নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

সফলতার পথ...

৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৫


আসসালামু আলাইকুম। সবার শান্তি এবং মঙ্গল কামনা করছি...
যদি একজনের উপরও এ লেখার প্রভাব পরে, তাহলে আমার এ কষ্ট স্বার্থক বলে মনে করব।

|| যখন তুমি কোন ভুল করে ফেল তখন এর পিছনে বেশি সময় ব্যয় করো না, ভুলের পিছনের কারণগুলো মনের মধ্যে গেঁথে নাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হতে। অতীতকে কখনো বদলানো যায় না, কিন্তু ভবিষ্যত তোমার ক্ষমতার মধ্যে। ||

|| জীবনের সকল অবস্থায় নিজেকে বড় করে তোলা যায়- এ তুমি বিশ্বাস কর। তুমি মানুষ, তুমি অগ্নিস্ফুলিঙ্গ, তোমার পতন নাই, তোমার ধ্বংস নাই। ধীর হয়ে লেগে থাক, তোমাকে দুঃখ করতে হবে না। ধীর ভাবে লেগে থাকাই হচ্ছে কৃতকার্য হবার পথ। হাল কখনো ছেড়ো না। তরী জেগে উঠবে। আশাশূন্য ও নিরানন্দ মনে কোনো কাজ করো না। বিশ্বাস ও দৃঢ় ইচ্ছার সম্মুখে অসম্ভব সম্ভব হয়ে পড়ে। নিজেকে দুর্বল ও শক্তিহীন মনে করলে চলবে না; তুমি মানুষ- তোমার ভিতরে এই শক্তি আছে- যে শক্তির সম্মুখে গিরি মাথা নত করে, বিশ্ব সংসার কাঁপতে থাকে। যেখানে আছ, সেখান হতেই তোমার যাত্রা শুরু হোক- এখান হতেই তুমি তোমার জীবনকে বড় করে তুলতে পার।- কোথাও যাবার দরকার নাই। তুমি নিজেকে কখনো নিঃসহায় ও দরিদ্র মনে করো না। যেদিন তুমি জন্মেছিলে- সেদিন আল্লাহ তোমাকে দু' খানি হাত, দু' খানি পা, আর একখানি মাথা দিয়েছিলেন- মানব জীবনের পক্ষে এই যথেষ্ট সম্বল। কে বলে- পুরুষের সম্মুখে বাধা রয়েছে? জীবনের ঘুমন্ত শক্তি, মস্তিষ্কের সহস্র লুকান ক্ষমতাকে জাগিয়ে তুলবার অমোঘ উপায় হচ্ছে জ্ঞান। স্যার জসুয়া রেনল্ডস্ বলেছেন, "যদি কোনো কাজে সফলতা পেতে চাও, তাহলে যখন ঘুম থেকে উঠ, তখন থেকে নিদ্রা যাওয়া পর্যন্ত সেই কাজে সমস্ত চিন্তা, সমস্ত মন ঢেলে দাও।" বাস্তবিক ইহাই সফলতার পথ। কর্মী ও সাধকের কাছে সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, কাজকে সর্বাঙ্গ সুন্দর করবার জন্যে তিনি কাজের মধ্যে একেবারে ডুবে যাবেন।- সাধনায় সিদ্ধি লাভের ইহা গুপ্ত রহস্য। অভাব, দরিদ্র, অসুবিধা মানুষের সাধনার পথে কোনো কালেই বাধা হয়না। ||
সংগৃহীত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.