নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

ঈদের একটি কবিতা !!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৫



গরু ডাকে হাম্বা হাম্বা , ছাগল ডাকে ব্যা,
মহিষ বলে কি হয়েছে , এত চেঁচাও ক্যা?
মনের দুঃখে গরু বলে কি , আর কবো ভাই,
কিছু দিন পর হতে হবে , কুরবানির জবাই !
কেঁদে কেঁদে ছাগল জানায় , আমারো কেস তাই ,
তুমিও ভাই পাড় পাবেনা, বাঁচার উপায় নাই !
কথা শুনে মৃদু হাসে , মহিষ মিঞা তখন,
ভাল করে বুঝিয়ে দেয়, জ্ঞানী গুরুর মতন।
শোন হে ভাই,শোন তবে , আসল কথা কই ,
আমরাতো কেউ এ দুনিয়ায় , অমর মোটেও নই !
একদিন হলেও যেতে হবে, দুদিন আগে পরে ,
তার চেয়ে ভালো কুরবান, হওয়া মহান আল্লাহর তরে !
ছাগল গরু ভেবে দেখে, কথা পুরো ঠিক ,সাথে সাথে কান্না থামায়
নিজেদের দেয় ধিক ! উঁচু কন্ঠে বলে ওঠে ওহে মহিষ ভাই,
আল্লাহর তরে প্রস্তুত মোরা , মনে আর ভয় নাই !

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৮

পাবনার পাগল বলেছেন: :) ভালো ছিলো।

কিন্তু মহিষ কুরবানি করা যায় তা তো জানা ছিলো না.... আমি যতটুকু জানি, তা হলো, মেষ (যা সাধারণত গালফ দেশগুলোতে পালন করে)।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:




কেহ পশুদের মৃতয়ু চাওয়া উচিত নয়।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:



কবিতা সম্পর্কে বলতে হয়, কমবুদ্ধির লংগরখানা

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৬

আশাবাদী অধম বলেছেন: চাঁদগাজী[/sb
বাহ! বাহ! বাহ! আপনি তো দেখছি বেশি বুদ্ধির বড় সড় একখানা ডিঙ্গি নৌকা, তো এতদিন বুদ্ধি বিলাইয়া দেশ-জাতির কতদূর উদ্ধার করলেন জানাইলে বড়ই আহ্লাদিত হইতাম!

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


@আশাবাদী অধম ,

আমি আমার ধারণা, ভাবনা ইত্যাদিকে তুলে ধরছি, অনেক ব্লগার আমার ভাবনার সাথে অনেক সময় সহমত জানায়েছেন, ব্লগে এর বেশী ঘটার সম্ভাবনা আপাতত নেই; পরে হবে।

আপনার খবর কি?

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩

আশাবাদী অধম বলেছেন: @চাঁদগাজী
ভাই আপনার অনেক কথাই ভালো তবে প্রকৃত ইসলামকে কেন যে আপনার আধুনিকতা বিরোধী মনে হয় সেটাই তো বুঝে উঠতে পারি না!

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সেক্রিফাইস! মনে হয় সেক্রিফাইসটাই আসল।পশুরা মানুষের জন্য সেক্রিফাইসড।পশু-পাখির মাংস খায়না এরকম মানুষ পৃথিবীতে কমই আছে। গাছ-পালা, উদ্ভিদ সবারইতো প্রাণ আছে? তাহলে মুসলমানের ঈদের সময় এই কোরবানী নিয়া অনেকের গা জ্বলে কেন?
আপনার ছড়াটি সুন্দর হয়েছে। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.