নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

মৌতাত গোস্বামী শন্তু

মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।

মৌতাত গোস্বামী শন্তু › বিস্তারিত পোস্টঃ

সুপ্রভাত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫



ভয়ে থাকি, ভয় পাই
চলার সময় তোমার কন্ঠ বুঝলে থমকে দাঁড়াই।
ভয়ে থাকি, ভয় পাই
তোমাকে দেখলে থমকে দাঁড়াই।
ভয়ে থাকি, ভয় পাই
কখন সময়ের হিসাব চেয়ে বসো!
কিংবা জিজ্ঞেস করো কেন আমি নিশ্চুপ।

হতে পারে একদিন ভরদুপুরে
সবে মাত্র যখন ক্লাস শেষ,
তুমি চিৎকার করে বলে উঠলে 'ভালোবাসি'
অথবা -
হন্ত-দন্ত হয়ে খুঁজলে এই নিষ্পাপকে -
"কোথায়, কোথায় সেই গোস্বামী?"
কিংবা -
অভিযোগ করতে পারো অভিযোগ বাক্সে,
রাত্রে ইষ্ট দেবের কাছে সমন চাইতে পারো,
আমার সুন্দর সুশৃঙ্খল জীবনটাকে গীবন বানাতে পারো
বর্তমান থেকে বেশি, আরো বেশি, অনেক বেশি।
তাই -
ভয়ে থাকি, ভয় পাই।

হয়ত একদিন ঊর্ণাভের মত
ঊর্ণজাল বুনে বললে - 'পালাবি কোথায়'
অথবা আমাদের চলচ্চিত্রের ভাষায় -
'ভালোবাসা দিবি কিনা বল?'

সুতনুকা, ভালোলাগার ভালোবাসার অনেক দিক থাকে
অপূর্ণ বিষয়টি ঝামেলার, হঠকারী সিদ্ধান্ত।
তাই -
এই প্রভাতে, তোমার সৌন্দর্যের নামে শপথ করে বলছি -
ভালোবাসি, ভালোবাসি
ভয়ে আছি, ভয় পাই!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

অগ্নি কল্লোল বলেছেন: ভালবাসি ভালবাসি
ভয়ে আছি,ভয় পাই।।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: এই প্রভাতে, তোমার সৌন্দর্যের নামে শপথ করে বলছি -
ভালোবাসি, ভালোবাসি
ভয়ে আছি, ভয় পাই!
দূর হয়ে যাক সব ভয়, শুধু ভালবাসায় ঘিরে থাক জীবন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

কল্লোল পথিক বলেছেন: এই প্রভাতে, তোমার সৌন্দর্যের নামে শপথ করে বলছি -
ভালোবাসি, ভালোবাসি
ভয়ে আছি, ভয় পাই!
চমৎকার কবিতা ।
শুভ কামনা জানবে।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

আরাফআহনাফ বলেছেন: " ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।
আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–
হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। "

ভালবাসায় হারানোর ভয় ভালবাসাকে শক্তিশালী করে।
ভালো থাকুক আপনাদের ভালবাসা - সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.