নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

আমরা কি জাহান্নামের দিকে দৌড়ে এগুচ্ছি ??

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮


১. যে কোন কিছুতেই আল্লাহর উপর ভরসা না করা, ইমানের দূর্বল অবস্থা, যে কোন সময় মৃত্যু হতে পারে কিন্তু মৃত্যুর কথা মনে না করা।
.
২. অধিকাংশ মানুষ নামাজ থেকে অনেক দূরে, সব কিছুর জন্য সময় আছে নামাজের জন্য সময় ২. অধিকাংশ মানুষ নামাজ থেকে অনেক দূরে, সব কিছুর জন্য সময় আছে নামাজের জন্য সময় নাই।
.
৩. পরচর্চা, নিন্দা, গীবত না করলে ভাল লাগেনা। fb এর প্রমান। একজন আরেক জনের বিরোধিতায় লিপ্ত।
.
৪. বেপর্দা বেহায়াপনা দেহ প্রদশর্ন পরকীয়া প্রেম নগ্নতাই যেন আজ সামাজিক৪. বেপর্দা বেহায়াপনা দেহ প্রদশর্ন পরকীয়া প্রেম নগ্নতাই যেন আজ সামাজিকতা।
.
৫. কোরআন সুন্নাহর কথা ইসলামের কথা বললেই আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনি হয়ে যাবেন সেকেলে।
.
৬. লোভ লালসা ও দুনিয়ার মজায় এতটাই পাগল যে অপরাধবোধ জাগ্রত হয়না।
.
৭. সব ভাল কাজ বা ভাল আমলগুলো পরে (বৃদ্ধ বয়সে) করব বলে রেখে দেয়ার প্রবণতা।
.
৮. প্রকৃত আলেম হুজুর মাওলানাদের পাত্তা না দেওয়া, (শুধু দাওয়াত, বিয়া ও জানাযার সময় তাদের মূল্যায়ন)
.
৯. আল্লাহর ভয় নেই, কথায় কথায় মিথ্যাচার।
.
১০. ফেসবুকে একটা
নোংরা, কিংবা অশ্লীল ছবি বা ভিডিও পোষ্ট দেখলে এনজয় করা এবং like, share করা। আর ইসলামিক পোষ্ট দেখলে দূরে থাকা no like, no shareনোংরা, কিংবা অশ্লীল ছবি বা ভিডিও পোষ্ট দেখলে এনজয় করা এবং like, share করা। আর ইসলামিক পোষ্ট দেখলে দূরে থাকা no like, no share করা
.
হে আল্লাহ্!! আমাদেরকে জান্নাতের দিকে দৌড়ার তৌফিক দাও। ইসলামকে বুঝার ক্ষমতা দাও। আর জাহান্নাম আমাদের জন্য হারাম করে দাও। আমিহে আল্লাহ্!! আমাদেরকে জান্নাতের দিকে দৌড়ার তৌফিক দাও। ইসলামকে বুঝার ক্ষমতা দাও। আর জাহান্নাম আমাদের জন্য হারাম করে দাও। আমিন।।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৭

নতুন বলেছেন: শুধু শুধু সবাইকে দোষ দেবার আগে কয়েটি জিনিস জিঙ্গাসা করি আপনাকে।

আপনি কেন দাড়ী রাখা, পোষাকে সুন্নত গুলি অনুসরন করেন না?

কোন আপনি বিধমীদের মতন, পোষাক পরিধান করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.