নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শেখ এম উদ্‌দীন

আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।

শেখ এম উদ্‌দীন › বিস্তারিত পোস্টঃ

একজন যুদ্ধ অপরাধী কে নতুন প্রজন্মের কাছে অপরিচিত করে রাখার দায় কার?

১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৩

প্রান আর এফ এল এর চেয়ারম্যান মেজর জেনারেল ( অব: ) আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে শোকের বন্যা এবং মিডিয়ার কান্না দেখে তো আমি মর্মাহত হয়ে গেলাম। আহারে কত উদ্যমী একটা লোক মারা গেলেন।

কিন্তু কালক্রমে জানতে পারলাম তিনি রাজাকার, আল বদর, আল সামাস এদের চেয়েও ঘৃণিত কাজে লিপ্ত ছিলেন ১৯৭১ সালের সেই অগ্নিঝরা ৯ মাসে। এই কথা জেনে যত না অবাক হয়েছি তার চেয়ে বেশী অবাক হলাম যে আমাদের ঘাতক দালাল নির্মূল কমিটির লোকজন এবং সুশীল গণ এই ব্যাক্তি জীবিত থাকতে বড় সুকৌশলে এই অমানুষটির স্বরূপ লুকিয়ে রেখেছেন। কে জানে হয়ত কারো মুরগির সাপ্লাইয়ের কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছিলেন তাই কৃতজ্ঞতা স্বরূপ...।।

যেখানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরউত্তম খেতাব ধারীদের কেও মাঝে মাঝে রণাঙ্গনে না গিয়ে পালিয়ে থাকা বীর সেনানীগণ রাজাকার খেতাব দিতে মুহূর্তকাল বিবেচনা করেন না সেখানে এই রাজাকারের চেয়ে নিকৃষ্ট প্রাণীটিকে সারাজীবন কত মমতাতে আগলে রাখলেন তাঁরা।

বাংলাদেশের মিডিয়া যে কত পরিমানের হলুদ সাংবাদিকতাতে আসক্ত তা এই কেঁচো খুরে অজগর না বেরোলে টের পেতে আমজনতার অনেক কাঠখড় পোড়াতে হত।

যেই দেশে একজন মুক্তিযোদ্ধা আত্মহননের পথ বেছে নেন সেই দেশেই এক জন রাজাকারে চেয়ে নিকৃষ্ট মানুষের মৃত্যুতে শোকের আবহ নেমে আসে। ওরে সেলুকাস তোর কোন জমজ কিংবা আপন বড় ভাই নাই তোরে দিয়ে যে আমাদের আর চলছে নারে। কি বিচিত্র এই দেশ, সমাজ, মিডিয়া এবং বুদ্ধি ব্যবসায়ীগণ (অথবা চতুরজীবীগণ)

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১১

ভয়ংকর বিশু বলেছেন: দায় সবার, রাজাকার দের তালিকা এলাকা ভিত্তিক প্রচার করার অনেক আগেই ছিল। এবং যুদ্বের পরেই এদেরকে মেরে ফেলা উচিত ছিল।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৭

শেখ এম উদ্‌দীন বলেছেন: রাজাকারের তালিকা তো দূরে থাক আজ এই ৪৫ বছরে আমাদের শ্রেষ্ঠ সন্তান শহীদ দের পুরনাংগ তালিকা আমাদের নেই। অথচ মুক্তিযুদ্ধ নিয়ে পুরো একটি মন্ত্রানালয় আছে। :(

২| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫২

কলাবাগান১ বলেছেন: ঘোলা জলে মাছ শিকার করার অভিপ্রায়

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩০

শেখ এম উদ্‌দীন বলেছেন: উন্মাদ মানুষ এই এক দুই লাইনের জ্ঞান গর্ভ কথা বুঝি না ভাই একটু খুলে বলবেন দয়া করে। :)

৩| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫২

রাতুলবিডি৪ বলেছেন: ওনার প্রতি পূর্ণ সমীহ রেখেই বলছি , ওনার সম্পর্কে অনেক কিছু শুনেছি । উনি নাকি কাদিয়ানী ছিলেন ?
ওনার বাসার আশেপাশের বাসার জেনারেল পরিবারের এক সদস্য বলেছিলেন উনি নাকি বগুড়া ক্যান্টনমেন্ট বানানোর সমর বেশ 'লাভবান' হয়েছিলেন ।
সেই গুড়ের টাকায় নাকি প্রণ তৈরী হয় !
যাইহোক উনি চৌকশ লোক - রাজাকার - মেজর জেনারেল -কাদিয়ানী - মুরগী বান্ধব আরো কত কি (শুনি ) !
দেশে এমন চৌকস লোক আরো কিছু থাকলে বোধ হয় দেশ এগিয়ে যেতো ( গাজী প্লাস্তিক ট্যাংক )

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৯

শেখ এম উদ্‌দীন বলেছেন: চৌকস বলতে কি বুঝিয়েছেন তা বুঝলাম না। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। ৭১ এ মা বোনের ইজ্জত নিয়ে দুই জন মুক্তিযোদ্ধা পরিবারের উন্নয়ন করে দেশ প্রেমিক হওয়া একমাত্র বাংলাদেশেই সম্ভব।
উনার আজকের অবস্থান ই প্রমাণ করে দেশে সত্যিকারের মুক্তিযোদ্ধা দের স্বপ্ন কত টুকুন বাস্তবায়ন হয়েছে এই ৪৫ বছরে।

৪| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৫

রাতুলবিডি৪ বলেছেন: যারা একসময় রাজাকার পরবর্তিতে খোলস বদলে নতুন চেতনা ধারী - তারাই চৌকস ;)

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭

শেখ এম উদ্‌দীন বলেছেন: সহমত

৫| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: চেতনায় চেপ্টা জাতি টাকার আড়ালে লুকিয়ে থাকা রাজাকার দেখতে পায়নি আথবা তার ছেলে/মেয়ের কারো সাথে সরকারি কোন পুত্র/কন্যার বিবাহের পরিকল্পনা ছিল।

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮

শেখ এম উদ্‌দীন বলেছেন: :)

৬| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৬

আলাপচারী বলেছেন: মরে গেলেই আবিস্কার হবে এটা ঠিক নয়।
আসুন আমরা যার যার জানার ক্ষেত্র থেকে সেই সব কুলাঙ্গারদের পরিচয় তুলে ধরি।
যেমন ধরুন আলোচিত এম পি হাজী মোঃ সেলিম, তার বাবা ছিল বিডি মেম্বর, রাজাকার, সে এখন আওয়ামী লীগের ঝান্ডাধারী। হাজী সেলিম বিএনপি করতো নাসিরুদ্দিন পিন্টুর সাথে। তীব্র উচ্চাকাংখী ছিল বলে এম পি হতে চাইলো, ম্যাডাম জিয়া পাত্তা দিলেন না, আপার কোলে গিয়ে পড়লো।
তারপরের ইতিহাস সবাই জানে। এখন এই হাজী সেলিম পুরনো ঢাকার অভিশাপ। পুরনো ঢাকার এমন কোনা কাঞ্চি বাদ নেই যা তার দখলের আওতামুক্ত। কেউ প্রতিকার করার নেই।

৭| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২০

শেখ এম উদ্‌দীন বলেছেন:

লজ্‌জা জনক নাকি কলঙ্‌ক জনক?
:(

৮| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১

শেখ এম উদ্‌দীন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.