নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

কম্বল চোরদের বাচ্চা,কাচ্চারাই চেতনার দোহাই দিয়ে দেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করছে

১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৫৭



৪ টা মাঝারি লাক্স , তিব্বত গোল সাবান ৬ টা , নিম ফেসওয়াশ ১টা, গুডনাইট পাওয়ার অ্যাক্টিভ+ রিফিল ২টা , ফ্রেশ ৫০০ গ্রাম দুধ ১ প্যাকেট । এই কটা পণ্যের মূল্য দোকানী রাখল ১১২৫ টাকা ।

একমাস আগেও যার মূল্য ছিলো ৭৫০ থেকে ৮০০ টাকা । রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওজুহাতে এদেশের ব্যবসায়ী যারা ক্ষমতার আশে পাশে আছে তারা রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে । স্বাধীনতার পরে নাকি এমন হয়েছিলো, মরিচ, লবণের জন্য হাহাকার পরে গিয়েছিলো । ২ টাকার লবন, ৩ টাকার মরিচ নাকি ১০০ টাকাতেও পাওয়া যেতো না । কম্বল চোরেরা সব খেয়ে ফেলেছিলো । শিশু খাদ্য বাজার থেকে গায়েব হয়ে গিয়েছিলো । বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন, সব খেয়ে ফেলেছিস ? আমার কম্বল কোথায় ?

চেতনার দোহাই দিয়ে, সেই কম্বল চোরদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা আজ দেশে জনগনের উপর লুটপাট চালাচ্ছে । কোন সেক্টরেই কেউ শান্তিতে নেই । শুধুমাত্র দুনীতির কারণে । চালে দাম বাড়ছে , হুর হুর করে । চালের কেজি ৮৫ টাকা ? খুচরা বাজারে ৯০ টাকা , ভাবা যায় । সব সিন্ডিকেটের কারণে । সরকারের মধ্যে ঘাপটি মারা তাদের লোক নিয়ন্ত্রন করছে সব কিছু । সরকার যখন রির্জাভ নিয়ে লড়ছে তখন তারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দোহাই দিয়ে , মজুদ করে, উৎপাদন কমিয়ে দিয়ে কৃত্রিম ভাবে সব কিছুর দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে গোপন ষরযন্ত্র করছে । অথচ এদের নিয়ন্ত্রন করা একদিনের মধ্যে সম্ভব ।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০৫

বাংলার এয়ানা বলেছেন:


সরকার করে কারবার
কারবারি চালায় সরকার
এ আর নুতুন কি?
আওব শিয়ালের এক রা !!

২| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০৭

বাংলার এয়ানা বলেছেন:

টাইপো "আওব শিয়ালের এক রা !!"
সব শিয়ালের এক রা !!

৩| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আটার দাম আজ বেড়ে গেলো। শিশু খাদ্যের দাম বাড়বে আবার। নেসলে নান ৪ বাজারে নাই। উপায় না দেখে দুবাই নান ৩ কিনছি। একসপ্তাহের ব্যবধানে
৩০০ টাকা বেশি দিয়ে।
যুদ্ধের আগে যেটা ৭০০ টাকা কম ছিল।

৪| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১৪

গেঁয়ো ভূত বলেছেন: সরকারের মধ্যে ঘাপটি মারা তাদের লোক নিয়ন্ত্রন করছে সব কিছু।

এরা করা? একটু ঝেড়ে কাসুন না। আমি তো দেখি লোম বাছতে গেলে কম্বল থাকে না ! তাহলে বিড়ালের গলায় ঘন্টা তা বাঁধবে কে ??

৫| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৯

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেবকে হত্যা করে, উনার কবরের উপর বিএনপি গঠন করেছিলো মিলিটারী অফিসারেরা; উহার ক্রমবর্ধমান ফলাফল ভোগ করছে জাতি।

৬| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের মাঝে কম্বল চোরের বাচ্চা আছে নাকি?

৭| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪০

জাহিদ হাসান বলেছেন: জনগনের অবস্থা খুবই খারাপ। সামনে নাকি আরও খারাপ হবে। এর চেয়ে আরও খারাপ হলে লোকে বাচঁবে কি করে?

৮| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৩

জুল ভার্ন বলেছেন: "যায় যদি যাক প্রাণ, হিরকের রাজা ভগবান"!

৯| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমাদের অবস্থা চিড়েচেপ্টা

১০| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুযোগ পেলে চা ওয়ালাও ধান্দা করে। পুরো জাতিই তো অসৎ।

১১| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে।

১২| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৬

ঢাবিয়ান বলেছেন: সরকার খরচ মেটাতে রিজার্ভ ব্যবহার করছে, আই এম এফ থেকে বিশাল অংকের লোন নিচ্ছে কিন্ত দ্রব্যমূল্যে্র রাশ টেনে ধরতে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন পদক্ষেপই নিচ্ছে না, দুর্নীতি দমন করতে কিছুই করছে না। ইলেকশনের চাইতেও এখন অনেক বেশি জরুরী একটি নির্দলীয় তত্বাবধায়ক সরকার গঠন। দক্ষ , যোগ্য এবং দেশপ্রেমিক সরকারের পক্ষেই কেবল সম্ভব বর্তমানের ইনফ্লেশনকে মোকাবেলা করা যেভাবে উন্নত দেশগুলো করছে।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৮

মামুinসামু বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুযোগ পেলে চা ওয়ালাও ধান্দা করে। পুরো জাতিই তো অসৎ।

১৪| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৬

নেওয়াজ আলি বলেছেন: দেশে নাকি গরিব নাই অথচ আজ এক নারী ভিড়ে পদদলিত হয়ে মারা গেল সীতাকুণ্ড কম দামের পণ্য কিনতে গিয়ে।

১৫| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৬

মরুর ধুলি বলেছেন: আসল কথা যদি বলি তবেই হবো মৌলবাদী !

১৬| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৯

তানভির জুমার বলেছেন: চেতনার দোহাই দিয়ে, সেই কম্বল চোরদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা আজ দেশে জনগনের উপর লুটপাট চালাচ্ছে । এইটা চির সত্য কথা। দেশটা নষ্টদের দখলে চলে গেছে।

১৭| ১৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪২

রানার ব্লগ বলেছেন: যথার্থ বলেছেন!! এই চোররাই টিকে আছে যেমন টিকে আছে তেলাপোকা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.