পিতা হিসাবে সে কি একবারও ভেবেছে তার এ কর্মের জন্য তার সন্তানদের উপর দিয়ে কি ঝড় গেছে ? বউয়ের কথা না হয় বাদ ই দিলাম । ওই ব্যাটা আমার বা..র সাহিত্যিক । একটু থেকে ও আবার বললো, আসলে সব দোষ ওই ডাইনীটার । কি দেইখা যে এই বুইড়ার প্রেমে পরলো এখনো বুঝি না ।
শোন দোস্ত, আমি হুমায়ূন আহমেদের ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়া তার সাহিত্যরে পরিমাপ করি নাই । এই সব ক্যাচাল দেখতে আমার ভাল‌ও লাগে না । শাওনরে বিয়া কইরা হুমায়ূন আহমেদ কোন অন্যায় করে নাই । প্রাপ্তবয়স্ক একটা মাইয়া'রে কবুল পইড়া সাদি করছে । যে কোন সম্পর্কের ভেতরেই টানা পোড়ন আছে । থাকবে। এক নারীর সংসার আরেক নারীর জন্যই ভাঙ্গে । ফারুকি ও নিশ্চয়ই শাওন'রে ভিলেন বানাইয়াই ছবিটা বানাইছে । গুলতেকিনের প্রতি দর্শকদের সহানুভূতি জাগাইছে । কিন্তু সে কি পারবে গুলতেকিনের, বিবাহিত জীবনের চিত্র ফুটিয়ে তুলতে? পারবে না । কারণ সবটা সে বা আমরা জানি না । ছবিতে যা আছে সেটা শুধুই অনুমান নির্ভর,লোক মুখে শোনা এর বাহিরে ফারুকি যেতে পারবে না । যা তুই, আমি,আমারা সবাই জানি । তাছাড়া, আমি মনে করি মানুষের সব প্রেমই প্রথম প্রেম। প্রেম নিয়া ক্যাচাল করার কিছু নাই । যারা এটা করে তাদের আমি এড়িয়ে চলি । সুতরাং এই ক্যাচাল দেখতে আমি যামু না। তোরা যা । "স্পাইডার ম্যান আর আইটি" নামে দুই'টা ছবি নামাইছি তাই বাসায় ফিরে দেখমু।
আমার দীর্ঘ বক্তব্যে শুনে শামিম কিছু বলল না । চায়ে চুমুক দিলো । আমি আজিজের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম ,তুই ক্যান যাইতাছোস ?
আজিজ হেসে বলল, দোস্ত দু'ই বউয়ের গাঙ্গের চিপায় পরলে ক্যামনে ডুব দিয়া ভাইসা উঠতে হইবো হেউডা শেখার জন্য যাইতাছি ।
৩০/১০/২০১৭

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

মোস্তফা সোহেল বলেছেন: বাঙালী মনে হয় ডুব-এ ডুবে গেছে!

৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: তাই মনে হইতাছে ;)

২| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫

রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ বলেছেন:

'ডুব'-এ ডুব দিয়া হাবুডুবু খাওয়ার মত সৌভাগ্য এখনো হয় নাই। তবে মুভিটা নিয়া অনলাইনে য্যামনে নেগেটিভ লেখালেখি দেখতাছি, তাতে বড়ই হতাশ হই যাইতেছি। শেষ পর্যন্ত ফারুকি তাইলে বাংলা সিনেমাডারে ডুবাইয়াই ছাড়লো? :((

তয় এর থিকা বেশি হতাশ হইতেছি মুভিটাতে দুইনাম্বার বউডারে নেগেটিভ চরিত্রে দেখানোর পরেও উইমেন চ্যাপ্টারের কুনো বানী ফানি না দেইখা। ইয়ে মানে তারা কি ছবি টবি দেখা বাদ্দিয়া দিল? :P

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: উইমেন চ্যাপ্টারের ওনারা মনে হয় ব্লগিং করে না :))

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২

হাফিজ হুসাইন বলেছেন: ডুব দেখি নাই। তবে যে ছবিতে তিশার মত গ্রাম্য চেহারার মেয়ে নায়িকা হিসেবে থাকবে তা যে ফ্লপ হবে তা অনুমানযোগ্য

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: :)

৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫

অরূপ দা বলেছেন: শিরোনামটা অনেক চমৎকার ছিল। ডুবে অবশ্য ডুব আমিও একটা দিব। অনেকে অনেক কিছু্ই বলছেন ভাল খারাপ। তবে আমি শুধু সিনেমাটা দেখতে যাব। নতুন সিনেমা তাই যাব।

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হুম দেখে আসুন । সব কিছুর স্বাদ ই নিতে হয় জীবনে

৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চিপায় পরলে মরবেন।

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাই সাবধানে থাকি কাক পক্ষীও যেন টের না পায় :)

৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

টেরাথোমিটার বলেছেন: সিনেমেটা দেখবো..মন্তব্যটা আপাদত তুলে রাখলাম

৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাতার না জেনে ভাব সাগরে ডুব দিওনা,
তল পাবেনা ।

৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এই ডুব দেওনের আগে সাতারের কথা মনে থাকে না ভাই

৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

কানিজ রিনা বলেছেন: বেচারা হুমায়ুন স্যার নিজেও ডুবছিল। বউ
দুইডারে পোলামায়া সহ ডুবাইচে। বড়ডারে
ডুবাইচে বাইচ্চা থাইকা আর ছোডটারে
ডুবাইচে মইড়া গিয়ে। সবই আল্লার লিখন।
বেচারার দোশ কি? বাস্তবতাই আসল।
তয় গুলতেকিনের পুলামায়া এতিম হয়ে
অভিশাফ করছিল। শাওয়ের দুই পুলা এতিম
হইল। ইহাই মনে লয় সত্য বিচার।

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হুম সবই মনে লয় কপালের লিখন , লোল

৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্যাটায়ারটা ভালো লিখেছেন। তবে ফারুকী বলে কথা। না দেখে থাকা যাবে না। আবার ইরফান কেমন করলো তাও দেখার কৌতুহল আছে...

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যদি ফারুকিরে মাথায় নিয়া হলে যান তা হলে কিছুই পাবেন না । তার অন্য ছবির সাথে এই ছবির কোন মিল নেই ..........

১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যতই আলোচনা সমালোচনা হোক ছবিটি দেখার ইচ্ছা আছে।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভকামনা রইল

১১| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

শুপ্ত বলেছেন: ছবিটা দেখি নাই তাই কোন মন্তব্য করতে পারছি না। তবে লেখা পড়ে এই টুকু বুজতে পারলাম যে কিছু গাফলা আছে এতে

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ছবিটার প্রচারণায় কিছু ভুল হয়ে গেছে এই যা ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.