নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

মৌতাত গোস্বামী শন্তু

মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।

মৌতাত গোস্বামী শন্তু › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধ ১৯৭১ : পণ্ডিত রবীশংকর ও জর্জ হ্যারিসন অধ্যায়।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

‘দি কনসার্ট ফর বাংলাদেশ’ পরিকল্পনার পূর্বে প্রথমে রবিশংকর তাঁর বন্ধু জর্জ হ্যারিসনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক পত্রপত্রিকা ও নিবন্ধ পড়তে দেন এবং বাংলাদেশের গোটা পরিস্থিতি সম্পর্কে অনেক ধারণা দেন। হ্যারিসন ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, নরওয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায় প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়েন এবং তাঁর মনকে তা গভীরভাবে আন্দোলিত করে। বাংলাদেশের নিরীহ ঘুমন্ত মানুষের উপর হানাদার বর্বর রক্তপিপাসু পৃথিবীর জঘন্যতম পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা, ধ্বংসযজ্ঞ এবং নারী নির্যাতনের কথায় কেঁদে ওঠে এই মানব দরদী শিল্পী জর্জ হ্যারিসনের। বিশ্বের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা যেখানে নিশ্চুপ ছিলেন- সেখানে জর্জ হ্যারিসন হয়ে উঠেন সোচ্চার। রবিশঙ্কর তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ও সাহায্যার্থে ‘দি কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের ইচ্ছা জর্জ হ্যারিসনকে জানান এবং হ্যারিসন সাথে সাথে রাজি হয়ে যান এবং বলেন এরকম পরিকল্পনায় বাংলাদেশকে সাহায্য এমনকি অংশগ্রহণ করতে পারলে তিনি খুশিই হবেন। হ্যারিসন প্রতিবাদ করেন সুরের মাধ্যমে অর্থাৎ বলেন তিনি বাংলাদেশ সম্পর্কে নিজেই গান লিখবেন, সুর দিবেন এবং গাইবেন। অনুষ্ঠানের প্রস্তুতি জোরেশোরে শুরু হয়ে যায়।
১৯৭১ সালের ১ আগস্ট রবিবার অপরাহ্ণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসনের আহ্বানে সাড়া দিয়ে ৪০ হাজার দর্শক-শোতার উপস্থিতিতে ঐতিহাসিক ‘দি কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উপস্থিত হন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিংগো স্টার, বিলি প্রেস্টন, রিওন রাসেল, সারোদ শিল্পী ওস্তাদ আলী আকবর খান এবং পন্ডিত রবি শংকরতো আছেনই। তবলায় ছিলেন ওস্তাদ আল্লারাখা খান আর তানপুরায় কমলা চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতেই রবিশংকর বাংলাদেশের অবস্থার কথা সংক্ষেপে সবার কাছে তুলে ধরেন সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে। হাজার হাজার দর্শক-শ্রোতা বিস্ময়াভিভূত হয়ে শুনছিলেন রবি শংকর ও জর্জ হ্যারিসনের কথা- জর্জ হ্যারিসন বাংলাদেশে পাকিস্তানিদের বর্বরতার কথা ব্যক্ত করার সময় একসময় আবেগাপ্লুত হয়ে উঠেন- তাঁর চোখ ছলছল করে উঠে এবং সেই মুহূর্তে উপস্থিত হলভর্তি দর্শক শ্রোতাদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কনসার্টে বেশির ভাগ গানই অর্থাৎ ৮টি গানই পরিবেশন করেন জর্জ হ্যারিসন। তাঁর বিখ্যাত গানগুলো গাওয়ার পরই সবশেষে তাঁর নিজের লেখা ও সুরে গেয়ে শোনান সবচেয়ে আকর্ষণীয় বিখ্যাত ‘বাংলা দেশ’ ‘বাংলা দেশ’ গানটি। গানটি দর্শক-শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায় এবং ৪০ হাজারেরও বেশি দর্শক দীর্ঘস্থায়ী তুমুল করতালির মাধ্যমে বর্বর পাকিস্তানিদের ধিক্কার জানিয়ে বাংলাদেশকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে জর্জ হ্যারিসনকে বিপুলভাবে অভিনন্দন জানান। ‘দি কনসার্ট ফর বাংলাদেশ’-এর প্রধান আকর্ষণ ছিল এর নতুনত্ব ও স্বতঃস্ফূর্ততা। এই স্মরণীয় কনসার্ট জর্জ হ্যারিসনের সঙ্গীত জীবনে একটি মাইলফলক হয়ে আছে। এই বেনিফিট সঙ্গীত অনুষ্ঠান ‘দি কনসার্ট ফর বাংলাদেশ’ থেকে সংগৃহীত হয়েছিল ইউএস ডলার ২,৪৩,৪১৮.৫০ (দুই লক্ষ তেতাল্লিশ হাজার চারশত আঠারো দশমিক পঞ্চাশ ডলার)- যার পুরোটাই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ও ভারতে আশ্রয়প্রার্থী বাংলাদেশের অসহায় শরণার্থীদের জন্য দেয়া হয়েছিল।



যে গানটি গেয়ে হ্যারিসন বিশ্বমানবতাকে প্রশ্ন তুলেছিলেন তার ব্যপ্তি ছিল তিন মিনিট চার সেকেন্ড। বাংলাদেশ, তার মানুষের জন্যে গাওয়া এই গানটির কথা ও সুর তার নিজেরই। বিনম্র শ্রদ্ধা রইল তার এই মহাপ্রয়াণ দিবসে। গানটি তুলে না দিলে হয়ত বাকি থেকে যাবে। ♥ u Harrison।

Bangla Desh
My friend came to me,
with sadness in his eyes
He told me that he wanted help
Before his country dies
Although I couldn`t fell the pain,
I knew I`d to try
Now I`am asking all of you,
To help us save some lives
Bangla Desh, Bangla Desh
Where so many people are dying fast
And it sure looks a mess
I`ve never seen such distress
Now won`t you lend your hand and understand
Relieve the people of Bangla Desh
Bangla Desh, Bangla Desh
Such a great disaster- I don`t understand
But it sure looks like a mess
I`ve never known such distress
Now please don`t turn away,
I want to here you say
Relieve the people of Bangla Desh
Relieve Bangla Desh
Bangla Desh, Bangla Desh
Now it may seem so far from where we all are
It`s something we can`t neglect
It`s something I can`t neglect
Now won`t you give some bread
to get the starving fed
We`ve got to relieve Bangla Desh.
Relieve the people of Bangla Desh
We`ve got to relieve Bangla Desh
Relieve the people of Bangla Desh.

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

রুদ্র জাহেদ বলেছেন: এই ইতিহাস সংরক্ষণ করে আরো বিস্তৃতভাবে প্রজন্মের কাছে পৌঁছানোর ব্যবস্হা করা উচিত

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: অবশ্যই!

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লেখা :)প্রশংসার দাবি রাখে:D:D:D

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: ধন্যবাদ @কাজল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.