নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

মৌতাত গোস্বামী শন্তু

মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।

মৌতাত গোস্বামী শন্তু › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে হলে আসতে পারো

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

অনেকদিন পর দেখা
সবাই যাবার জন্য পা বাড়িয়ে আছে
সামান্য কোলাহল, সামান্য শীত
পথে পথশিশু নেই,
দেশ ভালো আছে
আমি আজও সেই আগের মতই কেমন আছি জানা নেই!

সবাই নিজেদের মধ্যে কথা সারছে -
কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল?
সবাই যেমনই থাকুক,
দিব্যি ভালো থাকার অভিনয় করে যাচ্ছে।

কেমন আছো?
কোথায় থাকো?
মনে রেখো,
কাকে বলব?
সবার কণ্ঠেই জমে আছে হাজারো অব্যক্ত সুর;
হৃদপিন্ডে-মুখে টাঙানো সহস্র বছর ব্যবহৃত হওয়া মুখোশ।

হাত ধরতে জানে কি না জিজ্ঞেস করতে পারছি না,
কেননা -
সবার মুঠোভর্তি হয়ে আছে হাজারো স্বপ্ন খুনের সস্ত্রে!

তুমি কি শুনছ?
শুনতে পাচ্ছ তুমি?
আজ এখন পর্যন্ত;
'ইচ্ছে হলে আসতে পারো',
বা-
'তুমি কি স্বপ্ন দেখাতে পারো?'
বলার মত কাউকে পাই নি।

পা বাড়িয়ে সবাই বসে আছে
নির্দেশমাত্রই ছুটবে বলে -
পথশিশু নেই, ভিক্ষুক নেই
ট্রাফিক বিহীন রাস্তায় আমি
নিরব, একাকি অপেক্ষায় দাঁড়িয়ে আছি
তোমার আগমনের প্রত্যাশায়।
ইচ্ছে হলে আসতে পারো
নয়ত আজই,
শেষবারের মত দেখে নেব মুক্ত আকাশ।

______________________________

কবিতার নামকরণ নিয়ে ঝামেলায় আছি,
তিনটি নাম মাথায় আসছে -
১। ইচ্ছে হলে আসতে পারো
২। আত্মহননের শেষ ইচ্ছা
৩। আজি হতে কয়েক বর্ষ পরে।

প্রেমের বলে প্রথমটিই রাখছি, তবে সুচিন্তিত মতদিলে খুশি হবো।
-----------------------------------------------------
[বি.দ্র. :- পাঠক, 'সময়' নামের কবিতার সাথে অলংকারগত মিল যথেষ্ট! কারণ ঐ কবিতা পড়ার কয়েক ঘন্টা পরেই লেখা। সুতরাং গ্রহণসুলভ দৃষ্টিতে বিবেচনার জন্য অনুরোধ করছি।]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

উল্টা দূরবীন বলেছেন: কবিতার ভাষা অতি সাধারণ তবে মাধুর্য আছে। ভালো লেগেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: ধন্যবাদ, সাধারণের মত করে লিখতে চেয়েছি।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: নামকরণ নিয়ে আমি খুব ঝামেলায় পড়ে যাই সবসময়। " ইচ্ছে হলে আসতে পারো " এই নামটাই ঠিক আছে বলে মনে হচ্ছে।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

আরণ্যক রাখাল বলেছেন: এই নামটিই পার্ফেক্ট।
সুন্দর কবিতা

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

রানার ব্লগ বলেছেন:




অসাধারণ ভাষায় লিখে পাঠোকের মাথার তার ছেরার কি দরকার, সাধারন ভাষাই ভালো, হুমায়ুন আহমেদ এই জন্যই জনপ্রিয় হয়েছিলেন কারন উনি সাধারন ভাষায় মানুষের মোনের কথা গুল বলেছেন।

ভালো হইছে ভাই আপনার কবিতা খানি। নামটাও ঠিক আছে।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো লেগেছে আমার। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.