নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

গরুর বদলে নাকি ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে। "ঢাকার ঈদ বাজার।"

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:০৩



গতকাল মাংস কিনতে গিয়ে এক দোকানে দেখি, পুলিশের ভীড়। ভাবলাম, মোবাইল কোট চলছে। কাছে যেতেই, পুলিশের এক ইন্সপেক্টর বললো,মাংস কিনলে পাশের দোকান থেকে কিনুন। এগুলো খেলে মরবেন৷তার কথার মম তখন না বুঝলেও পরে বুঝেছি, "তাজা গরুর মাংস বিক্রির আড়ালে দেশি গরুর সাথে ভারত থেকে আনা প্যাকেটজাত মাংস মিশিয়ে বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছে।

এর মধ্যে তিনটা এলাকায় ৭টা দোকান ঘুরেও গরুর মাংস কিনতে পারি নাই তা অবশ্য দামের জন্য নয়। মাংসের কোয়ালিটির জন্য। পানিযুক্ত হলদেটে, ফ্যাকাসে, চর্বিযুক্ত, হাড্ডিসার মাংস দেখে রুচি হচ্ছিলো না কেনার। তার উপর খবর পেয়েছি,কক্সবাজার উখিয়ায় নাকি গরুর বদলে ঘোড়া জবাই করে গরু বলে চালানো হচ্ছে। হাতে নাতে ধরাও পরেছে। এরপরই মাথায় প্রশ্ন এলো,"গুলিস্তান টু সদরঘাট যে ঘোড়ার গাড়িগুলো চলে সেই ঘোড়াগুলি অক্ষম হয়ে যাবার পর যায় কই? তাদের ভাগ্যে কি ঘটে? যদি রাতের অন্ধকারে কেটে কুটে ঢাকার দোকানগুলোতে ঢুকিয়ে দিলে কার বাপের সাধ্য যে ধরবে সেটা গরু না ঘোড়ার মাংস?"
এসব ভাবতেই শরীর গুলাচ্ছিলো । তাই মাংস না কিনে বাসায় ফিরলাম।

বাসায় ঢুকার আগে ভাবলাম দুধ নিয়ে যাই। ওমা দোকানগুলোতে ঢু মারতেই তারা বলল দুধ নেই। খোজ নিয়ে জানলাম,অদৃশ্য ইশারায় বাজার থেকে প্যাকেটজাত দুধ উদাও হয়ে গেছে। অগ্যতা স্বপ্ন থেকে ৮৫ টাকার দুধ ৯০ টাকা প্লাস ভ্যাট দিয়ে দু প্যাকেট দুধ নিয়ে বাসায় ফিরলাম।কিন্তু মজার ব্যাপার হচ্ছে,
আজ দোকানে গিয়ে দেখি লিটার প্রতি ৩০ টাকা বাড়িয়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এবং সব দোকানে দুধ পাওয়া যাচ্ছে৷

দেশের মানুষগুলি সব কি করে রাতারাতি অমানুষ হয়ে গেলো বুঝে আসছে না৷ কারো মধ্য নৈতিকতার বালাই নাই৷ সবার মধ্য প্রতিযোগিতা কিভাবে অন্যকে ঠকিয়ে সহজে ধনী হবো

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:২৫

নিমো বলেছেন: ৯১.৪% মুসলিমের দেশে ১ মাস সিয়াম সাধনার ফলাফল বেশ দেখা যাচ্ছে। বাহ!

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:২৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হ্যা তা বলতেই পারেন।

২| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৫৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: হায় হায়!

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঘটনা সত্য ভাই

৩| ২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:২৩

কিরকুট বলেছেন: ঘোড়ার মাংস খাইলে কেউ মরে না। উহা জায়েজ খাওয়া। আমি তো জানি ঘোড়ার দাম গরুর থেকে বেশি। তবে মেয়াদ উত্তির্ন প্যাকেটজাত কোন মাংসই স্বাস্থ্য সম্মত নয়।

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঈদ মোবারক

৪| ২১ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:২৩

অগ্নিবেশ বলেছেন: কি যে বলেন টলেন দাদা, ৯৯% মুসল্লিদের দেশে এত অনাচার? নাস্তিকগো দ্যাশে থাকি, এহানে খাবারে ভেজাল কেউ স্বপনেও দেয় না। আল্লাহর কাছে যায়ে কান্দে পড়েন, তার ইচ্ছাই এসব হচ্ছে, তিনি আপনাদের পরীক্ষা নিতাছেন।

২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কোন পাপের শাস্তি পাচ্ছে জাতি আল্লাহই মালুম

৫| ২১ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: বাজারে গিয়েছিলাম। যেতে হয়েছিলো। গজব অবস্থা। দিন দিন এদেশ থেকে মন উঠে যাচ্ছে।

২১ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অত্যান্ত দু:খজনক। জনগন অসহায় কিছু করার নেই।

৬| ৩০ শে জুন, ২০২৩ রাত ১১:৪৮

শোভন শামস বলেছেন: এবার ঈদে অনেকে অতি আনন্দ করেছে মরিচ ও মসল্লার দাম বাড়িয়ে তাঁর থেকে মুনাফা করে।
অনেকে লাভবান হবার জন্য পশুর চামড়ার দাম প্রায় মূল্যহীন করে ফেলেছে।এই চামড়ার মূল্য গরিবের হক। এক সময় এই চামড়া অনেক মূল্যে বিক্রি হত।
এখন চামড়ার জিনিসের দাম চড়া, আর চামড়ার মূল্য কম।
আমাদেরকে অনেক ভাগ লোভ কমিয়ে আনতে হবে। আগামী ঈদে একটু যদি কমে সেই আশায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.