নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শেখ এম উদ্‌দীন

আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।

শেখ এম উদ্‌দীন › বিস্তারিত পোস্টঃ

শহীদ বুদ্ধিজীবী দিবসের চাওয়া

১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৫

বাবার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন কবি মহিউদ্দিন। তিনি বাবাকে বলতেন আমাদের মত বুদ্ধিজীবীরা দেশের সম্পদ হলেও সরকারের জন্য বোঝা। কারন আমরা না থাকলে ওরা যা ইচ্ছা করতে পারত কেউ বাঁধা দিত না।

বাঙ্গালীর মধ্যে স্বাধীনতার আকাঙ্খা সৃষ্টিকারী জাতীর সেই সকল সন্তানদের এই দিনে নির্মম ভাবে হত্যা করে জাতীকে মেধা শূন্য করার প্রয়াস চালানোর নিসংসতা ভুলবার নয়।

গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি তাঁদের যারা জীবিত থাকলে হয়ত আমাদের বর্তমানের এই সকল চতুর, ক্ষমতার পদলেহনকারী নরকের কীট গুলোকে বুদ্ধিজীবী বলতে হত না।

মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ এই সকল কীট গুলোর মুখোশ উন্মচনের জন্য ঐ সকল নির্লোভ, নিরহঙ্কারি, ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সত্যিকারের বুদ্ধিজীবীগণের মত একঝাক বাঙলা মায়ের দামাল সন্তান তৈরি করে দেন। যারা দেশকে তাবেদার দেশ হতে স্বয়ংসম্পূর্ণ সাম্যের বাংলাদেশে রূপান্তরিত করবে।


বিদ্রঃ অনেক বেশি কিছু লিখার ইচ্ছা ছিল কিন্তু খুব চাপের মধ্যে রয়েছি। আল্লাহ্‌ তৌফিক দিলে ভবিষ্যতে লিখব ইনশাল্লাহ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫০

রুদ্র জাহেদ বলেছেন: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা...

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১০

কলাবাগান১ বলেছেন: "যারা দেশকে তাবেদার দেশ হতে স্বয়ংসম্পূর্ণ সাম্যের বাংলাদেশে রূপান্তরিত করবে। "

বাংলাদেশ কবে থেকে তাবেদারের দেশে পরিনত হল? পাকিস্হানের সময় তাবেদার ছিল না??? রাজাকার যখন গাড়ীতে পতাকা হাকিয়ে যেত, তখন তাবেদার ছিল না????

আমার তো মনে হয় বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা তুলে দাড়িয়েছে...বিশ্ব এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ও সন্মান দিয়ে অন্য উন্নত দেশের প্রধানদের কাতারে স্হান দিয়েছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

শেখ এম উদ্‌দীন বলেছেন: বড় ভাই তিস্তা নদীর মাঝে দিয়ে বাধটা দেখেছেন?
বিনা শুল্কে ট্রানজিট দেখেছেন?

আরও কিছু বলব নাকি একটু ইন্টারনেট ঘাটবেন দয়া করে?
দুঃখিত খুব ব্যাস্ত না হলে লিঙ্ক সহ দিতামভাই।

"যারে দেখতে না পারি তাঁর চলন বাঁকা" এই নীতি খুব একটা ভালো নীতি না।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

কলাবাগান১ বলেছেন: যখন ৩০ লাখ বাংগালীকে মারল তখন তাবেদার ছিল না......

গাদ্দার ভারত থেকে কান মলে যে বংগপোসাগরের বাংলাদেশের দাবীকৃত যায়গা মামলা করে আদায় করল? ৫০ বছরের ছিটমহল বিনিময় করে হাজার একর বাংলাদেশের ভুমির পরিমান বাড়ালো...অবৈধ ভাবে দখল করা কৃষি জমি ১০০০ একর বিজিবি উদ্ধার করল তা চোখে দেখেন না.......... আর জামাতি রা যখন ক্ষমতায় ছিল তখন ভ্রমনে গিয়ে পানির কথা বলতে ভুলে যান .....তখন তাবেদার হয় না???????
মুক্তিযোদ্ধার সন্তান হাসালেন.................।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২

শেখ এম উদ্‌দীন বলেছেন: ফলি মাছ দেখতে চিতল মাছের মত সুতরাং ফলি মাছ = চিতল মাছ!!

এই ধরণের যুক্তির খণ্ডন করার মত জ্ঞান আমার নাই রে ভাই। দুঃখিত। আমার জন্য দোয়া করুন যেন এই জ্ঞান আমার কখনো না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.