নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

আমি স্মৃতি ফিরে পেয়েছি

২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলার সময়,মোদী যদি বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে গ্রেফতার হয়ে থাকেন আমি তাহলে ২য় বিশ্ব যুদ্ধ চলার সময় মিত্র বাহিনীর প্রধান ছিলাম। এই কারণে জার্মানি আমাকে গ্রেফতার করে বার্লিন প্রাসাদে বন্দি রেখেছিল। সেখান থেকে এক চিপা দিয়ে পালিয়ে এসে আমি বাংলাদেশে অবস্থান নেই। মোবাইল ছিলো না বলে, কারো সাথে যোগাযোগ করতে পারি নাই। কোন চিপা পাইনি বলে বাংলাদেশ থেকে ও বের হতে পারি নাই।
এতোদিন এই সব স্মৃতি মনে ছিলো না হঠাৎ ফিরে পেয়েছি।

মিত্র বাহিনীর প্রধান হিসাবে আমি জানি, ভরতের বিজিপি নামের দলটি ছিলো আমাদের মানে ইংরেজদের পা, চাটা গোলাম। ইংরেজ তাড়াও আন্দোলনে বিজিপি নেতারা ইংরেজদের তথ্য দিয়ে সহায়তা করতো। স্বদেশীদের ইংরেজদের হাতে ধরিয়ে দিতো।

অশিক্ষিত, মুর্খ হাফপেন্ট পরে মোদী তখন প্রকাশ্য ইংরেজদের হয়ে কাজ করতো। সেইসব ছবি নেটে পাবেন। আমার পেইজ অপবিত্র হবে বলে সেই ছবি দিলাম না।

দেশ বিভাগের পর বিজিপি সন্ত্রাসীর হাতের গান্ধীকে প্রাণ দিতে হয়। এই কারণে বিজিপির অনেক সন্ত্রাসীকে ধরে ধরে জেলে ঢুকানো হয়।

এবার আসি ৭১রের স্বাধূনতা যুদ্ধের কথায়। স্বাধীনতা যুদ্ধে, ভরত নয় বাংলাদেশকে নানা ভাবে সহায়তা করেছিলো ভরতের ক্ষমতায় থাকা কংগ্রেস দলটি ও তার নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী । আমরা এ জন্য ওনার কাছে কৃতজ্ঞ।

কিন্তু সেটি ও করার পেছনে ছিলো, ভারতের স্বার্থ জড়িত। বাংলাদেশের সে জয়কে ভরত নিজেদের জয় বলে দেখিয়ে এখনো মোয়া খাচ্ছে।

মূলত এক সিনামা ছাড়া ভারত কখনো কোন যুদ্ধে পাকিস্তান বা চিনের সাথে কোন যুদ্ধে জিততে পারে নাই। পারবে ও না।

তাহলে ,মোদীর জেলে যাবার কারণ টি কি বুঝতে পেরেছেন? হ্যা জেলে যাবার কারণ হচ্ছে,ভারতের বিপক্ষে গিয়ে ইংরেজদের গোলামী চালিয়ে যাবার জন্যে ও গান্ধীকে হত্যার ষরযন্ত্রে লিপ্ত থাকার জন্যে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: মোদি মিথ্যা বলেছেন। এটা পরিস্কার।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুধু মিথ্যা না মহা মিথ্যা

২| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৫

জুন বলেছেন: একটি দেশের প্রধানের কাছ থেকে এমন হাস্যস্কর বক্তব্য আশা করি নি । এর চেয়ে ভুটানের পিএম অনেক ভালো বলেছেন ।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশ চাইলে রেখে দিতে পারে । কেউ একটা মুদি দোকান দিয়ে দিয়েন। মোদীর পাসপোর্ট বাতিল করা উচিত ।

৩| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৮

ওমেরা বলেছেন: হেঁচকি উঠলে নাকি চমকাই দিতে পারলে হেঁচকি চলে । স্মৃতি যে ফিরে আসে তা জানা ছিল না । :D

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাই কি করবো বলুন, মুদির বক্তব্যের পর আমার ২য় বিশ্ব যুদ্ধের স্মৃতি ফেরে এসেছে। আমার এক বন্ধু জানালো, তার অবস্থা নাকি আরো ভয়াবহ, তার পোষা কুকুরটা নাকি এই বক্তব্য শুনার পর সুইসাইট করেছে। :)

৪| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি কি জানেন মোদীর শিক্ষাগত যোগ্যতা কি? সে কোন ক্লাস পর্যন্ত পড়েছে উনি নিজেই তা জানেন না। গরিব তাই পড়া লেখা না করতেই পারেন।
এটা দোষের না। কিন্তু দোষের হচ্ছে,এই মূর্খ উচ্চ শিক্ষার জালি সাটিফিকেট বানিয়ে ধরা খেয়েছে। তাই বিদ্যান দূর্জন হলেও গ্রহনযোগ্য আর মূর্খ ক্ষমতাবান হলেও ত্যাজ্য।

৫| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫২

জুন বলেছেন: আমরা যে মন্তব্য লিখেছি সে ঘরে দেখেন বাদিকে প্রথমেই একটা সবুজ তীর চিনহ আছে । সেটাতে ক্লিক করলে মন্তব্যের উত্তর দেয়ার ঘর আসবে । সেখানে উত্তর দিলে আমরা জানতে পারবো যে আপনি আমাদের মন্তব্যের উত্তর দিয়েছেন :) আপনার জবাবগুলো মন্তব্য হয়ে আছে ।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: @প্রিয় জুন, মোবাইল থেকে উত্তর দিচ্ছি, তাই সমস্যা হচ্ছে। উত্তর অপশনটি দেখাচ্ছে না।

৬| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৮:২১

নেওয়াজ আলি বলেছেন: অযোধ্যায় যুদ্ধেও মোদি ছিল আমি দেখেছি :D

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন বলেছেন । অযোধ্যায় যুদ্ধ সেটাও শুধুই কল্প কাহিনী :)

৭| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৫০

অনেক কথা বলতে চাই বলেছেন: আমি নিজে যুদ্ধ করিনি। কিন্তু ব্যাটা যা দাবি করলো তাতে সমস্ত মুক্তিযোদ্ধাদের তরফ থেকে অপমানিত বোধ করছি।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যাদের আসলেই অপমান বোধ করার কথা ছিলো তাদের এসবে কিছুই যায় আসে না । সব এদেশের জনগনের দায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.