নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

সময় কাহন

০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২৮

তোমরা যখন ছোট ও দরিদ্র ছিলে
আমরা তখন তোমাদের তুই বলে সম্বোধন করতাম;
ময়লা পোশাকের জন্য তোমাদের দিকে তাকিয়ে উপহাসের
হাসি হাসতাম ।
আমরা তখন তোমাদের যা বলতাম তোমরা তখন তা -
স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় শুনতে বাধ্য ছিলে ।
বেশ বুঝতাম, তোমরা আমাদের এড়িয়ে চলতে ।
তোমরা যখন একটু বড় হয়ে মাস্তান হয়ে উঠলে
আমরা তখন তোমাদের ভাই বলে ডাকা শুরু করেছিলাম ..
তোমরা তখন আমাদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতে শিখেছিলে ।
তোমাদের বড় কলারের সাটের নীচে লুকানো থাকতো রাম চাকু !
আমিও দেখেছি বারকয়েক তার তীক্ষ্ণ ছোবলে-
কচি লাউয়ের ডগাগুলোকে নেতিয়ে পরতে।
যখন থেকে তোমরা নেতা বনে গেলে-
তখন থেকে আমরা তোমাদের কথা চোখ কান বন্ধ করে শুনি ।
এখন আমারা তোমাদের এড়িয়ে চলার চেষ্টা করি ।
কিন্তু তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না ।
সময় কি দারুণ প্রতিশোধ নেয়
তাই না ?

বাবন
০৬।০৫।২০১৮

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪২

আবু আফিয়া বলেছেন: আসলেই তাই

২| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: কচি লাউয়ের ডগা। আহা !!
আমার দাদী কচি লাউয়ের চোকলা দিয়ে এক ধরনের পিঠা বানাতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.