নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

মৌতাত গোস্বামী শন্তু

মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।

মৌতাত গোস্বামী শন্তু › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার সপ্তডিঙ্গা

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪২



হাসি মুখ আমার ঢেকে দিতে, যদি লাগে
গ্রহণের কালো ছায়া, কলঙ্কদায়ী কেউ
যদি এসে হাসে, রক্ত হিম করা
জ্যান্তব হাসি, তবু অটল রব আমি !

তোমার আকাশ যদি না ঢাকে মেঘ,
তবে আনমনে চেয়ে দেখ-
আমি হয়ে রব রুপোলি চাদ;
শুক্লপক্ষের মায়াভরা নিশীথে ।
হেসে যাব স্নিগ্ধতা ভরে,
ছড়াবো শান্ত ধবল আলো
কালো রাতের বুকের মাঝে ।

মায়াভরা পরিবেশ, আবছা আলোয়
ভরে ওঠা চারপাশ, আমি
অবাক চোখে দেখব তোকে
জমিয়ে আড্ডা দেবো পুরাকালের
চরকা বুড়ির সাথে, বলব তাকে
কাজ নেই আর চরকা কেটে;
ঘুমাও তুমি, আমি আছি ।

সুনসান নিরবতা
আমাতে মুগ্ধ তুমি চেয়ে তখন অপলক
গল্প চলবে সমস্ত রাত্রিভর।
একাকী নির্জনে ভাসবে
আমাদের ভালবাসার সপ্তডিঙ্গা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৩

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: আপনাদের ভালবাসার স্পতডিঙ্গা ভেসে যাক দূর বহু দূর...। ভাল লাগলো।
চাদ< চাঁদ
রুপলী < রূপলী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.