নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শেখ এম উদ্‌দীন

আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।

শেখ এম উদ্‌দীন › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা-

০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৬:১১

বর্তমান বা নিকট অতীতের অন্যের সাহিত্য চুরি করা বা ক্ষমতার গুণকীর্তন করা সাহিত্যিক দের জন্য উৎসর্গ কৃত। আমার চোখে নির্ভীক , মৌলিক সাহিত্যিক এবং কবিদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবী কাজী নজরুলের একটি কবিতা।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৫

জাহিদ নীল বলেছেন: Porta parlam na mobail thaka....
Likha dila valo hoito

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৮

শেখ এম উদ্‌দীন বলেছেন: একত্রে পুরো কবিতা টি একটি ছবিতে দেয়ার ইচ্ছা থেকেই দেয়া। দুঃখিত সমস্যার জন্য।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:০৯

আরণ্যক রাখাল বলেছেন: সর্বশ্রেষ্ঠ "কবী" নজরুল ইসলাম! তাহলে সর্বশ্রেষ্ঠ 'কবি' কে আপনার মতে?

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৭

শেখ এম উদ্‌দীন বলেছেন: বলেই তো দিলাম ভাই।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনাকে কেন আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি বলে মনে হয়? দুই একটা পয়েন্ট বলেন। শিখে রাখতে চাই।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭

শেখ এম উদ্‌দীন বলেছেন: নজরুল কেন নজরুল এটা যদি আমার পয়েন্ট শুনে শিখে রাখতে হয় তাহলে পয়েন্ট না বলাই উত্তম ভাই।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নজরুল কেন নজরুল সেটা আমি অবশ্যই জানি। তবে তিনি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি সেটা জানি না। তাই আপনার সাথে কন্ঠ মিলিয়ে যদি অন্যদের সামনেও এই দাবি উপস্থাপন করতে হয় তাহলে অল্প দু চার লাইন জানা উচিত তো বটে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

শেখ এম উদ্‌দীন বলেছেন: কষ্ট করে উনার সাহিত্য এবং কত সংগ্রামের জীবন নিয়ে এই সকল বিচিত্র সাহিত্য রচনা করে গেছেন তা বিবেচনা করেন তাহলেই পেয়ে যাবেন।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:২২

এ কে এম রেজাউল করিম বলেছেন:
১) যাকে বাংলাভাষায় সর্বশ্রেষ্ঠ কবি বলে ভাবা হয় তার মত কিন্তু কবি নজরুল সোনার চামচ মুখে নিয়া জন্মায় নাই।
২) যাকে বাংলাভাষায় সর্বশ্রেষ্ঠ কবি বলে ভাবা হয় তার মত কিন্তু কবি নজরুল অন্যেরদেশ জবর দখল করা শুয়ারের মত সাদা বিদেশীদের সেবা দাস ছিল না। এবং তাদের রানী ‘ভিক্টরিয়া’কে বিজয়া বলে সম্বধোন করতেন নাই। বরং তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন- সিকল পরা ছল মোদের এই সিকল পরা ছল। যার জানান ছিল এই শুয়ারের মত সাদা’রা তোরা আমাদের ভারত ছাড়।

নেন এই দুটি পয়েন্ট দিলাম শেখ এম উদ্দীন –এর হয়ে, এখন শিখে নেন চিরদিনের জন্য মনে রাইখেন আবার যেন না ভুলে যান সুবিধায় পরে @ কাল্পনিক_ভালোবাসা

০৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:০৪

শেখ এম উদ্‌দীন বলেছেন: ধন্যবাদ রেজাউল ভাই।
আমি আসলে ওনার মুখ থেকে আনতে চেয়েছিলাম।
রুটির দোকানে কাজ করে সাহিত্য রচনা আর সেই রুটি দুধ দিয়ে ভিজিয়ে প্রজা নিপীড়ন করে গড়ে তোলা অট্টলিকাতে বসে খেতে খেতে সাহিত্য রচনার পার্থক্য যে ওনাকে বুঝতেই হবে। তা না হলে ঐ নিপীড়কের মায়ার জাল কেটে বের হবে কি করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.