নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

তবলীগ শব্দের অর্থ হচ্ছে প্রচার ..তবলীগ ছাড়া কোন মুসলিমের জীবন চলতে পারে না ।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১



তবলীগ জামাতের নেতা মাওলানা সাদ মন্তব্য করছেন, তবলীগের দাওয়াত ছাড়া কেউ বেহেস্তে যেতে পারবেন না । এটা নিয়ে বাংলাদেশের তাবলীগ জামাতের এক অংশসহ কয়েটি ইসলামী সংঘটন গতকাল বিমানবন্দর অবরোধ করে জনগণসহ, ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীদের জীবনে নামিয়ে এনেছিলেন চরম দুর্ভোগ । সরকার নীরব থেকেছে রাজনৈতিক করনে কিন্তু সরকারের উচিত ছিল পিটিয়ে ছাল তুলে নেওয়া । কেননা যে ছেলে মেয়েগুলো সারা বছর লাখ লাখ টাকা খরচ করেও সময় মতো পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌছতে পারেনি তারা জানে এর কষ্ট কি । এদের না আছে পরিপূর্ণ জ্ঞান না আছে বিবেক । এর হচ্ছে পশুর মতো শুধু খাওয়ার চিন্তা করে । খাবারের জন্যই বাচে খাবারের জন্য মরে । যদি ইসলামের জ্ঞান থাকতো তা হলে নিজেরা বসেই সমস্যার সমাধান করে ফেলত । জনগণের দুর্ভোগ বাড়াত না । আমি যতোটুকু জানি, তবলীগ শব্দের অর্থ হচ্ছে প্রচার । এখন মাওলানা সাদ যদি বলে থাকো ইসলাম প্রচার ছাড়া কেউ বেহেস্তে যেত পারবে না । তাহলে সে দোষের কি বলেছে । স্বয়ং রসুল স: বলেছেন তোমাদের কাজ হচ্ছে, কুরআনের বাণী ও আমার কথা অন্যদের মাঝে জড়িয়ে দেওয়া ।
কাউকে এক ওয়াক্ত নামাজের কথা বললেও সেটা যেমন দাওয়াত দেওয়া হয় তেমনি একজন ভাল মানুষের অন্যকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করার অথ ও হচ্ছে দাওয়াত দেওয়া ।
এই সাধারণ বিষয়টা ও যাবের মাথায় ঢোকে না তাদের জন্য ঠাণ্ডা ছাড়া অন্য কোন চিকিৎসা নেই ।

আমার যতোটুকু মনে হচ্ছে, বিশ্ব ইস্তেমাকে নিয়ে এক গভীর ষরযন্ত্র চলছে । তাদের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে বিশ্ব ইস্তেমা বন্ধ করা । এই আহাম্মকগুলোই সেটা বাস্তবায়ন করছে ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: বিশ্ব ইজতেমা দেশের কি কি উপকার করে?

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কোন উপকার ই করে না । কিন্তু ভাই আপনি বলুন তো ক্ষতি কি করে ? ইস্তেমায় যাওয়া লোকগুলো দ্ধারা দেশের উপকার ছাড়া কোন ক্ষতি তো হয় না ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

বারিধারা বলেছেন: সরকারের লাভ তো অবশ্যই আছে। একদিকে মোল্লারা মোল্লারা মারামারি করে মরবে, অন্যদিকে ভোগান্তির শিকার সাধারণ মানুষ মোল্লাদের দোষ দেবে - এতে সেক্যুলার আওয়ামী লীগের লাভের হিসাব নিকাশ আছেনা?

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কার যে কি লাভ কার যে কিসে ক্ষতি সেটাই বুঝে উঠতে পারি না ভাই

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আমার যতোটুকু মনে হচ্ছে, বিশ্ব ইস্তেমাকে নিয়ে এক গভীর ষরযন্ত্র চলছে । সঠিক।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হ্যা ঐক্যটা ভেঙ্গে দেওয়ার চেষ্টা চলছে

৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



দাওয়াতের ভার এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির হাতে; এই মানুষগুলো জীবনে বন্চিত হয়ে হতাশ জীবন যাপন করছেন, বনের মোশ নিয়ে ব্যস্ত আছেন; জাতি এদেরকে সঠিক জীবন দিতে পারেনি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল বলেছেন

৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

নাঈমুর রহমান আকাশ বলেছেন:

৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আল ইফরান বলেছেন: রাজীব নুর বলেছেন: বিশ্ব ইজতেমা দেশের কি কি উপকার করে?

আমারও একই প্রশ্ন, তবে তার সাথে আরেকটি প্রশ্নঃ এয়ারপোর্ট রোড ব্লক করে রেখে আপনারা ইসলামের নামে কি বার্তা অবিশ্বাসীদেরকে দিলেন?
উত্তর দিতে গিয়ে আবার বিম্পী-আম্লীগের মহাসমাবেশ/কর্মসূচী ইত্যাদির লেজ ধরে টানাটানি করবেন না আশা করি।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যে অংশটি সঠিক ইস্তেমার পথে আছে তারা রাস্তা বন্ধ করে জনগনের কষ্টের সৃষ্টি করে নাই । ফিতনা সৃষ্টিকারীরাই এমনটা করেছে । আমার লেখাতেই সেটা রয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.