নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি নিয়ে 42টি মজার তথ্য:

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২১


1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification
2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80
3. ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
25. It is raining.
26. Bristi is reading.
27. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে
28. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
29. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।
30. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed
31. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
32. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous
33. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
34. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
35. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
36. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
37. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein
38. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
39. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
40. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।
41. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
42. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়

মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৬

অসিত কর্মকার সুজন বলেছেন: মজা লাগলো :)

২| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মজারু :)

৩| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আগে অল্প কিছু জানতাম কিন্তু আপনার পোষ্টে বিস্তর জানলাম।সত্যিই চমৎকার।
কিছু পয়েন্ট অবাক করে দিল।

৪| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

রঙ্গীন ঘুড়ি বলেছেন: অনেক কিছু জানা হল। প্রিয়তে যুক্ত করে নিলাম। :)

৫| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

রাকিব আল-হাসান বলেছেন: বাহ চমৎকার! খুব ভাল লাগল।

৬| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩

হাবিবুর রাহমান বাদল বলেছেন: ভাল লাগল।অনেক কিছুই অজানা ছিল।

৭| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ বেশ প্রয়াস সাধ্য ও গবেষণালব্দ কাজ ।কিছু কিছু জটিল শব্দের বানান মনে রাখতে ও শুদ্ধ করে লিখতে সহায়তা করবে ।
শুভেচ্ছা রইল ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

৯| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শেয়ারের জন্য ধন্যবাদ।

১০| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৩

মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: ভাল সংগ্রহ !!

১১| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২১

শাহরিয়ার কবীর বলেছেন: এতে শেখার অনেক কিছু আছে ।ধন্যবাদ

১২| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫

টাইম টিউনার বলেছেন: ভাল জিনিস।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

সোহাগ আহসান বলেছেন: Thank u all

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.