নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ভাবছি এই শীতে দার্শনিক হবো

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০



নগরে পাগলের আনাগোনা বেড়েছে
শহীদ মিনারের পেছন থেকে আসা
গাজার ধোয়ায়
শিক্ষকদের দাবী দাওয়া ম্রিয়মান
পুলিশ ছোড়াটা দাড় কাক তাড়ায়
ক্লান্ত পায়; ফাকা ক্লাসের চার দেয়ালে চলে
শারীরিক লেনদেন...
তুমি,আমি কারে অসতী কই?
পেটের টানে সব শরীর উলঙ্গ
সব বিবেক লকলকে জিহ্বা লুকিয়ে
শিশ কাটে, সতীত্ব দেখায় ; বেশ্যার শরীরে কি
আলাদা চিহ্ন থাকে? থাকে নাকি
নাভির উপরে কোন জন্ম দাগ ?
অবশেষে শুনেছি সে বিদায় নিয়েছে
বাসের টিকিট কেটে ;
আমার নগর আপাতত
চাপ মুক্ত...
ভাবছি এই শীতে দার্শনিক হবো....

২৮.০১.২০১৮

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

প্রামানিক বলেছেন: তুমি,আমি কারে অসতী কই?
পেটের টানে সব শরীর উলঙ্গ
সব বিবেক লকলকে জিহ্বা লুকিয়ে
শিশ কাটে, সতীত্ব দেখায় ; বেশ্যার শরীরে কি
আলাদা চিহ্ন থাকে?


দারুণ

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

আশমএরশাদ বলেছেন: চমৎকার

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

কানিজ রিনা বলেছেন: দেশের মানুষ নেশায় আকৃষ্ট নেশার তোরে
বেশ্যারা উলঙ্গ হচ্ছে। বেশ্যার আবার জেন্ডার
নাই নারী পুরুষ উভয়। ধন্যবাদ।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভয়াবহ কবিতা!

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

আটলান্টিক বলেছেন: :P :P :P

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

সাইন বোর্ড বলেছেন: অসাধারন লাগলো !

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.